মোহালি, 5 মার্চ : ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের প্রথমদিন অল্পের জন্য ঋষভ পন্থের শতরান হাতছাড়া হওয়ায় হতাশ ছিলেন মোহালির দর্শকরা ৷ টেস্টের দ্বিতীয় দিন সেই আক্ষেপ সুদে-আসলে পুষিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা ৷ সিংহলি বোলারদের শাসন করে দেড়শো রানের ইনিংস খেললেন 'জাড্ডু' ৷ জাদেজার ব্যাটিং ক্যারিশমায় দ্বিতীয় দিন পৌনে ছ'শো ছুঁয়ে ডিক্লেয়ার করল টিম ইন্ডিয়া ৷ 228 বল খেলে কেরিয়ার বেস্ট 175 রানে অপরাজিত রইলেন ভারতীয় অলরাউন্ডার (Ravindra Jadeja scores unbeaten 175) ৷
জাদেজার সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ভালই এগোচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিনও ৷ তবে অর্ধশতরান পূর্ণ করলেও 61 রানের বেশি দীর্ঘ হয়নি দক্ষিণী স্পিনারের ইনিংস (Ravi Ashwin scored 61 runs) ৷ অশ্বিনের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত ৷ দলের রান তখন 468/7 ৷ সপ্তম উইকেটের জুটিতে জাদেজা-অশ্বিন যোগ করেন 130 রান ৷ লক্ষ্যে অবিচল থেকে প্রথম সেশনেই কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরানটি পূর্ণ করেন জাদেজা (Ravindra Jadeja completes his second test hundred career before lunch) ৷ শতরান প্রয়াত শেন ওয়ার্নকে উৎসর্গ করেন জাদেজা ৷ 2008 ভারতীয় অলরাউন্ডারকে 'রকস্টার' আখ্যা দিয়েছিলেন 'স্পিনের জাদুকর' ৷
আরও পড়ুন : IND vs SL 1st Test : অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া পন্থের, লঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত
শুরুতেই অষ্টম উইকেট (জয়ন্ত যাদব) খোয়ালেও দ্বিতীয় সেশন মারমুখী মেজাজে শুরু করেন অলরাউন্ডার ৷ দলের রান পাঁচশোর পার করার পর নিজেও দেড়শত রান পূর্ণ করেন বাঁ-হাতি ব্যাটার ৷ দ্বিশতরানের দিকে ভালই এগোচ্ছিলেন জাদেজা ৷ কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে দলীয় 8 উইকেটে 574 রানের মাথায় প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন রোহিত (Rohit Sharma declares Indian innings at 574) ৷ জাদেজার 175 রানের ইনিংসে ছিল 17টি চার এবং 3টি ছয় ৷ 20 রানে অপরাজিত থাকেন মহম্মদ শামি ৷ ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করতেই চা-বিরতিতে যায় দু'দল ৷