ETV Bharat / sports

IND vs SL 1st Test : জাদেজার 175, পৌনে ছ'শো ছুঁয়ে ডিক্লেয়ার ভারতের - জাদেজার 175, পৌনে ছ'শো ছুঁয়ে ডিক্লেয়ার ঘোষণা ভারতের

অশ্বিন 61 রানে আউট হলেও লক্ষ্যে অবিচল থেকে প্রথম সেশনেই কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরানটি পূর্ণ করেন জাদেজা (Ravindra Jadeja completes his second test hundred career before lunch) ৷

IND vs SL 1st Test
জাদেজার দেড়শো, প্রথম ইনিংসে পাঁচশোর গন্ডি পেরোল ভারত
author img

By

Published : Mar 5, 2022, 1:17 PM IST

Updated : Mar 5, 2022, 2:17 PM IST

মোহালি, 5 মার্চ : ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের প্রথমদিন অল্পের জন্য ঋষভ পন্থের শতরান হাতছাড়া হওয়ায় হতাশ ছিলেন মোহালির দর্শকরা ৷ টেস্টের দ্বিতীয় দিন সেই আক্ষেপ সুদে-আসলে পুষিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা ৷ সিংহলি বোলারদের শাসন করে দেড়শো রানের ইনিংস খেললেন 'জাড্ডু' ৷ জাদেজার ব্যাটিং ক্যারিশমায় দ্বিতীয় দিন পৌনে ছ'শো ছুঁয়ে ডিক্লেয়ার করল টিম ইন্ডিয়া ৷ 228 বল খেলে কেরিয়ার বেস্ট 175 রানে অপরাজিত রইলেন ভারতীয় অলরাউন্ডার (Ravindra Jadeja scores unbeaten 175) ৷

জাদেজার সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ভালই এগোচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিনও ৷ তবে অর্ধশতরান পূর্ণ করলেও 61 রানের বেশি দীর্ঘ হয়নি দক্ষিণী স্পিনারের ইনিংস (Ravi Ashwin scored 61 runs) ৷ অশ্বিনের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত ৷ দলের রান তখন 468/7 ৷ সপ্তম উইকেটের জুটিতে জাদেজা-অশ্বিন যোগ করেন 130 রান ৷ লক্ষ্যে অবিচল থেকে প্রথম সেশনেই কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরানটি পূর্ণ করেন জাদেজা (Ravindra Jadeja completes his second test hundred career before lunch) ৷ শতরান প্রয়াত শেন ওয়ার্নকে উৎসর্গ করেন জাদেজা ৷ 2008 ভারতীয় অলরাউন্ডারকে 'রকস্টার' আখ্যা দিয়েছিলেন 'স্পিনের জাদুকর' ৷

আরও পড়ুন : IND vs SL 1st Test : অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া পন্থের, লঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

শুরুতেই অষ্টম উইকেট (জয়ন্ত যাদব) খোয়ালেও দ্বিতীয় সেশন মারমুখী মেজাজে শুরু করেন অলরাউন্ডার ৷ দলের রান পাঁচশোর পার করার পর নিজেও দেড়শত রান পূর্ণ করেন বাঁ-হাতি ব্যাটার ৷ দ্বিশতরানের দিকে ভালই এগোচ্ছিলেন জাদেজা ৷ কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে দলীয় 8 উইকেটে 574 রানের মাথায় প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন রোহিত (Rohit Sharma declares Indian innings at 574) ৷ জাদেজার 175 রানের ইনিংসে ছিল 17টি চার এবং 3টি ছয় ৷ 20 রানে অপরাজিত থাকেন মহম্মদ শামি ৷ ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করতেই চা-বিরতিতে যায় দু'দল ৷

মোহালি, 5 মার্চ : ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের প্রথমদিন অল্পের জন্য ঋষভ পন্থের শতরান হাতছাড়া হওয়ায় হতাশ ছিলেন মোহালির দর্শকরা ৷ টেস্টের দ্বিতীয় দিন সেই আক্ষেপ সুদে-আসলে পুষিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা ৷ সিংহলি বোলারদের শাসন করে দেড়শো রানের ইনিংস খেললেন 'জাড্ডু' ৷ জাদেজার ব্যাটিং ক্যারিশমায় দ্বিতীয় দিন পৌনে ছ'শো ছুঁয়ে ডিক্লেয়ার করল টিম ইন্ডিয়া ৷ 228 বল খেলে কেরিয়ার বেস্ট 175 রানে অপরাজিত রইলেন ভারতীয় অলরাউন্ডার (Ravindra Jadeja scores unbeaten 175) ৷

জাদেজার সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ভালই এগোচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিনও ৷ তবে অর্ধশতরান পূর্ণ করলেও 61 রানের বেশি দীর্ঘ হয়নি দক্ষিণী স্পিনারের ইনিংস (Ravi Ashwin scored 61 runs) ৷ অশ্বিনের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত ৷ দলের রান তখন 468/7 ৷ সপ্তম উইকেটের জুটিতে জাদেজা-অশ্বিন যোগ করেন 130 রান ৷ লক্ষ্যে অবিচল থেকে প্রথম সেশনেই কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরানটি পূর্ণ করেন জাদেজা (Ravindra Jadeja completes his second test hundred career before lunch) ৷ শতরান প্রয়াত শেন ওয়ার্নকে উৎসর্গ করেন জাদেজা ৷ 2008 ভারতীয় অলরাউন্ডারকে 'রকস্টার' আখ্যা দিয়েছিলেন 'স্পিনের জাদুকর' ৷

আরও পড়ুন : IND vs SL 1st Test : অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া পন্থের, লঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

শুরুতেই অষ্টম উইকেট (জয়ন্ত যাদব) খোয়ালেও দ্বিতীয় সেশন মারমুখী মেজাজে শুরু করেন অলরাউন্ডার ৷ দলের রান পাঁচশোর পার করার পর নিজেও দেড়শত রান পূর্ণ করেন বাঁ-হাতি ব্যাটার ৷ দ্বিশতরানের দিকে ভালই এগোচ্ছিলেন জাদেজা ৷ কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে দলীয় 8 উইকেটে 574 রানের মাথায় প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন রোহিত (Rohit Sharma declares Indian innings at 574) ৷ জাদেজার 175 রানের ইনিংসে ছিল 17টি চার এবং 3টি ছয় ৷ 20 রানে অপরাজিত থাকেন মহম্মদ শামি ৷ ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করতেই চা-বিরতিতে যায় দু'দল ৷

Last Updated : Mar 5, 2022, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.