ETV Bharat / sports

Calcutta High Court Orders: ভারতীয় ক্রিকেটার শামির খোরপোশ সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court orders speedy disposal

ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) খোরপোশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী ৷

Etv Bharat
মহম্মদ শামি
author img

By

Published : Jan 19, 2023, 10:49 PM IST

Updated : Jan 19, 2023, 10:58 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: পাঁচ বছর ধরে ঝুলে থাকার পর ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিবাহবিচ্ছেদ মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৈবাহিক অনৈক্যের জেরে বর্তমানে দু'জন আলাদা থাকলেও স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) খোরপোশ দিতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশনামায় উল্লেখ করলেন বিচারপতি বিবেক চৌধুরী ৷ অন্তর্বর্তী খোরপোশের টাকার পরিমাণ নিয়ে আলিপুর আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

27 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন খোরপোশের (Alimony) সিদ্ধান্ত নেবে আলিপুর আদালত । এমনই নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি বিবেক চৌধুরীর । হাসিন জাহান এর আগে মহম্মদ শামি (Cricketer Mohammed Shami) ও তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁকে নির্যাতনের অভিযোগ এনেছিলেন । পাশাপাশি শামি অন্য সম্পর্কে লিপ্ত বলে অভিযোগ তুলেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন । সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি । বিচারপতি বিবেক চৌধুরী আলিপুর নিম্ন আদালতকে দ্রুত মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : হাসিন জাহানকে খুনের হুমকি

কিন্তু খোরপোশ হিসাবে মাসে মাসে মোটা টাকা গুনতে হয় শামিকে । যদিও দীর্ঘদিন ধরেই এই টাকার অঙ্ক নিয়ে অশান্তি চলছে তাঁদের । তবে মামলার নিষ্পত্তি হওয়ার আগে অন্তর্বর্তী খোরপোশ হিসাবে হাসিনের প্রাপ্ত টাকার সিদ্ধান্ত নিতে নির্দেশ আলিপুর আদালতকে । আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ ।

হাসিন জাহান যাদবপুর থানায় অভিযোগ করেন, পাকিস্তানি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে শামির । এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি । শামির বিরুদ্ধে বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা ও ধর্ষণের অভিযোগও জানান হাসিন ৷ শুধু তাই নয়, শামির দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্যেও তাঁকে জোর করা হয় বলে দাবি হাসিনের ৷

আরও পড়ুন : শামির বিরুদ্ধে মামলার নথি চেয়ে পাঠাল হাইকোর্ট

কলকাতা, 19 জানুয়ারি: পাঁচ বছর ধরে ঝুলে থাকার পর ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিবাহবিচ্ছেদ মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৈবাহিক অনৈক্যের জেরে বর্তমানে দু'জন আলাদা থাকলেও স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) খোরপোশ দিতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশনামায় উল্লেখ করলেন বিচারপতি বিবেক চৌধুরী ৷ অন্তর্বর্তী খোরপোশের টাকার পরিমাণ নিয়ে আলিপুর আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

27 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন খোরপোশের (Alimony) সিদ্ধান্ত নেবে আলিপুর আদালত । এমনই নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি বিবেক চৌধুরীর । হাসিন জাহান এর আগে মহম্মদ শামি (Cricketer Mohammed Shami) ও তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁকে নির্যাতনের অভিযোগ এনেছিলেন । পাশাপাশি শামি অন্য সম্পর্কে লিপ্ত বলে অভিযোগ তুলেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন । সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি । বিচারপতি বিবেক চৌধুরী আলিপুর নিম্ন আদালতকে দ্রুত মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : হাসিন জাহানকে খুনের হুমকি

কিন্তু খোরপোশ হিসাবে মাসে মাসে মোটা টাকা গুনতে হয় শামিকে । যদিও দীর্ঘদিন ধরেই এই টাকার অঙ্ক নিয়ে অশান্তি চলছে তাঁদের । তবে মামলার নিষ্পত্তি হওয়ার আগে অন্তর্বর্তী খোরপোশ হিসাবে হাসিনের প্রাপ্ত টাকার সিদ্ধান্ত নিতে নির্দেশ আলিপুর আদালতকে । আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ ।

হাসিন জাহান যাদবপুর থানায় অভিযোগ করেন, পাকিস্তানি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে শামির । এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি । শামির বিরুদ্ধে বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা ও ধর্ষণের অভিযোগও জানান হাসিন ৷ শুধু তাই নয়, শামির দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্যেও তাঁকে জোর করা হয় বলে দাবি হাসিনের ৷

আরও পড়ুন : শামির বিরুদ্ধে মামলার নথি চেয়ে পাঠাল হাইকোর্ট

Last Updated : Jan 19, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.