ETV Bharat / sports

পুরনো চাল... ক্রাইসিস ম্যানেজার অনুষ্টুপের কাঁধে ভর দিয়ে বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালে বাংলা

Bengal into quarterfinals of Vijay Hazare Trophy: পঞ্জাবকে 52 রানে হারিয়ে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা ৷ অনুষ্টুপ মজুমদারের দুরন্ত শতরান এবং শাহবাজ আহমেদদের ঝোড়ো বোলিং গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিল তারা ৷

bowlers power Bengal into quarterfinals of Vijay Hazare Trophy
বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালে বাংলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 9:21 PM IST

মুম্বই, 5 ডিসেম্বর: গ্রুপ পর্বের ম্যাচে তামিলনাড়ুর কাছে হারলেও পঞ্জাবকে 52 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বাংলা ৷ বুড়ো হারে ফের ভেলকি দেখান বাংলার ক্রাইসিস ম্যানেজার অনুষ্টুপ মজুমদার ৷ আর ম্যাচের দ্বিতীয় পর্বে কামাল দেখান বোলাররা ৷ তার জেরেই গ্রুপে দ্বিতীয়স্থানে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলা ৷

মরশুমের শুরুতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার পারফরম্যান্স ছিল হতাশাজনক ৷ তবে বিজয় হাজারে ট্রফিতে সেই পুরোনো ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা ৷ দলের নেট রানরেটও এবার বেশ ভালো ৷ হেড টু হেডে দ্বিতীয় স্থানে থাকলেও গ্রুপের শেষ ম্যাচে তাঁদের পারফরম্যান্স যথেষ্ট আশা জাগিয়েছে ৷ প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 9 উইকেট হারিয়ে 242 রান তোলেন অনুষ্টুপরা ৷

প্রথম দিকে পঞ্জাবি বোলারদের সামনে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন বাংলার ব্যাটাররা ৷ ওপেনার শাকির হাবিব গান্ধি এবং অভিষেক পোড়েল কেউই রান পাননি ৷ অধিনায়ক সুদীপ কুমার ঘরামিও 26 রানে প্যাভেলিয়ানে ফেরেন ৷ ফলত 85 রানে 6 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল গোটা দল ৷ নিজের অভিজ্ঞতা এদিন পুরো কাজে লাগান অনুষ্টুপ ৷ কঠিন পরিস্থিতিতে 116 বলে 111 রান করেন বাংলার এই মিডল অর্ডার ব্যাটার ৷ ইনিংসে মোট 10টি চার এবং 2টি ছয় মারেন তিনি ৷ যোগ্য সঙ্গত করেন তরুণ ব্যাটার করণ লাল ৷ তিনি করেন 66 রান ৷

জবাবে পুরো 50 ওভার ব্যাট করতে পারেনি পঞ্জাব ৷ 24.1 ওভারে মাত্র 190 রানেই গুটিয়ে যায় তাঁরা ৷ বাংলার হয়ে মাত্র 36 রান খরচ করে 3 উইকেট শিকার করেন কৌশিক মাইতি ৷ 3 উইকেট শিকার করেন শাহবাজ আহমেদ ৷ প্রদীপ্ত পরমানিক এবং মহম্মদ কাইফ নেন দু'টো করে উইকেট ৷ পঞ্জাবের হয়ে সর্বোচ্চ 31 রান করেন প্রভসিমরণ সিং ৷

আরও পড়ুন:

  1. ব্যাটে রিঙ্কু, বলে অক্ষর; বিশ্বজয়ীদের উড়িয়ে সিরিজ পকেটে পুরল 'মেন ইন ব্লু'
  2. নিয়মরক্ষার ম্যাচে 6 রানে জয়, টি-20 সিরিজে অজিদের দুরমুশ করল টিম ইন্ডিয়া
  3. রিংকু সিংই ভারতীয় দলের পরবর্তী ফিনিশার, ইটিভি ভারতকে জানালেন সাবা করিম

মুম্বই, 5 ডিসেম্বর: গ্রুপ পর্বের ম্যাচে তামিলনাড়ুর কাছে হারলেও পঞ্জাবকে 52 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বাংলা ৷ বুড়ো হারে ফের ভেলকি দেখান বাংলার ক্রাইসিস ম্যানেজার অনুষ্টুপ মজুমদার ৷ আর ম্যাচের দ্বিতীয় পর্বে কামাল দেখান বোলাররা ৷ তার জেরেই গ্রুপে দ্বিতীয়স্থানে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলা ৷

মরশুমের শুরুতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার পারফরম্যান্স ছিল হতাশাজনক ৷ তবে বিজয় হাজারে ট্রফিতে সেই পুরোনো ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা ৷ দলের নেট রানরেটও এবার বেশ ভালো ৷ হেড টু হেডে দ্বিতীয় স্থানে থাকলেও গ্রুপের শেষ ম্যাচে তাঁদের পারফরম্যান্স যথেষ্ট আশা জাগিয়েছে ৷ প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 9 উইকেট হারিয়ে 242 রান তোলেন অনুষ্টুপরা ৷

প্রথম দিকে পঞ্জাবি বোলারদের সামনে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন বাংলার ব্যাটাররা ৷ ওপেনার শাকির হাবিব গান্ধি এবং অভিষেক পোড়েল কেউই রান পাননি ৷ অধিনায়ক সুদীপ কুমার ঘরামিও 26 রানে প্যাভেলিয়ানে ফেরেন ৷ ফলত 85 রানে 6 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল গোটা দল ৷ নিজের অভিজ্ঞতা এদিন পুরো কাজে লাগান অনুষ্টুপ ৷ কঠিন পরিস্থিতিতে 116 বলে 111 রান করেন বাংলার এই মিডল অর্ডার ব্যাটার ৷ ইনিংসে মোট 10টি চার এবং 2টি ছয় মারেন তিনি ৷ যোগ্য সঙ্গত করেন তরুণ ব্যাটার করণ লাল ৷ তিনি করেন 66 রান ৷

জবাবে পুরো 50 ওভার ব্যাট করতে পারেনি পঞ্জাব ৷ 24.1 ওভারে মাত্র 190 রানেই গুটিয়ে যায় তাঁরা ৷ বাংলার হয়ে মাত্র 36 রান খরচ করে 3 উইকেট শিকার করেন কৌশিক মাইতি ৷ 3 উইকেট শিকার করেন শাহবাজ আহমেদ ৷ প্রদীপ্ত পরমানিক এবং মহম্মদ কাইফ নেন দু'টো করে উইকেট ৷ পঞ্জাবের হয়ে সর্বোচ্চ 31 রান করেন প্রভসিমরণ সিং ৷

আরও পড়ুন:

  1. ব্যাটে রিঙ্কু, বলে অক্ষর; বিশ্বজয়ীদের উড়িয়ে সিরিজ পকেটে পুরল 'মেন ইন ব্লু'
  2. নিয়মরক্ষার ম্যাচে 6 রানে জয়, টি-20 সিরিজে অজিদের দুরমুশ করল টিম ইন্ডিয়া
  3. রিংকু সিংই ভারতীয় দলের পরবর্তী ফিনিশার, ইটিভি ভারতকে জানালেন সাবা করিম

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.