কটক, 23 ফেব্রুয়ারি : বদলে গিয়েছে বাংলা । 2022 রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয়ের নজির গড়ে তুলে নিয়েছে বঙ্গ শিবির ৷ ফলে আত্মবিশ্বাসের চূড়োয় অভিমন্যু ঈশ্বরণরা । বৃহস্পতিবার কটকে দ্বিতীয় ম্যাচে তাঁদের প্রতিপক্ষ হায়দরাবাদ (Bengal vs Hyderabad)। নিজামের শহরের দলটিও প্রথম ম্যাচ জিতে বাংলার মুখোমুখি হওয়ার অপেক্ষায় ।
রঞ্জি ট্রফির নতুন নিয়মের কারণে টিমগুলির কাছে প্রতিটি ম্যাচই অস্তিত্ব রক্ষার লড়াই । কারণ প্রতিটি গ্রুপ থেকে একটি দল পরের পর্বে যাবে । তাই বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বাইশ গজে বাংলা বনাম হায়দরাবাদ যুদ্ধ দুটি দলের কাছে নকআউট ম্যাচের সমান । কোচ অরুণ লাল বলছেন, "প্রথম ম্যাচে আমরা অসাধারণ জয় পেয়েছি ৷ এটা সবাইকে বলেছি ৷ দলের প্রতিটি সদস্য নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে । দারুণ লড়াই করেছে । এখন আমাদের পরের ম্যাচে ফোকাস করতে হবে । প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা ধরে আমাদের এগোতে হবে ।"
প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "আমরা শেষ ম্যাচটা নিজেরাই কঠিন করেছিলাম । কিন্তু পরে দারুণভাবে সামলে নিয়েছিলাম । মনে রাখতে হবে আমাদের এখন অনেকটা পথ যেতে হবে ।" গত ম্যাচে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ব্যাট দলকে জয়ের আশা দেখিয়েছিল । মিডল অর্ডারে সুদীপ চট্টোপাধ্যায়, মনোজ তিওয়ারিরা প্রয়োজনীয় ভূমিকা পালন করেছেন । শেষ ধাপে শাহবাজ আহমেদ এবং নবাগত অভিষেক পোড়েলের লড়াই বাংলার জয়ের মহীরুহ গড়েছিল ।
এবার প্রতিপক্ষ হায়দরাবাদ । প্রতিপক্ষে বিরুদ্ধে ম্যাচের রাশ তুলে নিতে শুরুটা ভাল করতে চাইছেন কোচ অরুণ লাল ৷ ঈশ্বরণদের হেড স্যারের কথায়, "প্রতিপক্ষ হিসেবে হায়দরাবাদ যথেষ্ট শক্তিশালী । ওরাও প্রথম ম্যাচে জয় পেয়েছে । ওদের দলে একাধিক অলরাউন্ডার রয়েছে । তাই আমরা একাদশ তৈরির ব্যাপারটা ম্যাচের দিনই ঠিক করতে চাই ৷" বরোদা ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে সাফল্যের সোপান গড়তে চায় বাংলা ।