দেরাদুন, 6 জানুয়ারি: মোক্ষম সময়ে ক্যাচ তালুবন্দি না-করতে পারা এবং বোলিং বিভাগের ব্যর্থতায় প্রতিপক্ষ উত্তরাখণ্ডকে বাগে পেয়েও জয় তুলে নিতে পারল না বাংলা । শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে লক্ষীরতন শুক্লার বাংলার ম্যাচ ড্র । প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল মনোজ তিওয়ারিদের (Bengal-Uttarakhand match ends in draw) ।
বাংলা প্রথম ইনিংসে অভিমন্যু ঈশ্বরনের সেঞ্চুরিতে ভর দিয়ে 387 রান তোলে । প্রত্যুত্তরে উত্তরাখণ্ড বিপর্যয় সামলে তোলে 272 রান । 115 রানের লিড নিয়ে খেলতে নেমে বাংলা সাত উইকেটে 206 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে । বাংলার মোট রান হয় 321 । প্রথম ইনিংসের 165 রান করার পরে অভিমন্যু ঈশ্বরন দ্বিতীয় ইনিংসে 82 রানে অপরাজিত থাকেন (Easwaran remains unbeaten on 82) ।
সুদীপ ঘরামি প্রথম ইনিংসে 90 রান করার পরে দ্বিতীয় ইনিংসে 72 রান করেন । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড তোলে 69 রান । বাংলার বোলারদের মধ্যে প্রদীপ্ত প্রামাণিক 4টি এবং আকাশদীপ 3টি উইকেট নিয়েছেন । ম্যাচের সেরা হয়েছেন অভিমন্যু ঈশ্বরন । 4 ম্যাচে 2 জয়, 2 ড্রয়ের সৌজন্যে 19 পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে বাংলা ।
আরও পড়ুন: ব্যর্থ বোলাররা, অভিমন্যুর সেঞ্চুরিতেও জয় অধরাই বাংলার
প্রথম স্থানে রয়েছে উত্তরাখণ্ড, ঝুলিতে 20 পয়েন্ট । শুক্রবার রাতেই শহরে ফিরছে বাংলা । কোচ লক্ষ্মীরতন শুক্লা বলছেন, ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে খুশি । কারণ পরিস্থিতি অনেক সময় হাতের বাইরে চলে যায় । যার উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না । আপাতত সবকিছু ভুলে সামনে তাকানোর কথা বলছেন বাংলার কোচ । অধিনায়ক মনোজ তিওয়ারিও সামনে তাকাতে চাইছেন । তিনিও বলছেন দেরাদুনের বাইশ গজ এতটাই সহজ হয়ে গিয়েছিল যে তা বোলারদের জন্য কার্যত বধ্যভূমি হয়ে দাঁড়িয়েছিল । 10 জানুয়ারি বাংলা কল্যাণী স্টেডিয়ামে বরোদার বিরুদ্ধে পঞ্চম ম্যাচ খেলতে নামবে ।