গুয়াহাটি, 4 নভেম্বর : সদ্যসমাপ্ত বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে দুরন্ত ছন্দে ছিলেন সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee)। শুধু ফাইনালের নয়, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ ক্যাপ্টেন সুদীপের ব্যাটেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে সহজ পেল বাংলা ৷ জাতীয় টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ছত্তিশগড়কে হারাল তারা ৷ সুদীপ অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় বাংলা ৷
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ম্যাচ হয় ৷ পিচে স্যাঁতসেঁতে ভাব থাকায় টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলা অধিনায়ক সুদীপ ৷ অধিনায়কের সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগান বোলাররা ৷ শুরু থেকেই উইকেট হারাতে থাকে ছত্তীশগড়। ওপেনার অখিল হেড়ওয়াড়কর বাদে কেউই দাঁড়াতে পারেননি। 73 রানের ইনিংস খেলেন তিনি ৷ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অজয় মণ্ডলের ৷ 25 রান করেন তিনি ৷ শেষ পর্যন্ত ছত্তিশগড়কে সাত উইকেটে 118 রানে বেঁধে রাখেন বাংলার বোলাররা ৷ করণ লাল, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, ঋত্বিক চট্টোপাধ্যায়রা দারুণ বোলিং করেন ৷ 4 ওভারে মাত্র 14 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷ শাহবাজ 3 ওভারে মাত্র 6 রান দিয়ে একটি উইকেট নেন ৷ 26 রান দিয়ে দুটি উইকেট নেন মুকেশ কুমার ৷
আরও পড়ুন : ক্যাপ্টেন হওয়ার আগেই হেডস্যার দ্রাবিড়ের প্রশংসায় 'হিটম্যান'
রান তাড়া করতে নেমে ১৭ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলা ৷ ৫১ রানের অপরাজিত থাকেন সুদীপ । ৪৬ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি মারেন ক্যাপ্টেন ৷ ঋদ্ধিমান সাহা ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৪ রান করেন। বাংলার পরের ম্যাচ বরোদার বিরুদ্ধে শুক্রবার ৷