ETV Bharat / sports

Ben Stokes: একত্রিশেই অবসর, আর ওয়ান ডে খেলবেন না ইংল্যান্ডের বিশ্বজয়ের নায়ক স্টোকস

author img

By

Published : Jul 18, 2022, 6:06 PM IST

Updated : Jul 18, 2022, 6:16 PM IST

সোমবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই দেশের ক্রিকেট বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইংল্য়ান্ডের জার্সিতে 104টি ওয়ান-ডে খেলা নিউজিল্যান্ডজাত এই অল-রাউন্ডার ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতি মারফৎ এদিন জানিয়ে দেওয়া হল স্টোকসের অবসরের কথা (Ben Stokes retires from one-day internationals) ৷

Ben Stokes
আর ওয়ান-ডে খেলবেন না ইংরেজদের বিশ্বজয়ের নায়ক স্টোকস

ডারহাম, 18 জুলাই: ডারহামে আগামিকালই শেষ ম্যাচ ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের পরই আন্তর্জাতিক ওয়ান-ডে থেকে অবসর নিচ্ছেন ইংল্যান্ডের বিশ্বজয়ের নায়ক বেন স্টোকস ৷ সোমবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই দেশের ক্রিকেট বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইংল্য়ান্ডের জার্সিতে 104টি ওয়ান-ডে খেলা নিউজিল্যান্ডজাত অল-রাউন্ডার ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতি মারফৎ এদিন জানিয়ে দেওয়া হল সে কথা (Ben Stokes retires from one-day internationals) ৷ যদিও কী কারণে মাত্র একত্রিশেই ওয়ান-ডে কেরিয়ারে ইতি টানলেন বেন, তা এখনও স্পষ্ট নয় ৷

তবে বিশেষজ্ঞ মহলের ধারণা টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফোকাস ঠিক রাখতেই 50 ওভারের ফরম্যাট থেকে বিরতি নিলেন বিশ্বের প্রথমসারির এই অলরাউন্ডার ৷ 2011 আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করা স্টোকস গত 11 বছরে ইংল্যান্ড ক্রিকেটকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ৷ তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে 2019 লর্ডসে বিশ্বকাপ ফাইনাল ৷ অলরাউন্ডারের অপরাজিত 84 রানই ম্যাচ নিয়ে গিয়েছিল সুপার ওভারে ৷ বাকিটা ইতিহাস ৷ ফাইনালের সেরাও হয়েছিলেন স্টোকস ৷

আরও পড়ুন: রোহিত-কোহলির ব্যর্থতার দিনে উজ্জ্বল পন্থ-পান্ডিয়া, ঋষভের প্রথম সেঞ্চুরিতে সিরিজ ভারতের

ইসিবি সেইসব স্মৃতি স্মরণ করেই সোশাল মাধ্যমে এদিন লেখে, "এগারো বছর, অসংখ্য স্মৃতি ৷ বেন স্টোকস সবকিছুর জন্য ধন্যবাদ ৷" উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ হারের পর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনম্য়াচের ওয়ান-ডে সিরিজে অভিযান শুরু করছে 'থ্রি-লায়ন্স'রা ৷ অথচ তিনম্যাচের সিরিজে সম্পূর্ণ খেলবেন না স্টোকস ৷ ডারহামে আগামিকাল প্রথম ম্যাচের পরই 50 ওভারের ফরম্যাট থেকে বানপ্রস্থে যাবেন আইসিসি ওডিআই ক্রমতালিকায় সাত নম্বরে থাকা অলরাউন্ডার ৷

ডারহাম, 18 জুলাই: ডারহামে আগামিকালই শেষ ম্যাচ ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের পরই আন্তর্জাতিক ওয়ান-ডে থেকে অবসর নিচ্ছেন ইংল্যান্ডের বিশ্বজয়ের নায়ক বেন স্টোকস ৷ সোমবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই দেশের ক্রিকেট বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইংল্য়ান্ডের জার্সিতে 104টি ওয়ান-ডে খেলা নিউজিল্যান্ডজাত অল-রাউন্ডার ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতি মারফৎ এদিন জানিয়ে দেওয়া হল সে কথা (Ben Stokes retires from one-day internationals) ৷ যদিও কী কারণে মাত্র একত্রিশেই ওয়ান-ডে কেরিয়ারে ইতি টানলেন বেন, তা এখনও স্পষ্ট নয় ৷

তবে বিশেষজ্ঞ মহলের ধারণা টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফোকাস ঠিক রাখতেই 50 ওভারের ফরম্যাট থেকে বিরতি নিলেন বিশ্বের প্রথমসারির এই অলরাউন্ডার ৷ 2011 আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করা স্টোকস গত 11 বছরে ইংল্যান্ড ক্রিকেটকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ৷ তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে 2019 লর্ডসে বিশ্বকাপ ফাইনাল ৷ অলরাউন্ডারের অপরাজিত 84 রানই ম্যাচ নিয়ে গিয়েছিল সুপার ওভারে ৷ বাকিটা ইতিহাস ৷ ফাইনালের সেরাও হয়েছিলেন স্টোকস ৷

আরও পড়ুন: রোহিত-কোহলির ব্যর্থতার দিনে উজ্জ্বল পন্থ-পান্ডিয়া, ঋষভের প্রথম সেঞ্চুরিতে সিরিজ ভারতের

ইসিবি সেইসব স্মৃতি স্মরণ করেই সোশাল মাধ্যমে এদিন লেখে, "এগারো বছর, অসংখ্য স্মৃতি ৷ বেন স্টোকস সবকিছুর জন্য ধন্যবাদ ৷" উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ হারের পর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনম্য়াচের ওয়ান-ডে সিরিজে অভিযান শুরু করছে 'থ্রি-লায়ন্স'রা ৷ অথচ তিনম্যাচের সিরিজে সম্পূর্ণ খেলবেন না স্টোকস ৷ ডারহামে আগামিকাল প্রথম ম্যাচের পরই 50 ওভারের ফরম্যাট থেকে বানপ্রস্থে যাবেন আইসিসি ওডিআই ক্রমতালিকায় সাত নম্বরে থাকা অলরাউন্ডার ৷

Last Updated : Jul 18, 2022, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.