ETV Bharat / sports

IPL 2022 : আগে জাতীয় দল, রুটের পর মেগা নিলাম থেকে সরলেন স্টোকস - England Allrounder Ben Stokes to give IPL 2022 a miss

আইপিএলে এবারও দেখা যাবে না বেন স্টোকসকে ৷ জাতীয় দলের জন্য নিজেকে ফিট রাখতে মেগা নিলাম থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি (England Allrounder Ben Stokes to give IPL 2022 a miss )৷

IPL 2022
আগে জাতীয় দল, রুটের পর মেগা নিলাম থেকে নিজেকে সরিয়ে নিলেন বেন স্টোকস
author img

By

Published : Jan 18, 2022, 12:59 PM IST

লন্ডন, 18 জানুয়ারি: গতবারের পর এবারেও বেন স্টোকসকে দেখা যাবে না আইপিএলে (Stokes will miss out from the IPL 2022 mega auction) ৷ মেগা নিলামের জন্য নাম পাঠাননি তিনি ৷ লন্ডনের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী গ্রীষ্মকালীন মরশুমের জন্য নিজেকে সম্পূর্ণ সুস্থ এবং চাঙ্গা রাখতেই এবারের আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন বেন ৷ গতবার আইপিএলের প্রথমপর্বে রাজস্থানের হয়ে মাঠে নামলেও দ্বিতীয়পর্বে সরে দাঁড়িয়েছিলেন অনেক ইংরেজ ক্রিকেটারই ৷ তার প্রধাণ কারণ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ফিটনেস ধরে রাখা ৷ আর এবার জাতীয় দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে মেগা নিলাম থেকে সরে দাঁড়ালেন বেন ৷

মেগা নিলামের আগে খেলোয়াড়দের রিটেন করার সুযোগ থাকলেও বেনকে রিটেন করেনি রাজস্থান ৷ অর্থাৎ আইপিএল খেলতে হলে নিলামের ওপরেই ভরসা রাখতে হত তাঁকে ৷ এর আগে ইংল্য়ান্ড অধিনায়ক জো রুটও জানিয়েছিলেন, এবারের আইপিএলের জন্য নিজের নাম দেননি তিনি ৷ কারণ তিনি নিজের দলকে ফের একবার নতুন করে গড়ে তুলতে চান এবং নিজের সমস্ত সময়, সমস্ত জীবনী শক্তি কাজে লাগাতে চান ইংল্যান্ড দলের জন্যই ৷ বিশেষতে অ্যাসেজে যেভাবে 0-4 ফলাফলে হোয়াইট ওয়াশ হয়েছে ইংরেজ বাহিনি তাতে দলকে নতুন করে গড়ে তোলা যে একান্ত দরকার এনিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন:সুযোগ এলে অধিনায়কত্বে 'না' নেই বুমরার


সেই কথা মাথায় রেখেই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আইপিল নিলাম পর্বে নাম না দেওয়া নিয়ে তিনি বলেন, "আমি মনে করি এই দলের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে, আমার সমস্ত এনার্জি যার প্রাপ্য ৷ আমি আশা করি আমি এটা করার সুযোগ পাব ৷ " এবার সেই একই পথে হাঁটলেন স্টোকসও ৷ এবার অ্যাসেজে ব্যাটে বলে দুরন্তভাবে জ্বলে উঠতে পারেননি স্টোকস ৷ পুরো সিরিজে তাঁর সংগ্রহ 232 রান এবং 4 টি উইকেট ৷ চতুর্থ টেস্টে দুই ইনিংসে হাফ সেঞ্চুরি পেলেও তাকে তিন অঙ্কের স্কোরে নিয়ে যেতে ব্য়র্থ হন তিনি ৷

লন্ডন, 18 জানুয়ারি: গতবারের পর এবারেও বেন স্টোকসকে দেখা যাবে না আইপিএলে (Stokes will miss out from the IPL 2022 mega auction) ৷ মেগা নিলামের জন্য নাম পাঠাননি তিনি ৷ লন্ডনের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী গ্রীষ্মকালীন মরশুমের জন্য নিজেকে সম্পূর্ণ সুস্থ এবং চাঙ্গা রাখতেই এবারের আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন বেন ৷ গতবার আইপিএলের প্রথমপর্বে রাজস্থানের হয়ে মাঠে নামলেও দ্বিতীয়পর্বে সরে দাঁড়িয়েছিলেন অনেক ইংরেজ ক্রিকেটারই ৷ তার প্রধাণ কারণ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ফিটনেস ধরে রাখা ৷ আর এবার জাতীয় দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে মেগা নিলাম থেকে সরে দাঁড়ালেন বেন ৷

মেগা নিলামের আগে খেলোয়াড়দের রিটেন করার সুযোগ থাকলেও বেনকে রিটেন করেনি রাজস্থান ৷ অর্থাৎ আইপিএল খেলতে হলে নিলামের ওপরেই ভরসা রাখতে হত তাঁকে ৷ এর আগে ইংল্য়ান্ড অধিনায়ক জো রুটও জানিয়েছিলেন, এবারের আইপিএলের জন্য নিজের নাম দেননি তিনি ৷ কারণ তিনি নিজের দলকে ফের একবার নতুন করে গড়ে তুলতে চান এবং নিজের সমস্ত সময়, সমস্ত জীবনী শক্তি কাজে লাগাতে চান ইংল্যান্ড দলের জন্যই ৷ বিশেষতে অ্যাসেজে যেভাবে 0-4 ফলাফলে হোয়াইট ওয়াশ হয়েছে ইংরেজ বাহিনি তাতে দলকে নতুন করে গড়ে তোলা যে একান্ত দরকার এনিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন:সুযোগ এলে অধিনায়কত্বে 'না' নেই বুমরার


সেই কথা মাথায় রেখেই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আইপিল নিলাম পর্বে নাম না দেওয়া নিয়ে তিনি বলেন, "আমি মনে করি এই দলের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে, আমার সমস্ত এনার্জি যার প্রাপ্য ৷ আমি আশা করি আমি এটা করার সুযোগ পাব ৷ " এবার সেই একই পথে হাঁটলেন স্টোকসও ৷ এবার অ্যাসেজে ব্যাটে বলে দুরন্তভাবে জ্বলে উঠতে পারেননি স্টোকস ৷ পুরো সিরিজে তাঁর সংগ্রহ 232 রান এবং 4 টি উইকেট ৷ চতুর্থ টেস্টে দুই ইনিংসে হাফ সেঞ্চুরি পেলেও তাকে তিন অঙ্কের স্কোরে নিয়ে যেতে ব্য়র্থ হন তিনি ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.