ETV Bharat / sports

ইংল্যান্ডে বাকি আইপিএলের ভাবনা বোর্ডের, ইসিবিকে সূচি বদলানোর অনুরোধ - ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুরোধ বিসিসিআইয়ের

ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে টেস্ট সিরিজ় গুটিয়ে ফেলতে ৷ যাতে ওই সময়ের মধ্যে আইপিএলের বাকি ম্যাচগুলি ইংল্যান্ডে খেলানোর পরিকল্পনা করতে পারে ৷

bcci
bcci
author img

By

Published : May 21, 2021, 7:21 AM IST

Updated : May 21, 2021, 11:15 AM IST

মুম্বই, 21 মে : মাস দু'য়েক পর ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ টেস্ট সিরিজ় ৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় ঘুরছে আইপিএল ৷ করোনার থাবায় চলতি বছরের আইপিএল মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বোর্ড ৷ টুর্নামেন্টের বাকি 31টি ম্যাচ ইংল্যান্ডে করানোর পরিকল্পনা করছে তারা ৷ আর সেই কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে টেস্ট সিরিজ়ের সূচি বদলানোর প্রস্তাব দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷

এই নিয়ে ইসিবির কাছে চিঠি গিয়েছে বিসিসিআইয়ের তরফে ৷ চিঠিতে টেস্ট সিরিজ় সপ্তাহখানেক আগে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ 4 অগাস্ট থেকে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথমটি ৷ সূচি অনুযায়ী শেষ টেস্ট 14 সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ৷ বিসিসিআই চাইছে নটিংহ্যাম টেস্ট এক সপ্তাহ আগে শুরু হোক ৷ এতে 7 সেপ্টেম্বরের মধ্যে সিরিজ় শেষ হয়ে যাবে ৷ ফলে আইপিএলের বাকি ম্যাচগুলি শেষ করার জন্য তিন সপ্তাহ সময় পেয়ে যাবে বোর্ড ৷ অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ শুরুর আগে আইপিএল শেষ করাই লক্ষ্য সৌরভদের ৷ আইপিএলের বাকি 31টি ম্য়াচের জন্য এর আগে সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি ভেনুর নাম উঠে আসছিল ৷ তবে এখন ইংল্যান্ডের মাটিতেই বাকি আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই ৷

আরও পড়ুন : শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়

যদিও বিসিসিআইয়ের এই চিঠির জবাব এখনও দেয়নি ইসিবি ৷ তারা এই প্রস্তাবে আদৌও রাজি হবে কি না সন্দেহ ৷ কারণ ইতিমধ্যেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ৷ এরই সঙ্গে হোটেল বুকিং, জৈব সুরক্ষা বলয়ের আয়োজন রয়েছে ৷ সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথাবার্তা সারা হয়ে গিয়েছে ৷ সূচি পরিবর্তন করতে হলে ক্ষতির মুখে পড়বে ইংল্যান্ড বোর্ড ৷ পাশাপাশি দ্য হান্ড্রেড সহ ইসিবির ঘরোয়া সূচিতে এর প্রভাব পড়বে ৷ দেখা যাক, সৌরভদের এই অনুরোধ ইসিবি কীভাবে সামাল দেয় ৷

মুম্বই, 21 মে : মাস দু'য়েক পর ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ টেস্ট সিরিজ় ৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় ঘুরছে আইপিএল ৷ করোনার থাবায় চলতি বছরের আইপিএল মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বোর্ড ৷ টুর্নামেন্টের বাকি 31টি ম্যাচ ইংল্যান্ডে করানোর পরিকল্পনা করছে তারা ৷ আর সেই কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে টেস্ট সিরিজ়ের সূচি বদলানোর প্রস্তাব দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷

এই নিয়ে ইসিবির কাছে চিঠি গিয়েছে বিসিসিআইয়ের তরফে ৷ চিঠিতে টেস্ট সিরিজ় সপ্তাহখানেক আগে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ 4 অগাস্ট থেকে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথমটি ৷ সূচি অনুযায়ী শেষ টেস্ট 14 সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ৷ বিসিসিআই চাইছে নটিংহ্যাম টেস্ট এক সপ্তাহ আগে শুরু হোক ৷ এতে 7 সেপ্টেম্বরের মধ্যে সিরিজ় শেষ হয়ে যাবে ৷ ফলে আইপিএলের বাকি ম্যাচগুলি শেষ করার জন্য তিন সপ্তাহ সময় পেয়ে যাবে বোর্ড ৷ অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ শুরুর আগে আইপিএল শেষ করাই লক্ষ্য সৌরভদের ৷ আইপিএলের বাকি 31টি ম্য়াচের জন্য এর আগে সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি ভেনুর নাম উঠে আসছিল ৷ তবে এখন ইংল্যান্ডের মাটিতেই বাকি আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই ৷

আরও পড়ুন : শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়

যদিও বিসিসিআইয়ের এই চিঠির জবাব এখনও দেয়নি ইসিবি ৷ তারা এই প্রস্তাবে আদৌও রাজি হবে কি না সন্দেহ ৷ কারণ ইতিমধ্যেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ৷ এরই সঙ্গে হোটেল বুকিং, জৈব সুরক্ষা বলয়ের আয়োজন রয়েছে ৷ সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথাবার্তা সারা হয়ে গিয়েছে ৷ সূচি পরিবর্তন করতে হলে ক্ষতির মুখে পড়বে ইংল্যান্ড বোর্ড ৷ পাশাপাশি দ্য হান্ড্রেড সহ ইসিবির ঘরোয়া সূচিতে এর প্রভাব পড়বে ৷ দেখা যাক, সৌরভদের এই অনুরোধ ইসিবি কীভাবে সামাল দেয় ৷

Last Updated : May 21, 2021, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.