আমেদাবাদ, 1 ফেব্রুয়ারি: পূর্ব নির্ধারিত সূচি মেনে বুধবার প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হল টি-20'তে বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 মেয়েদের (BCCI felicitates World Cup Winning u-19 Womens Team) ৷ সচিন তেন্ডুলকরের উপস্থিতিতে এদিন বোর্ডের ঘোষিত 5 কোটি টাকা পুরস্কারমূল্যের চেক গ্রহণ করেন অধিনায়ক শেফালি বর্মা ৷ বিশ্বজয়ী ভারতের মেয়েদের নিয়ে উচ্ছ্বসিত মাস্টার-ব্লাস্টার প্রশংসায় ভরিয়ে দেন তিতাস, শেফালি, রিচাদের (Sachin Tendulkar lauds WC wining Indian team) ৷
মাস্টার-ব্লাস্টার বলেন, "বিশ্বকাপ জিতে দেশের ছোট-ছোট মেয়েদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছ তোমরা ৷ ডব্লিউপিএলের পথচলা শুরু মেয়েদের ক্রিকেটের জন্য বড়সড় পদক্ষেপ ৷ কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, সমাজের সর্বস্তরে ছেলে এবং মেয়েদের মধ্যে সাম্যে বিশ্বাসী আমি ৷" এদিকে বিশ্বজয়ী ভারতীয় দলের তিন বঙ্গতনয়াকে পুরস্কৃত করার কথা ঘোষণা করল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি ৷ বৃহস্পতিবার বেলা এগারোটায় তিতাস সাধু,হৃষিতা বসু কলকাতায় পা রাখছেন। তাঁদের বরণ করতে সিএবি পদাধিকারীরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
-
This World Cup win has given birth to many dreams. Girls in India & across the world will aspire to be like you.
— Sachin Tendulkar (@sachin_rt) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
You are role models to an entire generation and beyond.
Heartiest congratulations on this stupendous #U19T20WorldCup win.@BCCIWomen @BCCI
pic.twitter.com/VJvR0Ls60Z
">This World Cup win has given birth to many dreams. Girls in India & across the world will aspire to be like you.
— Sachin Tendulkar (@sachin_rt) February 1, 2023
You are role models to an entire generation and beyond.
Heartiest congratulations on this stupendous #U19T20WorldCup win.@BCCIWomen @BCCI
pic.twitter.com/VJvR0Ls60ZThis World Cup win has given birth to many dreams. Girls in India & across the world will aspire to be like you.
— Sachin Tendulkar (@sachin_rt) February 1, 2023
You are role models to an entire generation and beyond.
Heartiest congratulations on this stupendous #U19T20WorldCup win.@BCCIWomen @BCCI
pic.twitter.com/VJvR0Ls60Z
বুধবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার তিন সোনার মেয়েকে 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেন (CAB to felicitate Bengal cricketers from WC winning team)। তবে সংবর্ধনার দিনটি এখনও ধার্য হয়নি। কারণ, রিচা ঘোষ বিশ্বকাপগামী সিনিয়র দলে যোগ দিতে যাওয়ায় বৃহস্পতিবার আসছেন না তিনি। তাই সংবর্ধনার বিষয়টি ঘোষণা হয়ে গেলেও দিন ধার্ষ করা হবে ভেবেচিন্তে ৷
আরও পড়ুন: তিতাস অনেকদূর যাবে, বিশ্বকাপ ফাইনালের নায়িকার প্রশংসায় সৌরভ
গত রবিবার দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে বিশ্বকাপের মেগা ফাইনালে ইংল্যান্ডকে 7 উইকেটে পরাজিত করে শেফালি অ্যান্ড কোং ৷ সৌজন্যে দলের বোলাররা ৷ এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল হুগলি জেলার চুঁচুঁড়ার মেয়ে তিতাস সাধু ৷ চার ওভারে 6 রানে দু'টি উইকেট নিয়ে ফাইনালের সেরা বঙ্গতনয়া ৷ বোলারদের দাপটকে প্রতিপক্ষকে মাত্র 68 রানে গুটিয়ে দেয় ভারত ৷ জবাবে 14 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে বিশ্বজয়ের প্রয়োজনীয় রান হাসিল করে নেয় ভারতের ব্যাটাররা ৷