ETV Bharat / sports

বিশ্বকাপ ফাইনালের পরদিনই অজিদের বিরুদ্ধে টি-20'র দল ঘোষণা, অধিনায়কের টুপি এবার সূর্যকুমারের মাথায় - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি 20 সিরিজের দল ঘোষণা

Indian Squad Announced: বিশ্বকাপে হারের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই আগামী টি-20 সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই ৷ দলের অধিনায়ক করা হয়েছে সূর্য কুমার যাদব ৷ আগামী 23 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই পাঁচ ম্যাচের সিরিজ ৷

Indian squad announced
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের দল ঘোষণা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 10:28 PM IST

Updated : Nov 20, 2023, 10:59 PM IST

হায়দরাবাদ, 20 নভেম্বর: বিশ্বকাপ জয়ের স্বপ্নের সলিল সমাধি হয়েছে গতকাল অর্থাৎ, রবিবার ৷ সবরমতীর তীরে ফাইনালে অজি ব্রিগেডের কাছে হেরে বিশ্বকাপ খুইয়েছে ভারতীয় দল ৷ এহেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আগামীতে একটি ঘরোয়া টি-20 সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল ৷ বিশ্বকাপে হারের পর এই সিরিজে দলের নামী ক্রিকেটাররা সকলেই বিশ্রামে ৷ সোমবার বিসিসিআই যে দল ঘোষণা করেছেন রোহিত শর্মা বা বিরাট কোহলিরা সেই দলে নেই ৷ অধিনায়কের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব ৷ চতুর্থ টি-20 ম্যাচে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার ৷ আগামী 23 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই পাঁচ ম্যাচের সিরিজ ৷

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্য়াচের সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল ৷ এবার টি-20 সিরিজে দেখা যাবে দুই দলের মোকাবিলা ৷ 23 নভেম্বর থেকেই শুরু হচ্ছে প্রথম টি-20 মহারণ ৷ প্রথম খেলাটি ভারত খেলবে বিশাখাপত্তনমে ৷ তারপর 26 নভেম্বর রয়েছে দ্বিতীয় ম্যাচটি রয়েছে তিরুঅনন্তপুরমে ৷ গুয়াহাটিতে 28 নভেম্বর ভারতীয় দল খেলবে তৃতীয় ম্যাচটি ৷ এই ম্যাচের পর রায়পুরে 1 ডিসেম্বরের ম্যাচের আগে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার ৷ তাঁকেই করা হবে নতুন সহ-অধিনায়ক ৷ এরপর বেঙ্গালুরুতে পঞ্চম টি-20 ম্য়াচটি ভারত খেলবে 3 ডিসেম্বর ৷

বিশ্বকাপে হারের পর ভারতের আগামী লক্ষ্য এখন টি-20 বিশ্বকাপ ৷ আগামী বছর জুন মাসে এই বিশ্বকাপে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ পাড়ি দেবে ভারতীয় দল ৷ তার প্রস্তুতির জন্যই আবার নতুুন করে তৈরি হতে হবে সকলকেই ৷ ওডিআই বিশ্বকাপের হারের ক্ষত অবশ্য় এখনও টাটকা ৷ তবে ভারত নিশ্চয় চাইবে দ্রুত জয়ের সরনিতে ফিরতে ৷

ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গাইকওয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার

আরও পড়ুন:

  1. হার সহ্য করতে না পেরে ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার! জবাব দিলেন বিনি রমনও
  2. ফাইনাল জিতিয়ে অমরনাথ-ওয়ার্নদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন হেড

হায়দরাবাদ, 20 নভেম্বর: বিশ্বকাপ জয়ের স্বপ্নের সলিল সমাধি হয়েছে গতকাল অর্থাৎ, রবিবার ৷ সবরমতীর তীরে ফাইনালে অজি ব্রিগেডের কাছে হেরে বিশ্বকাপ খুইয়েছে ভারতীয় দল ৷ এহেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আগামীতে একটি ঘরোয়া টি-20 সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল ৷ বিশ্বকাপে হারের পর এই সিরিজে দলের নামী ক্রিকেটাররা সকলেই বিশ্রামে ৷ সোমবার বিসিসিআই যে দল ঘোষণা করেছেন রোহিত শর্মা বা বিরাট কোহলিরা সেই দলে নেই ৷ অধিনায়কের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব ৷ চতুর্থ টি-20 ম্যাচে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার ৷ আগামী 23 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই পাঁচ ম্যাচের সিরিজ ৷

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্য়াচের সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল ৷ এবার টি-20 সিরিজে দেখা যাবে দুই দলের মোকাবিলা ৷ 23 নভেম্বর থেকেই শুরু হচ্ছে প্রথম টি-20 মহারণ ৷ প্রথম খেলাটি ভারত খেলবে বিশাখাপত্তনমে ৷ তারপর 26 নভেম্বর রয়েছে দ্বিতীয় ম্যাচটি রয়েছে তিরুঅনন্তপুরমে ৷ গুয়াহাটিতে 28 নভেম্বর ভারতীয় দল খেলবে তৃতীয় ম্যাচটি ৷ এই ম্যাচের পর রায়পুরে 1 ডিসেম্বরের ম্যাচের আগে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার ৷ তাঁকেই করা হবে নতুন সহ-অধিনায়ক ৷ এরপর বেঙ্গালুরুতে পঞ্চম টি-20 ম্য়াচটি ভারত খেলবে 3 ডিসেম্বর ৷

বিশ্বকাপে হারের পর ভারতের আগামী লক্ষ্য এখন টি-20 বিশ্বকাপ ৷ আগামী বছর জুন মাসে এই বিশ্বকাপে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ পাড়ি দেবে ভারতীয় দল ৷ তার প্রস্তুতির জন্যই আবার নতুুন করে তৈরি হতে হবে সকলকেই ৷ ওডিআই বিশ্বকাপের হারের ক্ষত অবশ্য় এখনও টাটকা ৷ তবে ভারত নিশ্চয় চাইবে দ্রুত জয়ের সরনিতে ফিরতে ৷

ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গাইকওয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার

আরও পড়ুন:

  1. হার সহ্য করতে না পেরে ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার! জবাব দিলেন বিনি রমনও
  2. ফাইনাল জিতিয়ে অমরনাথ-ওয়ার্নদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন হেড
Last Updated : Nov 20, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.