ETV Bharat / sports

BCCI AGM 2022: বিসিসিআইয়ের বিশ্বকাপের কমিটিতে থাকতে পারেন অভিষেক ডালমিয়া

2023 সালে ভারতে আয়োজিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup) জন্য গঠিত কমিটিতে থাকতে পারেন অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya Can be in The World Cup Committee) ৷ এমনই খবর পাওয়া যাচ্ছে বিসিসিআই এর একটি সূত্র মারফত ৷ তবে, এখনই এ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না ৷

bcci-agm-2022-abhishek-dalmiya-can-be-in-the-world-cup-committee
bcci-agm-2022-abhishek-dalmiya-can-be-in-the-world-cup-committee
author img

By

Published : Oct 8, 2022, 12:17 PM IST

Updated : Oct 8, 2022, 2:28 PM IST

কলকাতা, 8 অক্টোর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর রাজ্য ক্রিকেট সংস্থায় 6 বছর কাটিয়ে ফেলায় এবার সিএবি থেকে সরে যেতে হচ্ছে অভিষেক ডালমিয়াকে ৷ তবে, তাঁর বিসিসিআই এর প্রশাসনে ঢোকার একটা সুযোগ থাকলেও, তা হচ্ছে না বলেই বিসিসিআই সূত্রে খবর ৷ যে খবর সাম্প্রতিককালে ইটিভি ভারতেই প্রথম বেড়িয়েছিল ৷ তবে, প্রশাসনে না থাকলেও অন্যভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারেন অভিষেক ডালমিয়া ৷ সূত্রের খবর, প্রয়াত বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার ছেলেকে বিশ্বকাপের জন্য তৈরি কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হতে পারে (Abhishek Dalmiya Can be in The World Cup Committee) ৷

বিসিসিআইয়ের এজিএমে নতুন বোর্ড গঠনের পরেই 2023 আইসিসি বিশ্বকাপ (ICC Cricket World Cup) আয়োজন নিয়ে তোড়জোর শুরু হয়ে যাবে ৷ সেখানে বিশ্বকাপ আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে বিসিসিআই ৷ সেখানেই গুরুত্বপূর্ণ পদে অভিষেক ডালমিয়াকে দেখা যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে ৷ তার আগে অবশ্য ভারতীয় ক্রিকেট প্রশাসনের বড় ইভেন্ট রয়েছে ৷ আগামী 18 অক্টোবর বোর্ডে বার্ষিক সাধারণ সভা (BCCI AGM 2022) ৷ সূত্রের খবর, যেখান বোর্ড প্রেসিডেন্ট পদে একটা বড় লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ৷

বিসিসিআই এর একটি সূত্র জানাচ্ছে, বোর্ড সভাপতির দৌড়ে ঢুকে পড়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি (Roger Binney) । হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে অনিরুদ্ধ চৌধুরিও আছেন দৌড়ে ৷ রজার বিনিকে বোর্ডে নিজেদের প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ অন্যদিকে, শোনা যাচ্ছে জয় শাহ (Jay Shah) নিজে এবার বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন ৷ সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভবিষ্যৎ কী তা স্পষ্ট নয় । তবে সূত্রের খবর, সৌরভই যে সিএবি থেকে বোর্ডে বাংলার প্রতিনিধিত্ব করছেন তা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ সেখানে তিনি নিশ্চয়ই সভাপতি পদে থেকে যাওয়ার একটা চেষ্টা করবেন ৷

আরও পড়ুন: পাঁচ হেভিওয়েট বাবার পাঁচ পুত্র এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে !

পুরো বিষয়টি এখনও ধোঁয়াশায় ভরা ৷ সৌরভ শুক্রবার দিল্লি থেকে ফিরেছেন ৷ শোনা যাচ্ছে তিনি সেখানে কেন্দ্রের বড় কোনও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ কে সেই মন্ত্রী তা জানা না গেলেও, ভারতীয় ক্রিকেট প্রশাসনের অলিন্দে গুঞ্জন, তিনি আর কেউ নন, খোদ অমিত শাহ ৷ যার হস্তক্ষেপে 2019 এর এজিএমে শেষ মুহূর্তে সব চাল ওলোট পালট হয়ে গিয়েছিল ৷ শ্রীনিবাসন শিবিরের লোক হিসাবে পরিচিত ব্রিজেশ প্যাটেলের নাম বোর্ড সভাপতি হিসাবে প্রায় চূড়ান্ত হয়ে গেলেও, একরাতের মধ্যে পুরো খেলা ঘুরে যায় এবং ভারতীয় বোর্ডের মসনদে বসেন সৌরভ ৷

আরও পড়ুন: সৌরভের ভবিষ্যৎ কী ? কামব্যাক শ্রীনি-শুক্লার ? পাখির চোখ বিসিসিআই এজিএম

শোনা যাচ্ছে ফের সেই মন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বৈঠকে বসতে পারেন ৷ তার পরেই তাঁর বিসিসিআই সভাপতি পদে থাকা হবে কিনা, তা স্পষ্ট হবে ৷ আর সৌরভ যদি বোর্ড সভাপতি নির্বাচনে না থাকেন, সেক্ষেত্রে রজার বিনি দৌড়ে এগিয়ে বলে বোর্ডের একটি সূত্রের দাবি ৷ তবে, তা এখনই নিশ্চিত করতে নারাজ কেউই ৷ আগেই উল্লেখ করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট এবং সেখানে রাজনীতিকদের আধিপত্য বহু পুরনো ৷ তা রাজীব শুক্লা হোক বা প্রয়াত অরুণ জেটলি আর হালের অমিত শাহ ৷ তাই শেষ বলে ছক্কা মেরে কে বাজিমাত করবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷

কলকাতা, 8 অক্টোর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর রাজ্য ক্রিকেট সংস্থায় 6 বছর কাটিয়ে ফেলায় এবার সিএবি থেকে সরে যেতে হচ্ছে অভিষেক ডালমিয়াকে ৷ তবে, তাঁর বিসিসিআই এর প্রশাসনে ঢোকার একটা সুযোগ থাকলেও, তা হচ্ছে না বলেই বিসিসিআই সূত্রে খবর ৷ যে খবর সাম্প্রতিককালে ইটিভি ভারতেই প্রথম বেড়িয়েছিল ৷ তবে, প্রশাসনে না থাকলেও অন্যভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারেন অভিষেক ডালমিয়া ৷ সূত্রের খবর, প্রয়াত বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার ছেলেকে বিশ্বকাপের জন্য তৈরি কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হতে পারে (Abhishek Dalmiya Can be in The World Cup Committee) ৷

বিসিসিআইয়ের এজিএমে নতুন বোর্ড গঠনের পরেই 2023 আইসিসি বিশ্বকাপ (ICC Cricket World Cup) আয়োজন নিয়ে তোড়জোর শুরু হয়ে যাবে ৷ সেখানে বিশ্বকাপ আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে বিসিসিআই ৷ সেখানেই গুরুত্বপূর্ণ পদে অভিষেক ডালমিয়াকে দেখা যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে ৷ তার আগে অবশ্য ভারতীয় ক্রিকেট প্রশাসনের বড় ইভেন্ট রয়েছে ৷ আগামী 18 অক্টোবর বোর্ডে বার্ষিক সাধারণ সভা (BCCI AGM 2022) ৷ সূত্রের খবর, যেখান বোর্ড প্রেসিডেন্ট পদে একটা বড় লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ৷

বিসিসিআই এর একটি সূত্র জানাচ্ছে, বোর্ড সভাপতির দৌড়ে ঢুকে পড়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি (Roger Binney) । হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে অনিরুদ্ধ চৌধুরিও আছেন দৌড়ে ৷ রজার বিনিকে বোর্ডে নিজেদের প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ অন্যদিকে, শোনা যাচ্ছে জয় শাহ (Jay Shah) নিজে এবার বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন ৷ সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভবিষ্যৎ কী তা স্পষ্ট নয় । তবে সূত্রের খবর, সৌরভই যে সিএবি থেকে বোর্ডে বাংলার প্রতিনিধিত্ব করছেন তা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ সেখানে তিনি নিশ্চয়ই সভাপতি পদে থেকে যাওয়ার একটা চেষ্টা করবেন ৷

আরও পড়ুন: পাঁচ হেভিওয়েট বাবার পাঁচ পুত্র এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে !

পুরো বিষয়টি এখনও ধোঁয়াশায় ভরা ৷ সৌরভ শুক্রবার দিল্লি থেকে ফিরেছেন ৷ শোনা যাচ্ছে তিনি সেখানে কেন্দ্রের বড় কোনও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ কে সেই মন্ত্রী তা জানা না গেলেও, ভারতীয় ক্রিকেট প্রশাসনের অলিন্দে গুঞ্জন, তিনি আর কেউ নন, খোদ অমিত শাহ ৷ যার হস্তক্ষেপে 2019 এর এজিএমে শেষ মুহূর্তে সব চাল ওলোট পালট হয়ে গিয়েছিল ৷ শ্রীনিবাসন শিবিরের লোক হিসাবে পরিচিত ব্রিজেশ প্যাটেলের নাম বোর্ড সভাপতি হিসাবে প্রায় চূড়ান্ত হয়ে গেলেও, একরাতের মধ্যে পুরো খেলা ঘুরে যায় এবং ভারতীয় বোর্ডের মসনদে বসেন সৌরভ ৷

আরও পড়ুন: সৌরভের ভবিষ্যৎ কী ? কামব্যাক শ্রীনি-শুক্লার ? পাখির চোখ বিসিসিআই এজিএম

শোনা যাচ্ছে ফের সেই মন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বৈঠকে বসতে পারেন ৷ তার পরেই তাঁর বিসিসিআই সভাপতি পদে থাকা হবে কিনা, তা স্পষ্ট হবে ৷ আর সৌরভ যদি বোর্ড সভাপতি নির্বাচনে না থাকেন, সেক্ষেত্রে রজার বিনি দৌড়ে এগিয়ে বলে বোর্ডের একটি সূত্রের দাবি ৷ তবে, তা এখনই নিশ্চিত করতে নারাজ কেউই ৷ আগেই উল্লেখ করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট এবং সেখানে রাজনীতিকদের আধিপত্য বহু পুরনো ৷ তা রাজীব শুক্লা হোক বা প্রয়াত অরুণ জেটলি আর হালের অমিত শাহ ৷ তাই শেষ বলে ছক্কা মেরে কে বাজিমাত করবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷

Last Updated : Oct 8, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.