ETV Bharat / sports

Rohit Sharma: আঙুলের চোটের জেরে মুম্বই ফিরছেন রোহিত, সিরিজে নেই দীপক-কুলদীপও - Rahul Dravid

আঙুলের চোটের কারণে দেশে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma Returns to India Due to Thumb Injury) ৷ মুম্বই ফিরে তিনি চিকিৎসা করাবেন ৷ পাশাপাশি, চোটের কারণে দীপক চাহার এবং কুলদীপ সেন বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ৷

Rohit Sharma Returns to India Due to Thumb Injury
Rohit Sharma Returns to India Due to Thumb Injury
author img

By

Published : Dec 8, 2022, 11:55 AM IST

Updated : Dec 8, 2022, 12:11 PM IST

ঢাকা, 8 ডিসেম্বর: বাংলাদেশ সফরের (BAN vs IND) মাঝপথেই দেশে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে পাওয়া যাবে না ভারত অধিনায়ককে (Rohit Sharma Returns to India Due to Thumb Injury) ৷ এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচ রাহুল দ্রাবিড় ৷ চোটের কারণে, বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মিডিয়াম পেসার দীপক চাহার এবং পেসার কুলদীপ সেন ৷

দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় স্লিপে ক্যাচ ধরতে গিয়ে তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে ৷ হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, আঙুলের হাড় সরে গিয়েছে ৷ পাশাপাশি, আঙুলে কেটে যাওয়ায় বেশ কয়েকটি সেলাই পড়েছে রোহিতের ৷ তবে হাতে চোট নিয়েও বাংলাদেশের বিরুদ্ধে দারুণ লড়াই করেন রোহিত । তবে শেষমেশ হারতে হয় ভারতকে ।

টেস্ট সিরিজে রোহিত খেলবেন কি না তা নিয়ে কিছু জানাননি রাহুল ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, রোহিতের আঙুলের হাড় সরে গিয়েছিল ৷ পাশাপাশি, কেটে যাওয়ায় হাতে সেলাই পড়েছে তাঁর ৷ ফলে তৃতীয় একদিনের ম্যাচে রোহিতকে ছাড়াই মাঠে নামবে ভারত ৷ এই মুহূর্তে রোহিত মুম্বই ফিরছেন ৷ সেখানে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন ভারত অধিনায়ক ৷ সব ঠিক থাকলে রোহিত টেস্ট ম্যাচের আগে ফিরতে পারেন ৷ তবে, পুরোটাই নির্ভর করছে তাঁর হাতের পরিস্থিতির উপর ৷ দ্রাবিড় জানান, তিনি নিশ্চিত নন, রোহিত শর্মাকে টেস্ট সিরিজে দল পাবে কিনা ৷

তবে, চোট লাগার পরেও হাসপাতাল থেকে ফিরে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ দলের প্রতি অধিনায়কের এই দায়বদ্ধতার প্রশংসা করেছেন কোচ ৷ রাহুল দ্রাবিড় বলেন, "আঙুলের হাড় সরে গিয়েছিল, হাতে সেলাই পড়েছে ৷ ব্যাথার কারণে অনেকগুলো ইনজেকশন নিয়ে রোহিত মাঠে নেমেছিল ৷ ও সাহস দেখিয়েছে ৷ অধিনায়ক হিসেবে দলের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে যে ইনিংস খেলেছে, তা এক কথায় অসাধারণ ৷ কিন্তু, দুর্ভাগ্য আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি ৷"

আরও পড়ুন: কাজে এল না হাসপাতাল-ফেরৎ রোহিতের লড়াই, বাংলাদেশে টানা দ্বিতীয় সিরিজ হার ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে গিয়েছে ভারত ৷ তিন ম্যাচের সিরিজ এখন 2-0 ৷ শেষ ম্যাচ নিয়মরক্ষার ৷ সেখানে কেএল রাহুল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ৷ তবে, তার বাইরেও একাধিক চোট সমস্যা ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ যেখানে 14 ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত ৷ সেখানে আগেই জসপ্রীত বুমরার মতো পেসার নেই ৷ মহম্মদ শামি কাঁধের চোটের কারণে একদিনের সিরিজের আগেই দলের বাইরে চলে গিয়েছেন ৷ টেস্টে তিনি থাকবেন কিনা, তা নিশ্চিত নয় ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ করতে বাংলাদেশ সিরিজ 2-0 ফলে জেতা আবশ্যক ৷ আর সেখানে চোট সমস্যা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে ৷

ঢাকা, 8 ডিসেম্বর: বাংলাদেশ সফরের (BAN vs IND) মাঝপথেই দেশে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে পাওয়া যাবে না ভারত অধিনায়ককে (Rohit Sharma Returns to India Due to Thumb Injury) ৷ এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচ রাহুল দ্রাবিড় ৷ চোটের কারণে, বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মিডিয়াম পেসার দীপক চাহার এবং পেসার কুলদীপ সেন ৷

দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় স্লিপে ক্যাচ ধরতে গিয়ে তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে ৷ হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, আঙুলের হাড় সরে গিয়েছে ৷ পাশাপাশি, আঙুলে কেটে যাওয়ায় বেশ কয়েকটি সেলাই পড়েছে রোহিতের ৷ তবে হাতে চোট নিয়েও বাংলাদেশের বিরুদ্ধে দারুণ লড়াই করেন রোহিত । তবে শেষমেশ হারতে হয় ভারতকে ।

টেস্ট সিরিজে রোহিত খেলবেন কি না তা নিয়ে কিছু জানাননি রাহুল ৷ সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, রোহিতের আঙুলের হাড় সরে গিয়েছিল ৷ পাশাপাশি, কেটে যাওয়ায় হাতে সেলাই পড়েছে তাঁর ৷ ফলে তৃতীয় একদিনের ম্যাচে রোহিতকে ছাড়াই মাঠে নামবে ভারত ৷ এই মুহূর্তে রোহিত মুম্বই ফিরছেন ৷ সেখানে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন ভারত অধিনায়ক ৷ সব ঠিক থাকলে রোহিত টেস্ট ম্যাচের আগে ফিরতে পারেন ৷ তবে, পুরোটাই নির্ভর করছে তাঁর হাতের পরিস্থিতির উপর ৷ দ্রাবিড় জানান, তিনি নিশ্চিত নন, রোহিত শর্মাকে টেস্ট সিরিজে দল পাবে কিনা ৷

তবে, চোট লাগার পরেও হাসপাতাল থেকে ফিরে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ দলের প্রতি অধিনায়কের এই দায়বদ্ধতার প্রশংসা করেছেন কোচ ৷ রাহুল দ্রাবিড় বলেন, "আঙুলের হাড় সরে গিয়েছিল, হাতে সেলাই পড়েছে ৷ ব্যাথার কারণে অনেকগুলো ইনজেকশন নিয়ে রোহিত মাঠে নেমেছিল ৷ ও সাহস দেখিয়েছে ৷ অধিনায়ক হিসেবে দলের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে যে ইনিংস খেলেছে, তা এক কথায় অসাধারণ ৷ কিন্তু, দুর্ভাগ্য আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি ৷"

আরও পড়ুন: কাজে এল না হাসপাতাল-ফেরৎ রোহিতের লড়াই, বাংলাদেশে টানা দ্বিতীয় সিরিজ হার ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে গিয়েছে ভারত ৷ তিন ম্যাচের সিরিজ এখন 2-0 ৷ শেষ ম্যাচ নিয়মরক্ষার ৷ সেখানে কেএল রাহুল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ৷ তবে, তার বাইরেও একাধিক চোট সমস্যা ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ যেখানে 14 ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত ৷ সেখানে আগেই জসপ্রীত বুমরার মতো পেসার নেই ৷ মহম্মদ শামি কাঁধের চোটের কারণে একদিনের সিরিজের আগেই দলের বাইরে চলে গিয়েছেন ৷ টেস্টে তিনি থাকবেন কিনা, তা নিশ্চিত নয় ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ করতে বাংলাদেশ সিরিজ 2-0 ফলে জেতা আবশ্যক ৷ আর সেখানে চোট সমস্যা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে ৷

Last Updated : Dec 8, 2022, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.