বেঙ্গালুরু, 7 মার্চ : প্রথম টেস্টে দল তিন স্পিনারে গেলেও একবছর পর টেস্ট স্কোয়াডে ফেরা কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখেনি থিঙ্ক-ট্যাঙ্ক ৷ এবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে চায়নাম্যানকে ছেঁটেই ফেলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ পরিবর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে প্রত্যাবর্তন করলেন আরেক বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel replaces Kuldeep Yadav in Indian squad for 2nd Test) ৷
পায়ের চোটে কাবু অক্ষর প্রথম পছন্দ থাকলেও ফিট সার্টিফিকেট না-মেলায় দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে প্রাথমিকভাবে রাখা হয়নি গুজরাত স্পিনারকে ৷ পরিবর্তে জাতীয় টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটেছিল কুলদীপের ৷ চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন অক্ষর ৷
বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে অক্ষরই আমাদের প্রথম পছন্দ ছিল কিন্তু স্কোয়াড ঘোষণার সময় ও সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল ৷ তাই ব্যাক-আপ হিসেবে কুলদীপকে রাখা হয়েছিল ৷ কিন্তু অক্ষর ফিট হয়ে যাওয়ায় কুলদীপকে ছেড়ে দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন : মোহালিতে কপিলকে টপকে গেলেন অশ্বিন, সামনে শুধু কুম্বলে
দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার সময়েই যদিও বোর্ডের তরফে আভাস দেওয়া হয়েছিল যে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ফিরতে পারেন অক্ষর ৷ উল্লেখ্য, প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস 222 রানে হারিয়েছে রোহিত শর্মার দল ৷ 12 ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্ট বেঙ্গালুরুতে ৷