ETV Bharat / sports

T20 World Cup : অজি বোলারদের দাপটে বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর প্রোটিয়াদের - জোস হ্যালেডউড

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে ভারতের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের অল্প রানে বেঁধে রেখে বিশ্বকাপে দারুণ শুরু করলেন অজিবিগ্রেড ৷

Aus vs SA
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভয়ঙ্কর হ্যাজেলউড
author img

By

Published : Oct 23, 2021, 5:24 PM IST

Updated : Oct 23, 2021, 5:58 PM IST

আবুধাবি, 23 অক্টোবর : সদ্য সমাপ্ত আইপিএলে বল হাতে ছিলেন দুরন্ত ৷ চ্যাম্পিয়নও হয় তাঁর দল চেন্নাই সুপার কিংস ৷ জোস হ্যাজেলউডের সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৷ অজি বোলারদের বিরুদ্ধে স্কোর বোর্ডে বড় রান করতে ব্যর্থ প্রোটিয়া ব্যাটাররা ৷ এইডেন মার্করামের লড়াইয়ে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 118 রান তুলেছে দক্ষিণ আফ্রিকা ৷ টি-20 বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রোটিয়াদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৷

শনিবার আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হল টি-20 বিশ্বকাপের সুপার 12 ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ বল হাতে শুরু থেকেই প্রোটিয়া ব্যাটাদের বিরুদ্ধে আধিপত্য দেখান অজি বোলাররা ৷ 50 রানের আগেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াবাহিনী শেষ পর্যন্ত মার্করামের ব্যাটে লড়াইয়ে ফেরে ৷

মার্করামের 36 বলে 40 রানের লাড়ুকু ইনিংসেও বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা এড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা ৷ শেষ দিকে কাগিসো রাবাদার 19 রানের ইনিংসে ভর করে একশোর গণ্ডি টপকায় প্রোটিয়াবাহিনী ৷ 23 বলের ইনিংসে একটি ছয় ও একটি বাউন্ডারি মারেন তিনি ৷ প্রোটিয়া ইনিংসে মার্করাম ও রাবাদাই একটি করে ছক্কা হাঁকান ৷ এছাড়া ডেভিড মিলার 16 রান করেন ৷

আরও পড়ুন : ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা

দুরন্ত বোলিং করেন অজি বোলাররা ৷ হ্যালেজউড 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 2 উইকেট নেন ৷ প্রথম 3 ওভারে মাত্র 7 রান দিয়েছিলেন এই ডানহাতি অজি বোলার ৷ এছাড়াও দুর্দান্ত বল করেন অ্যাডাম জাম্পা ৷ 4 ওভারে 21 রান খরচ করে তুলে নেন দু'টি উইকেট ৷ চার ওভারে 17 রান দেন প্য়াট কামিন্স ৷ তবে প্রথম ম্যাচে বল হাতে সেভাবে দাগ কাটতে পারলেন না মিচেল স্টার্ক ৷

আবুধাবি, 23 অক্টোবর : সদ্য সমাপ্ত আইপিএলে বল হাতে ছিলেন দুরন্ত ৷ চ্যাম্পিয়নও হয় তাঁর দল চেন্নাই সুপার কিংস ৷ জোস হ্যাজেলউডের সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৷ অজি বোলারদের বিরুদ্ধে স্কোর বোর্ডে বড় রান করতে ব্যর্থ প্রোটিয়া ব্যাটাররা ৷ এইডেন মার্করামের লড়াইয়ে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 118 রান তুলেছে দক্ষিণ আফ্রিকা ৷ টি-20 বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রোটিয়াদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৷

শনিবার আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হল টি-20 বিশ্বকাপের সুপার 12 ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ বল হাতে শুরু থেকেই প্রোটিয়া ব্যাটাদের বিরুদ্ধে আধিপত্য দেখান অজি বোলাররা ৷ 50 রানের আগেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াবাহিনী শেষ পর্যন্ত মার্করামের ব্যাটে লড়াইয়ে ফেরে ৷

মার্করামের 36 বলে 40 রানের লাড়ুকু ইনিংসেও বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা এড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা ৷ শেষ দিকে কাগিসো রাবাদার 19 রানের ইনিংসে ভর করে একশোর গণ্ডি টপকায় প্রোটিয়াবাহিনী ৷ 23 বলের ইনিংসে একটি ছয় ও একটি বাউন্ডারি মারেন তিনি ৷ প্রোটিয়া ইনিংসে মার্করাম ও রাবাদাই একটি করে ছক্কা হাঁকান ৷ এছাড়া ডেভিড মিলার 16 রান করেন ৷

আরও পড়ুন : ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা

দুরন্ত বোলিং করেন অজি বোলাররা ৷ হ্যালেজউড 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 2 উইকেট নেন ৷ প্রথম 3 ওভারে মাত্র 7 রান দিয়েছিলেন এই ডানহাতি অজি বোলার ৷ এছাড়াও দুর্দান্ত বল করেন অ্যাডাম জাম্পা ৷ 4 ওভারে 21 রান খরচ করে তুলে নেন দু'টি উইকেট ৷ চার ওভারে 17 রান দেন প্য়াট কামিন্স ৷ তবে প্রথম ম্যাচে বল হাতে সেভাবে দাগ কাটতে পারলেন না মিচেল স্টার্ক ৷

Last Updated : Oct 23, 2021, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.