ETV Bharat / sports

CWG 2022: কোভিড নিয়েই অজি ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রাকে খেলার অনুমতি, আইসিসি ও সিজিএফ এর ভূমিকায় প্রশ্ন

ম্যাচ শুরুর আগের মুহূর্তে অজি ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রার কোভিড পজিটিভ রিপোর্ট আসে ৷ কোভিড পজিটিভ জেনেও তিনি ম্যাচ খেলেন ৷ তবে জানা যাচ্ছে, আইসিসি এবং কমনওয়েলথ আয়োজকরা তাঁকে ম্যাচ খেলার অনুমতি দিয়েছিল (Australia Cricketer Tahlia McGrath Allowed to Play CWG Final Despite Testing COVID-19 Positive) ৷

Australia Cricketer Tahlia McGrath Allowed to Play CWG Final Despite Testing  COVID-19 Positive
Australia Cricketer Tahlia McGrath Allowed to Play CWG Final Despite Testing COVID-19 Positive
author img

By

Published : Aug 8, 2022, 11:43 AM IST

বার্মিংহ্যাম, 8 অগস্ট: কোভিড নিয়েই কমনওয়েলথ গেমসের ফাইনালে খেললেন অজি ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রা ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, আইসিসি, কমনওয়েলথ গেমস ফেডারেশন তাঁকে খেলার অনুমতি দিয়েছিল (Australia Cricketer Tahlia McGrath Allowed to Play CWG Final Despite Testing COVID-19 Positive) ৷ সেই মতো তাহলিয়া ম্যাকগ্রা মাস্ক পরে মাঠে নেমেছিলেন এবং ড্রেসিংরুমের বাকি সদস্যদের থেকে আলাদা বসেছিলেন তিনি ৷ কিন্তু, মাঠে উপস্থিত ভারতীয় ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া অভিযোগ উঠেছে ৷ এমনকি ম্যাচ শেষে বিজয়ী দলের সোনার পদক পরে বাকি ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন ম্যাকগ্রা ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ম্যাচ শুরুর পর তাহলিয়া ম্যাকগ্রার কোভিড পজিটিভ হওয়ার খবর জানানো হয় ৷ তার অনেক আগেই তাঁর রিপোর্ট চলে এসেছিল ৷ জানা গিয়েছে, রবিবার তাহলিয়া ম্যাকগ্রা টিম ম্যানেজমেন্টকে তাঁর কোভিডের উপসর্গ সম্পর্কে জানিয়েছিলেন ৷ সেই মতো তাঁর পরীক্ষাও করানো হয় ৷ যে রিপোর্ট পজিটিভ আসে ৷ এর পরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ম্যাকগ্রাকে খেলানোর জন্য তৎপরতা শুরু হয়ে যায় ৷ প্রথম একাদশে ম্যাকগ্রার নামও রাখে ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন: কমনওয়েলথে রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের, অজিদের বিরুদ্ধে 9 রানে হার হরমনপ্রীতদের

জানা গিয়েছে, আইসিসি নাকি তাঁর খেলায় ছাড়পত্র দিয়েছে ৷ সেই মতো নাকি, অস্ট্রেলিয়া দলের চিকিৎসক এবং কমনওয়েল আয়োজকরা সবরকম সুরক্ষাবিধি মেনে ম্যাকগ্রাকে মাঠে নামান ৷ তাঁকে ড্রেসিংরুমে আলাদাভাবে বসানো হয় মাস্ক পরিয়ে ৷ কিন্তু, প্রশ্ন উঠছে ড্রেসিংরুমে আলাদা থাকলেও, মাঠে ? সেখানে তো ভারতীয় ক্রিকেটাররাও ছিলেন ৷ তাঁদের স্বাস্থ্যের নিরাপত্তা কি কোনও গুরুত্ব রাখে না ? বিশেষ করে ম্যাকগ্রা যখন ব্যাটিং করতে নেমেছিলেন সেই সময় ৷ তখন তাঁর সবচেয়ে কাছে ছিলেন ভারতীয় দলের উইকেট-কিপার তানিয়া ভাটিয়া ৷ প্রসঙ্গত, তিনি এ দিন ব্যাটিং করতে নামেননি ৷ যার জেরে আইসিসি এবং কমনওয়েলথ গেমস ফেডারেশনের সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

বার্মিংহ্যাম, 8 অগস্ট: কোভিড নিয়েই কমনওয়েলথ গেমসের ফাইনালে খেললেন অজি ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রা ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, আইসিসি, কমনওয়েলথ গেমস ফেডারেশন তাঁকে খেলার অনুমতি দিয়েছিল (Australia Cricketer Tahlia McGrath Allowed to Play CWG Final Despite Testing COVID-19 Positive) ৷ সেই মতো তাহলিয়া ম্যাকগ্রা মাস্ক পরে মাঠে নেমেছিলেন এবং ড্রেসিংরুমের বাকি সদস্যদের থেকে আলাদা বসেছিলেন তিনি ৷ কিন্তু, মাঠে উপস্থিত ভারতীয় ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া অভিযোগ উঠেছে ৷ এমনকি ম্যাচ শেষে বিজয়ী দলের সোনার পদক পরে বাকি ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন ম্যাকগ্রা ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ম্যাচ শুরুর পর তাহলিয়া ম্যাকগ্রার কোভিড পজিটিভ হওয়ার খবর জানানো হয় ৷ তার অনেক আগেই তাঁর রিপোর্ট চলে এসেছিল ৷ জানা গিয়েছে, রবিবার তাহলিয়া ম্যাকগ্রা টিম ম্যানেজমেন্টকে তাঁর কোভিডের উপসর্গ সম্পর্কে জানিয়েছিলেন ৷ সেই মতো তাঁর পরীক্ষাও করানো হয় ৷ যে রিপোর্ট পজিটিভ আসে ৷ এর পরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ম্যাকগ্রাকে খেলানোর জন্য তৎপরতা শুরু হয়ে যায় ৷ প্রথম একাদশে ম্যাকগ্রার নামও রাখে ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন: কমনওয়েলথে রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের, অজিদের বিরুদ্ধে 9 রানে হার হরমনপ্রীতদের

জানা গিয়েছে, আইসিসি নাকি তাঁর খেলায় ছাড়পত্র দিয়েছে ৷ সেই মতো নাকি, অস্ট্রেলিয়া দলের চিকিৎসক এবং কমনওয়েল আয়োজকরা সবরকম সুরক্ষাবিধি মেনে ম্যাকগ্রাকে মাঠে নামান ৷ তাঁকে ড্রেসিংরুমে আলাদাভাবে বসানো হয় মাস্ক পরিয়ে ৷ কিন্তু, প্রশ্ন উঠছে ড্রেসিংরুমে আলাদা থাকলেও, মাঠে ? সেখানে তো ভারতীয় ক্রিকেটাররাও ছিলেন ৷ তাঁদের স্বাস্থ্যের নিরাপত্তা কি কোনও গুরুত্ব রাখে না ? বিশেষ করে ম্যাকগ্রা যখন ব্যাটিং করতে নেমেছিলেন সেই সময় ৷ তখন তাঁর সবচেয়ে কাছে ছিলেন ভারতীয় দলের উইকেট-কিপার তানিয়া ভাটিয়া ৷ প্রসঙ্গত, তিনি এ দিন ব্যাটিং করতে নামেননি ৷ যার জেরে আইসিসি এবং কমনওয়েলথ গেমস ফেডারেশনের সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.