ETV Bharat / sports

Australia Win ICC WC : ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বসেরা অস্ট্রেলিয়ার মেয়েরা - ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বসেরা অস্ট্রেলিয়ার মেয়েরা

আলিসা হিলির পালটা শতরান নাট স্কিভারের ৷ কিন্তু অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া পাহাড়প্রমাণ রানের চাপে পিষ্ট গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৷ 357 রানে তাড়া করতে নেমে 285 রানেই গুটিয়ে গেল ইংরেজরা ৷ 71 রানে জিতে সপ্তমবারের জন্য বিশ্বসেরার তাজ উঠল অস্ট্রেলিয়ার মেয়েদের মাথায় (Australia beat England to clinch 7th Women's WC title) ৷

Australia Win ICC WC
ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বসেরা অস্ট্রেলিয়ার মেয়েরা
author img

By

Published : Apr 3, 2022, 1:54 PM IST

Updated : Apr 3, 2022, 2:57 PM IST

ক্রাইস্টচার্চ, 3 এপ্রিল : আলিসা হিলির পালটা শতরান নাট স্কিভারের ৷ কিন্তু অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া পাহাড়প্রমাণ রানের চাপে পিষ্ট গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৷ 357 রানে তাড়া করতে নেমে 285 রানেই গুটিয়ে গেল ইংরেজরা ৷ 71 রানে জিতে সপ্তমবারের জন্য বিশ্বসেরার তাজ উঠল অস্ট্রেলিয়ার মেয়েদের মাথায় (Australia beat England to clinch 7th Women's WC title) ৷ অপরাজিত চ্যাম্পিয়নের শিরোপা উঠল মেগ ল্যানিং'য়ের দলের মাথায় ৷

টস জিতে অস্ট্রেলিয়াকে এদিন প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তই ব্যুমেরাং হয়ে ফিরল গতবারের চ্যাম্পিয়নদের জন্য ৷ ফারাক গড়ে দিলেন অজি স্টাম্পার-ব্যাটার আলিসা হিলি ৷ পুরুষ দলের প্রাক্তন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেললেন তিনি ৷ 138 বলে মিচেল স্টার্ক-পত্নীর ব্যাট থেকে এল 170 রান (Alyssa Healy hits 170 runs from 138 balls) ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 26টি বাউন্ডারিতে ৷ অর্ধশতরান করলেন আরেক ওপেনার রাচায়েল হেইনেস (68) এবং বেথ মুনি (62) ৷

আরও পড়ুন : হিলির বিশ্বরেকর্ডে রানের পাহাড়ে অজিরা, স্ত্রী'র ব্যাটিংয়ে গ্যালারিতে মোহিত স্টার্ক

রান তাড়া করতে নেমে হিলির পালটা দেন নাট স্কিভার ৷ 121 বলে ঝোড়ো 148 রান করেন ইংরেজ ব্যাটার ৷ কিন্তু কঠিন লক্ষ্যমাত্রায় দলকে পৌঁছে দিতে আর কারও সাহায্য পাননি তিনি ৷ অন্যদিকে অজি বোলাররাও নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখেন ৷ 43.4 ওভারে 285 রানেই শেষ হয় থ্রি-লায়ন্সদের ইনিংস ৷ রেকর্ড বর্ধিত করে সপ্তমবারের জন্য খেতাব ঘরে তোলে অজিরা ৷ উল্লেখ্য, 2020 ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ ফাইনালে 39 বলে 75 রান করে ম্যাচের সেরা হয়েছিলেন হিলি ৷

ক্রাইস্টচার্চ, 3 এপ্রিল : আলিসা হিলির পালটা শতরান নাট স্কিভারের ৷ কিন্তু অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া পাহাড়প্রমাণ রানের চাপে পিষ্ট গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৷ 357 রানে তাড়া করতে নেমে 285 রানেই গুটিয়ে গেল ইংরেজরা ৷ 71 রানে জিতে সপ্তমবারের জন্য বিশ্বসেরার তাজ উঠল অস্ট্রেলিয়ার মেয়েদের মাথায় (Australia beat England to clinch 7th Women's WC title) ৷ অপরাজিত চ্যাম্পিয়নের শিরোপা উঠল মেগ ল্যানিং'য়ের দলের মাথায় ৷

টস জিতে অস্ট্রেলিয়াকে এদিন প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তই ব্যুমেরাং হয়ে ফিরল গতবারের চ্যাম্পিয়নদের জন্য ৷ ফারাক গড়ে দিলেন অজি স্টাম্পার-ব্যাটার আলিসা হিলি ৷ পুরুষ দলের প্রাক্তন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেললেন তিনি ৷ 138 বলে মিচেল স্টার্ক-পত্নীর ব্যাট থেকে এল 170 রান (Alyssa Healy hits 170 runs from 138 balls) ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 26টি বাউন্ডারিতে ৷ অর্ধশতরান করলেন আরেক ওপেনার রাচায়েল হেইনেস (68) এবং বেথ মুনি (62) ৷

আরও পড়ুন : হিলির বিশ্বরেকর্ডে রানের পাহাড়ে অজিরা, স্ত্রী'র ব্যাটিংয়ে গ্যালারিতে মোহিত স্টার্ক

রান তাড়া করতে নেমে হিলির পালটা দেন নাট স্কিভার ৷ 121 বলে ঝোড়ো 148 রান করেন ইংরেজ ব্যাটার ৷ কিন্তু কঠিন লক্ষ্যমাত্রায় দলকে পৌঁছে দিতে আর কারও সাহায্য পাননি তিনি ৷ অন্যদিকে অজি বোলাররাও নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখেন ৷ 43.4 ওভারে 285 রানেই শেষ হয় থ্রি-লায়ন্সদের ইনিংস ৷ রেকর্ড বর্ধিত করে সপ্তমবারের জন্য খেতাব ঘরে তোলে অজিরা ৷ উল্লেখ্য, 2020 ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ ফাইনালে 39 বলে 75 রান করে ম্যাচের সেরা হয়েছিলেন হিলি ৷

Last Updated : Apr 3, 2022, 2:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.