ETV Bharat / sports

টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে স্মিথ, চারে বিরাট

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র 13 রান করেন কেন উইলিয়ামসন ৷ আর দ্বিতীয় টেস্টে কনুই এর চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না কিউই অধিনায়ক ৷ ফলে আইসিসি ব়্যাঙ্কিং এ পাঁচ পয়েন্ট কমে যায় কেন উইলিয়ামসনের ৷ আর তার ফলেই আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং এ এক নম্বরে উঠে এসেছেন স্টিভ স্মিথ ৷

Australia batsman Steve Smith reclaimed his number one position in the ICC Mens Test Ranking
টেস্ট ব়্যাঙ্কিং-এ ব্যাটসম্যানদের তালিকায় 1নং স্থান ফিরে পেলেন স্টিভ স্মিথ
author img

By

Published : Jun 16, 2021, 9:34 PM IST

দুবাই, 16 জুন : আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং এ এক নম্বরে উঠে এলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ ৷ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি ৷ প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টের পর তিনি নিজের এক নম্বর স্থান হারান স্মিথ ৷ সেই সময় থেকেই কেন উইলিয়ামসন আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং-এ এক নম্বরে ছিলেন ৷ অন্যদিকে, বিরাট কোহলি 4 নম্বরে উঠে এলেন ৷ তিনি ছিলেন পাঁচ নম্বরে ৷ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট নেমে গেলেন পাঁচ নম্বরে ৷

কিন্তু, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র 13 রান করেন কেন উইলিয়ামসন ৷ আর দ্বিতীয় টেস্টে কনুই এর চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না কিউই অধিনায়ক ৷ ফলে আইসিসি ব়্যাঙ্কিং এ পাঁচ পয়েন্ট কমে যায় কেন উইলিয়ামসনের ৷ যার ফলে একধাপ নেমে তিনি 2 নম্বরে চলে আসেন ৷ আর স্টিভ স্মিথ তাঁর হারানো এক নম্বর জায়গা ফিরে পান ৷ প্রসঙ্গত, স্টিভ স্মিথের বর্তমান রেটিং পয়েন্ট 891 ৷

আরও পড়ুন : WTC Final : বিরাট নিজের ভুল শোধরাতে জানেন : সচিন

একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল করায় আইসিসি ব়্যাঙ্কিং-এ উন্নতি করেছেন নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করা ডেভন কনওয়ে ৷ তিনি 61 নম্বরে উঠে এসেছে ৷ অন্যদিকে, ম্যাট হেনরি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ৷ দুই ইনিংস মিলিয়ে তিনি 6 উইকেট নিলেন ৷ এই পারফর্মেন্সের জেরে তিনি কেরিয়ারের সেরা 64 নম্বর ব়্যাঙ্কিং এ রয়েছেন ৷ মোট 307 পয়েন্ট পেয়েছেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’কক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত 141 রানের ইনিংস খেলেছিলেন ৷ এই ইনিংসের সুবাদে তিনিও আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং এ 11 নম্বরে উঠে এসেছে ৷

দুবাই, 16 জুন : আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং এ এক নম্বরে উঠে এলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ ৷ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি ৷ প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টের পর তিনি নিজের এক নম্বর স্থান হারান স্মিথ ৷ সেই সময় থেকেই কেন উইলিয়ামসন আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং-এ এক নম্বরে ছিলেন ৷ অন্যদিকে, বিরাট কোহলি 4 নম্বরে উঠে এলেন ৷ তিনি ছিলেন পাঁচ নম্বরে ৷ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট নেমে গেলেন পাঁচ নম্বরে ৷

কিন্তু, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র 13 রান করেন কেন উইলিয়ামসন ৷ আর দ্বিতীয় টেস্টে কনুই এর চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না কিউই অধিনায়ক ৷ ফলে আইসিসি ব়্যাঙ্কিং এ পাঁচ পয়েন্ট কমে যায় কেন উইলিয়ামসনের ৷ যার ফলে একধাপ নেমে তিনি 2 নম্বরে চলে আসেন ৷ আর স্টিভ স্মিথ তাঁর হারানো এক নম্বর জায়গা ফিরে পান ৷ প্রসঙ্গত, স্টিভ স্মিথের বর্তমান রেটিং পয়েন্ট 891 ৷

আরও পড়ুন : WTC Final : বিরাট নিজের ভুল শোধরাতে জানেন : সচিন

একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল করায় আইসিসি ব়্যাঙ্কিং-এ উন্নতি করেছেন নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করা ডেভন কনওয়ে ৷ তিনি 61 নম্বরে উঠে এসেছে ৷ অন্যদিকে, ম্যাট হেনরি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ৷ দুই ইনিংস মিলিয়ে তিনি 6 উইকেট নিলেন ৷ এই পারফর্মেন্সের জেরে তিনি কেরিয়ারের সেরা 64 নম্বর ব়্যাঙ্কিং এ রয়েছেন ৷ মোট 307 পয়েন্ট পেয়েছেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’কক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত 141 রানের ইনিংস খেলেছিলেন ৷ এই ইনিংসের সুবাদে তিনিও আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং এ 11 নম্বরে উঠে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.