ETV Bharat / sports

কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি - কোন দলে কত স্লট ফাঁকা

IPL Mini-Auction 2024: আইপিএল নিলামের আর 24 ঘণ্টাও বাকি নেই ৷ মঙ্গলবার ভারতীয় সময় বেলা 1টা থেকে শুরু হবে মিনি-অকশন ৷ তার আগে দেখে নেওয়া যাক সব ফ্র্যাঞ্চাইজির বর্তমান পরিস্থিতি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 4:12 PM IST

Updated : Dec 19, 2023, 7:33 AM IST

দুবাই, 18 ডিসেম্বর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 নিলামের আসর বসছে 19 ডিসেম্বর, মঙ্গলবার দুবাইয়ের কোকা-কোলা এরিনায় ৷ বিশ্বের মোট 333 জন ক্রিকেটারের উপর দর হাঁকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ তবে, আসন্ন মরশুমে অংশগ্রহণকারী দলগুলি সবমিলিয়ে মোট 77 জন খেলোয়াড়কে কিনতে পারবে ৷ 333 জন খেলোয়াড়ের মধ্যে 214 জন ভারতীয় এবং 119 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন ৷ 119 জনের মধ্যে দুই ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশ থেকে নির্বাচিত হয়েছেন ৷ নিলামে অ্যাসোসিয়েট দেশগুলির দু’জন ছাড়াও, 116 জন ক্যাপড প্লেয়ার এবং 215 আনক্যাপড ক্রিকেটার থাকবে নিলামে ৷

বিদেশি খেলোয়াড়দের জন্য 30টি স্লট-সহ সর্বাধিক 77টি স্লট বর্তমানে ফাঁকা রয়েছে 10টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৷ 2 কোটি হল সর্বোচ্চ ন্যূনতম মূল্য ৷ যে তালিকায় 23 জন খেলোয়াড় সর্বোচ্চ ন্যূনতম মূল্যের এই তালিকায় আছেন ৷ নিলাম তালিকায় 13 জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা 1.5 কোটি টাকা ন্যূনতম মূল্যের তালিকায় রয়েছেন ৷

2 কোটি বেস প্রাইসের ক্রিকেটার: হর্ষল প্যাটেল, জস ইংলিস, মিচেল স্টার্ক, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, কেদার যাদব, বেন ডাকেট, মুজিব উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজি, রাইলি রোসউ, রাসি ভ্যান ডার ডুসেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ৷

1.5 কোটি বেস প্রাইসের ক্রিকেটার: ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, মহাম্মদ নবি, জিমি নিশম, জেসন হোল্ডার, মজেস হেনরিকস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ক্রিস লিন, কেন রিচার্ডসন, শেরফেন রাদারফোর্ড, ড্যানিয়েল ওরাল, টম কুরান, কলিন মুনরো, ক্রিসেন্ট ডি ল্যান, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ফিল সল্ট, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি এবং কলিন ইনগ্রাম ৷

1 কোটি বেস প্রাইসের ক্রিকেটার: অ্যাশটন আগার, ডেভিড উইসে, রাইলি মেরেডিথ, ড্যারিল মিচেল, ডার্সি শর্ট, অ্যাশটন টার্নার, আলজারি জোসেফ, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপতিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস এবং রোভম্যান পাওয়েল ৷

আইপিএল 2024/ দলের পরিস্থিতি/পার্সে টাকার পরিমাণ/দলে খালি স্থান
ফ্র্যাঞ্চাইজিদলে থাকা খেলোয়াড়বিদেশি ক্রিকেটারের সংখ্যামোট অর্থ খরচ (কোটি)পার্সে অর্থের পরিমাণ (কোটি)ভারতীয় ক্রিকেটারের খালি স্থানবিদেশি খেলোয়াড়ের স্থান
সিএসকে19568.631.463
ডিসি16471.0528.9594
জিটি17661.8538.1582
কেকেআর13467.332.7124
এলএসজি19686.8513.1562
এমআই17482.2517.7584
পিবিকেএস17670.929.182
আরসিবি19576.7523.2563
আরআর17585.514.583
এসআরএইচ195663463
মোট17350737.05262.957730

আইপিএল নিলাম 2024-এর লাইভ আপডেট ও লাইভ স্ট্রিমিং 19 ডিসেম্বর, 2023 বেলা 12টা থেকে শুরু হবে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় ৷ আর নিলাম শুরু হবে বেলা 1টা থেকে ৷

আরও পড়ুন:

  1. আইপিএল নিলাম পর্বে 333জন ক্রিকেটার, নজরে রাচিন-স্মিথ-হেডরা
  2. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  3. নাইট সংসারে ফিরছেন গম্ভীর, এবার মেন্টরের ভূমিকায় 2 বারের ট্রফিজয়ী অধিনায়ক

দুবাই, 18 ডিসেম্বর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 নিলামের আসর বসছে 19 ডিসেম্বর, মঙ্গলবার দুবাইয়ের কোকা-কোলা এরিনায় ৷ বিশ্বের মোট 333 জন ক্রিকেটারের উপর দর হাঁকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ তবে, আসন্ন মরশুমে অংশগ্রহণকারী দলগুলি সবমিলিয়ে মোট 77 জন খেলোয়াড়কে কিনতে পারবে ৷ 333 জন খেলোয়াড়ের মধ্যে 214 জন ভারতীয় এবং 119 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন ৷ 119 জনের মধ্যে দুই ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশ থেকে নির্বাচিত হয়েছেন ৷ নিলামে অ্যাসোসিয়েট দেশগুলির দু’জন ছাড়াও, 116 জন ক্যাপড প্লেয়ার এবং 215 আনক্যাপড ক্রিকেটার থাকবে নিলামে ৷

বিদেশি খেলোয়াড়দের জন্য 30টি স্লট-সহ সর্বাধিক 77টি স্লট বর্তমানে ফাঁকা রয়েছে 10টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৷ 2 কোটি হল সর্বোচ্চ ন্যূনতম মূল্য ৷ যে তালিকায় 23 জন খেলোয়াড় সর্বোচ্চ ন্যূনতম মূল্যের এই তালিকায় আছেন ৷ নিলাম তালিকায় 13 জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা 1.5 কোটি টাকা ন্যূনতম মূল্যের তালিকায় রয়েছেন ৷

2 কোটি বেস প্রাইসের ক্রিকেটার: হর্ষল প্যাটেল, জস ইংলিস, মিচেল স্টার্ক, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, কেদার যাদব, বেন ডাকেট, মুজিব উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজি, রাইলি রোসউ, রাসি ভ্যান ডার ডুসেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ৷

1.5 কোটি বেস প্রাইসের ক্রিকেটার: ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, মহাম্মদ নবি, জিমি নিশম, জেসন হোল্ডার, মজেস হেনরিকস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ক্রিস লিন, কেন রিচার্ডসন, শেরফেন রাদারফোর্ড, ড্যানিয়েল ওরাল, টম কুরান, কলিন মুনরো, ক্রিসেন্ট ডি ল্যান, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ফিল সল্ট, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি এবং কলিন ইনগ্রাম ৷

1 কোটি বেস প্রাইসের ক্রিকেটার: অ্যাশটন আগার, ডেভিড উইসে, রাইলি মেরেডিথ, ড্যারিল মিচেল, ডার্সি শর্ট, অ্যাশটন টার্নার, আলজারি জোসেফ, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপতিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস এবং রোভম্যান পাওয়েল ৷

আইপিএল 2024/ দলের পরিস্থিতি/পার্সে টাকার পরিমাণ/দলে খালি স্থান
ফ্র্যাঞ্চাইজিদলে থাকা খেলোয়াড়বিদেশি ক্রিকেটারের সংখ্যামোট অর্থ খরচ (কোটি)পার্সে অর্থের পরিমাণ (কোটি)ভারতীয় ক্রিকেটারের খালি স্থানবিদেশি খেলোয়াড়ের স্থান
সিএসকে19568.631.463
ডিসি16471.0528.9594
জিটি17661.8538.1582
কেকেআর13467.332.7124
এলএসজি19686.8513.1562
এমআই17482.2517.7584
পিবিকেএস17670.929.182
আরসিবি19576.7523.2563
আরআর17585.514.583
এসআরএইচ195663463
মোট17350737.05262.957730

আইপিএল নিলাম 2024-এর লাইভ আপডেট ও লাইভ স্ট্রিমিং 19 ডিসেম্বর, 2023 বেলা 12টা থেকে শুরু হবে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় ৷ আর নিলাম শুরু হবে বেলা 1টা থেকে ৷

আরও পড়ুন:

  1. আইপিএল নিলাম পর্বে 333জন ক্রিকেটার, নজরে রাচিন-স্মিথ-হেডরা
  2. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  3. নাইট সংসারে ফিরছেন গম্ভীর, এবার মেন্টরের ভূমিকায় 2 বারের ট্রফিজয়ী অধিনায়ক
Last Updated : Dec 19, 2023, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.