ETV Bharat / sports

Ajit Agarkar: বিশ্বকাপে ভারতীয় দল বেছে নেওয়ার গুরুদায়িত্ব এবার আগরকরের কাঁধেই - বোর্ডের নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান আগরকরই

অজিত আগরকরকেই জাতীয় নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান পদে মান্যতা দিল তিন সদস্যের অ্যাডভাইজরি কমিটি ৷ অর্থাৎ দেশের মাটিয়ে অক্টোবরে ওয়ান ডে বিশ্বকাপের ভারতীয় দল বেছে নেওয়ার গুরুদায়িত্ব এবার এই মুম্বইকরের কাঁধে ছেড়ে দিল বিসিসিআই ৷

Etv Bharat
বোর্ডের নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান আগরকর
author img

By

Published : Jul 4, 2023, 9:53 PM IST

Updated : Jul 4, 2023, 10:28 PM IST

মুম্বই, 4 জুলাই: দৌড়ে ছিলেন মনিন্দর সিং ও ৷ কিন্তু প্রোফাইলের বিচারে শুরু থেকেই অজিত আগরকর ছিলেন ফেভারিট ৷ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির নয়া চেয়ারম্য়ান হওয়া স্রেফ সময়ের অপেক্ষা ছিল মুম্বইকরের জন্য ৷ মঙ্গলবার সন্ধেয় তাতেই পড়ল সিলমোহর ৷ অজিত আগরকরকেই জাতীয় নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান পদে মান্যতা দিল তিন সদস্যের অ্যাডভাইজরি কমিটি ৷

দিন চারেক আগেই দিল্লি ক্য়াপিটালসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন অলরাউন্ডার ৷ দেওয়াল লিখনটা পরিষ্কার হয়ে গিয়েছিল তখনই ৷ অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার ৷ জাতীয় দলের জার্সি গায়ে 26টি টেস্ট ম্যাচ, 191টি ওয়ান-ডে এবং 4টি টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন আগরকর নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে ছিলেন সর্বাগ্রে (টেসেট খেলার নিরিখে) ৷ 2007 কুড়ি বিশের বিশ্বজয়ী দলেরও অংশ ছিলেন তিনি ৷

288টি টেস্ট উইকেট, 58টি ওয়ান-ডে উইকেটশিকারি বোর্ডের নির্বাচক কমিটির প্রধানের ব্যাট হাতে ওয়ান-ডে'তে 3টি অর্ধশতরানও রয়েছে ৷ শুধু তাই নয়, ওয়ান-ডে'তে দ্রুততম অর্ধশতরানের নজিরটি এখনও আগরকরের ঝুলিতেই ৷ পঞ্চাশ ওভারের ফরম্য়াটে দ্রুততম 50 উইকেটের নজিরও দখলে রেখেছেন মুম্বইকর ৷

এর আগে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের নির্বাচক প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি ৷ ছিলেন দিল্লি ক্য়াপিটালসের কোচিং প্যানেলেও ৷ প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা স্টিং অপারেশনের জেরে চলতি বছর ফেব্রুয়ারিতে পদ ছাড়েন ৷ গত কয়েকমাস অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন টেস্ট ওপেনার শিবসুন্দর দাস ৷ তিনি ছাড়াও আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বাকি দুই সদস্য হলেন সলিল আঙ্কোলা এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় ৷ চার সদস্যের এই কমিটিই আসন্ন বিশ্বকাপের দল বাছাই করবে ৷

আরও পড়ুন: ঋদ্ধির পর এবার রিচা ! জাতীয় দল থেকে বাদ পড়ায় ক্ষোভ শিলিগুড়ি ক্রীড়ামহলে

অন্যদিকে মহিলা দলের কোচ হিসেবে অমল মজুমদার কার্যত নিশ্চিত করলেও বিসিসিআই'য়ের তরফে এখনও আসেনি সরকারি ঘোষণা ৷ তাই আসন্ন বাংলাদেশ সফরে হরমনপ্রীতদের কোচ হিসেবে যাচ্ছেন নুশিন আল খাদির ৷

মুম্বই, 4 জুলাই: দৌড়ে ছিলেন মনিন্দর সিং ও ৷ কিন্তু প্রোফাইলের বিচারে শুরু থেকেই অজিত আগরকর ছিলেন ফেভারিট ৷ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির নয়া চেয়ারম্য়ান হওয়া স্রেফ সময়ের অপেক্ষা ছিল মুম্বইকরের জন্য ৷ মঙ্গলবার সন্ধেয় তাতেই পড়ল সিলমোহর ৷ অজিত আগরকরকেই জাতীয় নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান পদে মান্যতা দিল তিন সদস্যের অ্যাডভাইজরি কমিটি ৷

দিন চারেক আগেই দিল্লি ক্য়াপিটালসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন অলরাউন্ডার ৷ দেওয়াল লিখনটা পরিষ্কার হয়ে গিয়েছিল তখনই ৷ অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার ৷ জাতীয় দলের জার্সি গায়ে 26টি টেস্ট ম্যাচ, 191টি ওয়ান-ডে এবং 4টি টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন আগরকর নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে ছিলেন সর্বাগ্রে (টেসেট খেলার নিরিখে) ৷ 2007 কুড়ি বিশের বিশ্বজয়ী দলেরও অংশ ছিলেন তিনি ৷

288টি টেস্ট উইকেট, 58টি ওয়ান-ডে উইকেটশিকারি বোর্ডের নির্বাচক কমিটির প্রধানের ব্যাট হাতে ওয়ান-ডে'তে 3টি অর্ধশতরানও রয়েছে ৷ শুধু তাই নয়, ওয়ান-ডে'তে দ্রুততম অর্ধশতরানের নজিরটি এখনও আগরকরের ঝুলিতেই ৷ পঞ্চাশ ওভারের ফরম্য়াটে দ্রুততম 50 উইকেটের নজিরও দখলে রেখেছেন মুম্বইকর ৷

এর আগে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের নির্বাচক প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি ৷ ছিলেন দিল্লি ক্য়াপিটালসের কোচিং প্যানেলেও ৷ প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা স্টিং অপারেশনের জেরে চলতি বছর ফেব্রুয়ারিতে পদ ছাড়েন ৷ গত কয়েকমাস অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন টেস্ট ওপেনার শিবসুন্দর দাস ৷ তিনি ছাড়াও আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বাকি দুই সদস্য হলেন সলিল আঙ্কোলা এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় ৷ চার সদস্যের এই কমিটিই আসন্ন বিশ্বকাপের দল বাছাই করবে ৷

আরও পড়ুন: ঋদ্ধির পর এবার রিচা ! জাতীয় দল থেকে বাদ পড়ায় ক্ষোভ শিলিগুড়ি ক্রীড়ামহলে

অন্যদিকে মহিলা দলের কোচ হিসেবে অমল মজুমদার কার্যত নিশ্চিত করলেও বিসিসিআই'য়ের তরফে এখনও আসেনি সরকারি ঘোষণা ৷ তাই আসন্ন বাংলাদেশ সফরে হরমনপ্রীতদের কোচ হিসেবে যাচ্ছেন নুশিন আল খাদির ৷

Last Updated : Jul 4, 2023, 10:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.