ETV Bharat / sports

WTC Final 2023: ফাইনালের মঞ্চে টেস্ট ক্রিকেটে 5000 রানের মাইলফলক পেরলেন রাহানে - অজিঙ্ক রাহানে

টেস্ট ক্রিকেটে 5 হাজার রান অজিঙ্ক রাহানের ৷ আর তাঁর এই মাইলফলকের জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ম্যাচে ফিরেছে ভারত ৷ অনন্ত শেষ পর্যন্ত লড়াইয়ের জায়গায় পৌঁছলেন রোহিত শর্মারা ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023
author img

By

Published : Jun 9, 2023, 9:08 PM IST

লন্ডন, 9 জুন: ‘ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট’ ৷ ক্রিকেটের এই গুরুমন্ত্রটা যে টি-20’র যুগেও সত্যি, তা প্রমাণ করলেন অজিঙ্ক রাহানে ৷ 11 রানের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে এলেও আরও একটি কীর্তি স্থাপন করলেন জিঙ্কস ৷ টেস্ট ক্রিকেটে 5 হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে দলকেও কিছুটা হলেও টেনে তুললেন তিনি ৷ তাও ক্রিকেটের কপিবুক শট খেলে ৷ 83 টেস্টে 5020 রান করেছেন তিনি ৷

দ্বিতীয়দিনে যখন রাহানে নেমেছিলেন, তখন ভারতীয় ইনিংস ধ্বসের মুখে ৷ টপ-অর্ডারের 3 ব্যাটার তখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৷ সেই অবস্থায় নেমে একদিক থেকে উইকেট ধরে রাখেন তিনি ৷ তবে, উলটোদিকে একের পর এক উইকেটের পতন হতে থাকে ৷ মাঝে পঞ্চম উইকেটে জাদেজার সঙ্গে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেন রাহানে ৷ জাদেজা দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার খানিক আগে 48 রানে নাথন লায়নের টপ স্পিনের শিকার হন ৷ তবে, তৃতীয় দিবে শার্দূলকে সঙ্গে নিয়ে মূল্যবান 109 রানের পার্টনারশিপ করেন জিঙ্কস ৷

আক্ষেপ একটাই 13 নম্বর টেস্ট সেঞ্চুরিটা মাঠেই ফেলে এলেন ৷ তবে, প্যাট কামিন্সের যে বলে তিনি ক্যাচ আউট হন, সেই বলটিও ছিল অসামান্য ৷ মধ্যাহ্নভোজের পর নতুন করে সেট হওয়ার সময়টুকু রাহানেকে দেননি অজি অধিনায়ক ৷ ব্যাক অফ লেন্থ-বলে রাহানেকে ফাঁদে ফেলেন ৷ গলিতে দাঁড়ানো ক্যামরন গ্রিন ডান-দিকে ডাইভ দিয়ে বলটি ক্যাচ করেন ৷ তবে, আউট হওয়ার আগে ভারতকে কিছুটা হলেও, ম্যাচে ফিরিয়ে আনেন রাহানে ৷

আরও পড়ুন: রাহানে-শার্দূলের হাফ সেঞ্চুরিতে বাঁচল ফলো-অন, প্রথম ইনিংসে ভারত 296

এবার চতুর্থ ইনিংসে ভারতের সামনে কত রানের টার্গেট থাকবে ? তা নির্ভর করছে বোলারদের পারফর্ম্যান্সের উপর ৷ তাঁরা যত কম রানে লাবুসেন এবং স্মিথদের আটকাতে পারবেন, তত কম রান তাড়া করতে হবে ভারতীয় ব্যাটারদের ৷ আজ তৃতীয়দিন ৷ আগামিকাল মধ্যাহ্নভোজের মধ্যে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করতে পারলে ভারতের কাছে লড়াই করার সুযোগ থাকবে ৷ তবে, যদি না বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ৷

লন্ডন, 9 জুন: ‘ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট’ ৷ ক্রিকেটের এই গুরুমন্ত্রটা যে টি-20’র যুগেও সত্যি, তা প্রমাণ করলেন অজিঙ্ক রাহানে ৷ 11 রানের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে এলেও আরও একটি কীর্তি স্থাপন করলেন জিঙ্কস ৷ টেস্ট ক্রিকেটে 5 হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে দলকেও কিছুটা হলেও টেনে তুললেন তিনি ৷ তাও ক্রিকেটের কপিবুক শট খেলে ৷ 83 টেস্টে 5020 রান করেছেন তিনি ৷

দ্বিতীয়দিনে যখন রাহানে নেমেছিলেন, তখন ভারতীয় ইনিংস ধ্বসের মুখে ৷ টপ-অর্ডারের 3 ব্যাটার তখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৷ সেই অবস্থায় নেমে একদিক থেকে উইকেট ধরে রাখেন তিনি ৷ তবে, উলটোদিকে একের পর এক উইকেটের পতন হতে থাকে ৷ মাঝে পঞ্চম উইকেটে জাদেজার সঙ্গে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেন রাহানে ৷ জাদেজা দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার খানিক আগে 48 রানে নাথন লায়নের টপ স্পিনের শিকার হন ৷ তবে, তৃতীয় দিবে শার্দূলকে সঙ্গে নিয়ে মূল্যবান 109 রানের পার্টনারশিপ করেন জিঙ্কস ৷

আক্ষেপ একটাই 13 নম্বর টেস্ট সেঞ্চুরিটা মাঠেই ফেলে এলেন ৷ তবে, প্যাট কামিন্সের যে বলে তিনি ক্যাচ আউট হন, সেই বলটিও ছিল অসামান্য ৷ মধ্যাহ্নভোজের পর নতুন করে সেট হওয়ার সময়টুকু রাহানেকে দেননি অজি অধিনায়ক ৷ ব্যাক অফ লেন্থ-বলে রাহানেকে ফাঁদে ফেলেন ৷ গলিতে দাঁড়ানো ক্যামরন গ্রিন ডান-দিকে ডাইভ দিয়ে বলটি ক্যাচ করেন ৷ তবে, আউট হওয়ার আগে ভারতকে কিছুটা হলেও, ম্যাচে ফিরিয়ে আনেন রাহানে ৷

আরও পড়ুন: রাহানে-শার্দূলের হাফ সেঞ্চুরিতে বাঁচল ফলো-অন, প্রথম ইনিংসে ভারত 296

এবার চতুর্থ ইনিংসে ভারতের সামনে কত রানের টার্গেট থাকবে ? তা নির্ভর করছে বোলারদের পারফর্ম্যান্সের উপর ৷ তাঁরা যত কম রানে লাবুসেন এবং স্মিথদের আটকাতে পারবেন, তত কম রান তাড়া করতে হবে ভারতীয় ব্যাটারদের ৷ আজ তৃতীয়দিন ৷ আগামিকাল মধ্যাহ্নভোজের মধ্যে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করতে পারলে ভারতের কাছে লড়াই করার সুযোগ থাকবে ৷ তবে, যদি না বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.