ETV Bharat / sports

ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন সস্ত্রীক অজিঙ্কা রাহানে - ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন সস্ত্রীক অজিঙ্কা রাহানে

নিজে ভ্যাকসিন নেওয়ার পর দেশবাসীর কাছে রাহানের আবেদন, যাঁর ভ্যাকসিন নেওয়ার যোগ্য অতি সত্বর ভ্যাকসিন নিন ৷ আজ টুইট করে রাহানে লেখেন, ‘‘ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ আমি সবাইকে অনুরোধ করব যদি যোগ্য হন নিজের নাম রেজিস্টার করুন ও ভ্যাকসিন নিন ৷’’

অজিঙ্কা রাহানে
অজিঙ্কা রাহানে
author img

By

Published : May 8, 2021, 3:08 PM IST

মুম্বই, 8 মে : শিখর ধাওয়ানের পর এবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অজিঙ্কা রাহানে ৷ একই সঙ্গে তাঁর স্ত্রী রাধিকা রাহানেও ভ্যাকসিনের প্রথম ডোজ নেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় একটি ফটো শেয়ার করেন ৷ সেখানে দেখা যায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন তিনি ৷

নিজে ভ্যাকসিন নেওয়ার পর দেশবাসীর কাছে রাহানের আবেদন, যাঁর ভ্যাকসিন নেওয়ার যোগ্য অতি সত্বর ভ্যাকসিন নিন ৷ আজ টুইট করে রাহানে লেখেন, ‘‘ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ আমি সবাইকে অনুরোধ করব যদি যোগ্য হন নিজের নাম রেজিস্টার করুন ও ভ্যাকসিন নিন ৷’’

  • Both me and Ajinkya got our first dose of the vaccine today. We’re getting vaccinated not only for ourselves but also for those around us. We urge everyone to get vaccinated if you’re eligible 🙏#GetVaccinated #StaySafe pic.twitter.com/Oevl7WIkeR

    — Radhika Rahane (@RadhikaRahane) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অজিঙ্কার স্ত্রী রাধিকাও ভ্যাকসিন নেওয়ার দুটি ছবি শেয়ার করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমি ও অজিঙ্কা আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ আমরা ভ্যাকসিন নিলাম শুধু আমার জন্য নয়, আমার চারপাশে যাঁরা আছে তাঁদের জন্যও ৷ আমরা যোগ্য সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করছি ৷’’

  • Got my first dose of the vaccine today. I urge everyone to register and get yourself vaccinated, if you’re eligible pic.twitter.com/VH2xYcTQ1i

    — Ajinkya Rahane (@ajinkyarahane88) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড যাচ্ছেন বাংলার ঈশ্বরণ

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই কয়েকজন ক্রিকেটার দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করছেন ৷ দেশজুড়ে পরপর তিনদিন করোনা আক্রান্তের সংখ্যা 4 লাখের গণ্ডি পার করেছে ৷ শুক্রবার গোটা দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 4 লাখ 1 হাজার 78 জন ৷

মুম্বই, 8 মে : শিখর ধাওয়ানের পর এবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অজিঙ্কা রাহানে ৷ একই সঙ্গে তাঁর স্ত্রী রাধিকা রাহানেও ভ্যাকসিনের প্রথম ডোজ নেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় একটি ফটো শেয়ার করেন ৷ সেখানে দেখা যায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন তিনি ৷

নিজে ভ্যাকসিন নেওয়ার পর দেশবাসীর কাছে রাহানের আবেদন, যাঁর ভ্যাকসিন নেওয়ার যোগ্য অতি সত্বর ভ্যাকসিন নিন ৷ আজ টুইট করে রাহানে লেখেন, ‘‘ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ আমি সবাইকে অনুরোধ করব যদি যোগ্য হন নিজের নাম রেজিস্টার করুন ও ভ্যাকসিন নিন ৷’’

  • Both me and Ajinkya got our first dose of the vaccine today. We’re getting vaccinated not only for ourselves but also for those around us. We urge everyone to get vaccinated if you’re eligible 🙏#GetVaccinated #StaySafe pic.twitter.com/Oevl7WIkeR

    — Radhika Rahane (@RadhikaRahane) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অজিঙ্কার স্ত্রী রাধিকাও ভ্যাকসিন নেওয়ার দুটি ছবি শেয়ার করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমি ও অজিঙ্কা আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ আমরা ভ্যাকসিন নিলাম শুধু আমার জন্য নয়, আমার চারপাশে যাঁরা আছে তাঁদের জন্যও ৷ আমরা যোগ্য সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করছি ৷’’

  • Got my first dose of the vaccine today. I urge everyone to register and get yourself vaccinated, if you’re eligible pic.twitter.com/VH2xYcTQ1i

    — Ajinkya Rahane (@ajinkyarahane88) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড যাচ্ছেন বাংলার ঈশ্বরণ

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই কয়েকজন ক্রিকেটার দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করছেন ৷ দেশজুড়ে পরপর তিনদিন করোনা আক্রান্তের সংখ্যা 4 লাখের গণ্ডি পার করেছে ৷ শুক্রবার গোটা দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 4 লাখ 1 হাজার 78 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.