ETV Bharat / sports

ICC Cricket World Cup 2023: লক্ষ্য় বিশ্বকাপ! মেন্টর হিসাবে অজয় জাদেজাকে নিয়োগ করল আফগানিস্তান - Afghanistan cricket team

বিশ্বকাপের আগে পরামর্শদাতা হিসাবে অজয় জাদেজাকে নিয়োগ করল আফগানিস্তান ৷ হাশমতুল্লাহ শাহিদির দলকে এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কতখানি সাহায্য় করতে পারেন সেদিকেই নজর থাকবে সকলের ৷ তবে ক্রিকেটার হিসাবে তো বটেই বিশ্লেষক হিসাবেও বেশ পরিচিত নাম ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ৷

ICC Cricket World Cup 2023
আফগানিস্তানের মেন্টর অজয়
author img

By ANI

Published : Oct 3, 2023, 6:08 PM IST

কাবুল, 3 অক্টোবর: বেশ কয়েকবছর ধরেই ক্রিকেটের ক্ষেত্রে শক্তিশালী দেশ হয়ে উঠতে শুরু করেছে আফগানিস্তান ৷ রশিদ খানের মতো কিংবদন্তি স্পিনার তো বটেই এছাড়াও মহম্মদ নাবির মতো অলরাউন্ডার, রহমানুল্লাহ গুরবাজের মতো ব্যাটাররা যে কোনও দলের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারে ৷ আর এই আফগানিস্তানের মেন্টর হিসাবেই এবার দলের সঙ্গে যোগ দিতে চলেছেন অজয় জাদেজা ৷ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার পরামর্শদাতা হিসেবে তাঁকে নিয়োগ করল আফগান বাহিনি ৷

অজয় ভারতীয় দলে অভিষেক করেছিলেন 1992 সালে ৷ 15টি টেস্টে তাঁর সংগ্রহে 576 রান ৷ সংগ্রহে রয়েছে 4টি অর্ধশতরানও ৷ তবে টেস্ট কেরিয়ারের থেকেও তাঁর ওয়ান ডে কেরিয়ার অনেকটা বেশি উজ্জ্বল ৷ দেশের হয়ে মোট 196টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন অজয় জাদেজা ৷ দীর্ঘ ওয়ান ডে কেরিয়ারে 5359 রান সংগ্রহ করেছেন তিনি ৷ রয়েছে 6টি শতরান ও 30টি অর্ধ-শতরান ৷ এছাড়া তাঁর ক্রিকেট জীবনে ফিল্ডিংয়ের জন্য়ও বেশ পরিচিত ছিলেন অজয় ৷ এই প্রাক্তন ক্রিকেটার ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসাবেও জীবনের একটি বেশ বড় সময় কাটিয়েছেন ৷ এবার তাঁর পরামর্শে আফগান বাহিনির কতটা কাজে লাগে, সে দিকেই তাকিয়ে থাকবে সকলে ৷

আপাতত, আফগান টিম রয়েছে ভারতেই ৷ যদিও তাঁদের প্রথম প্রস্তুতি ম্যাচটিতে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের এই ম্যাচটি খেলার কথা ছিল তিরুবন্তপূরমে ৷ কিন্তু ভারী বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যায় ৷ গুয়াহাটিতে আজ আফগানিস্তান খেলছে তাঁদের দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচ ৷ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ আর আফগানিস্তানের বিশ্বকাপ শুরু হবে আগামী 7 অক্টোবর ৷ ধর্মশালায় বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিতে মাঠে নামবেন রশিদরা ৷

আরও পড়ুন: যস্বশীর সেঞ্চুরি, এশিয়ান গেমস ক্রিকেটের শেষ চারে ভারত

আফগানিস্তান দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, রিয়াজ হাসান, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নাবি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, আবদুল রহমান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ইকরাম আলিখিল, ফজলহক ফারুকি, নবীন-উল-আহমাদ-হক ৷

রিজার্ভ: গুলবাদিন নায়েব, শরফুদ্দিন আশরাফ, ফরিদ আহমদ ।

কাবুল, 3 অক্টোবর: বেশ কয়েকবছর ধরেই ক্রিকেটের ক্ষেত্রে শক্তিশালী দেশ হয়ে উঠতে শুরু করেছে আফগানিস্তান ৷ রশিদ খানের মতো কিংবদন্তি স্পিনার তো বটেই এছাড়াও মহম্মদ নাবির মতো অলরাউন্ডার, রহমানুল্লাহ গুরবাজের মতো ব্যাটাররা যে কোনও দলের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারে ৷ আর এই আফগানিস্তানের মেন্টর হিসাবেই এবার দলের সঙ্গে যোগ দিতে চলেছেন অজয় জাদেজা ৷ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার পরামর্শদাতা হিসেবে তাঁকে নিয়োগ করল আফগান বাহিনি ৷

অজয় ভারতীয় দলে অভিষেক করেছিলেন 1992 সালে ৷ 15টি টেস্টে তাঁর সংগ্রহে 576 রান ৷ সংগ্রহে রয়েছে 4টি অর্ধশতরানও ৷ তবে টেস্ট কেরিয়ারের থেকেও তাঁর ওয়ান ডে কেরিয়ার অনেকটা বেশি উজ্জ্বল ৷ দেশের হয়ে মোট 196টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন অজয় জাদেজা ৷ দীর্ঘ ওয়ান ডে কেরিয়ারে 5359 রান সংগ্রহ করেছেন তিনি ৷ রয়েছে 6টি শতরান ও 30টি অর্ধ-শতরান ৷ এছাড়া তাঁর ক্রিকেট জীবনে ফিল্ডিংয়ের জন্য়ও বেশ পরিচিত ছিলেন অজয় ৷ এই প্রাক্তন ক্রিকেটার ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসাবেও জীবনের একটি বেশ বড় সময় কাটিয়েছেন ৷ এবার তাঁর পরামর্শে আফগান বাহিনির কতটা কাজে লাগে, সে দিকেই তাকিয়ে থাকবে সকলে ৷

আপাতত, আফগান টিম রয়েছে ভারতেই ৷ যদিও তাঁদের প্রথম প্রস্তুতি ম্যাচটিতে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের এই ম্যাচটি খেলার কথা ছিল তিরুবন্তপূরমে ৷ কিন্তু ভারী বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যায় ৷ গুয়াহাটিতে আজ আফগানিস্তান খেলছে তাঁদের দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচ ৷ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ আর আফগানিস্তানের বিশ্বকাপ শুরু হবে আগামী 7 অক্টোবর ৷ ধর্মশালায় বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিতে মাঠে নামবেন রশিদরা ৷

আরও পড়ুন: যস্বশীর সেঞ্চুরি, এশিয়ান গেমস ক্রিকেটের শেষ চারে ভারত

আফগানিস্তান দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, রিয়াজ হাসান, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নাবি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, আবদুল রহমান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ইকরাম আলিখিল, ফজলহক ফারুকি, নবীন-উল-আহমাদ-হক ৷

রিজার্ভ: গুলবাদিন নায়েব, শরফুদ্দিন আশরাফ, ফরিদ আহমদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.