শারজা, 25 অক্টোবর : শারজায় টি-20 বিশ্বকাপে সুপার 12-র প্রথম ম্যাচেই ঝড় তুললেন আফগান ব্যাটাররা ৷ প্রথম ম্যাচে মাঠে নামার প্রাক্কালে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন অধিনায়ক মহম্মদ নবি ৷ কথামতো প্রথম ম্যাচে জান লড়িয়ে দিল তাঁর দলের ছেলেরা ৷ নাজিবুল্লাহ জাদরানের অর্ধশতরানে ভর করে স্কটিশদের বিরুদ্ধে রানের পাহাড়ে আফগানরা ৷ রান পেলেন হজরতুল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজ ৷ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 190 রান তুলল আফগানিস্তান ৷
টস জিতে শারজায় এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবি ৷ শুরু থেকে সংহার মূর্তি ধারণ করেন দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং মহম্মজ শাহজাদ ৷ ষষ্ঠ ওভারের প্রথম বলে 50 রানের গণ্ডি ছুঁয়ে ফেলে আফগানিস্তান ৷ এরপরেই ব্যক্তিগত 22 রানে আউট হন শাহজাদ ৷ তবে আফগানদের রান তোলার গতি কমেনি ৷ অর্ধশতরান থেকে ছয় রান দূরে ডাগ-আউটে ফেরেন হজরতুল্লাহ ৷ তাঁর 30 বলে 44 রানের ইনিংসে ছিল 3টি চার এবং 3টি ছয় ৷
আরও পড়ুন : ‘অবিশ্বাস্য’, রোহিতকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ কোহলির
তৃতীয় উইকেটে 87 রান যোগ করেন রহমানুল্লাহ গুরবাজ এবং হজরতুল্লাহ জাজাই ৷ 19তম ওভারে গুরবাজ 46 রানে ফিরলেও অর্ধশতরান পূর্ণ করেন জাজাই ৷ গুরবাজের ইনিংসে ছিল 1টি চার এবং 4টি ছয় ৷ 34 বলে 59 রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ বলে আউট হন তিনি জাদরান ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 5টি চার ও 3 ছক্কায় ৷ 4 বলে 11 রানে অপরাজিত থাকেন নবি ৷