ETV Bharat / sports

IPL Auction 2022 : মেগা নিলামে হাতুড়ির তলায় 590 জন, নজরে শ্রেয়াস-কামিন্সরা - মেগা নিলামে হাতুড়ির তলায় 590 জন

590 জনের মধ্যে মেগা নিলামে থাকছেন মোট 370 জন ভারতীয় ক্রিকেটার ৷ বিদেশি ক্রিকেটারদের সংখ্যা 220 ৷ 48 জন ক্রিকেটার তাদের বেস প্রাইস রেখেছেন 2 কোটি টাকা ৷

IPL Auction
IPL Auction
author img

By

Published : Feb 1, 2022, 5:38 PM IST

Updated : Feb 1, 2022, 5:58 PM IST

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি : করোনা, ওমিক্রনের রক্তচক্ষুর মধ্যেই দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই ৷ আইপিএলের আসন্ন মরসুম অন্যান্যবারের থেকে কিছুটা আলাদা ৷ 8টির পরিবর্তে এবার লড়াই দশটি দলের ৷ ফলে ম্যাচের সংখ্যা বাড়ার সঙ্গেই রোমাঞ্চ ও উত্তেজনা হবে দ্বিগুণ ৷ তার আগে বেঙ্গালুরুতে বসছে পঞ্চদশ আইপিএলের মেগা অকশন ৷ 12 ও 13 ফেব্রুয়ারি, দু'দিন ধরে চলবে অকশন ৷ সেই লক্ষ্যে মাসের প্রথম দিনেই বাছাই ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল আইপিএল কর্তৃপক্ষ ৷

আইপিএলের 15তম মরসুমের জন্য রেজিস্টার করা ক্রিকেটারদের মধ্যে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে 590 জনকে ৷ তার মধ্যে রয়েছেন 228 জন ক্যাপড প্লেয়ার, 355 জন আনক্যাপড এবং 7 জন আইসিসির সহযোগীর দেশের ৷ ফলে আগামী 12 ও 13 ফেব্রুয়ারি ভাগ্য নির্ধারণ হবে দেশ বিদেশের 590 জন ক্রিকেটারের ৷

মেগা নিলামে নজরে থাকবে যে বড় নামগুলি তা হল- শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ইশান কিষান, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও অন্যান্যরা ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

আইপিএলে দল পাওয়ার জন্য লড়বেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপের তারকা যশ ধুল, ভিকি অসওয়াল, রাজবর্ধন হ্যাংগারগেকাররা ৷ দেবদত্ত পাড়িক্কল, হর্ষল প্যাটেল, শাহরুখ খান, দীপক হুডা এবং আবেশ খানদের মতো দেশের প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের দলে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি ৷

590 জনের মধ্যে মেগা নিলামে থাকছেন মোট 370 জন ভারতীয় ক্রিকেটার ৷ বিদেশি ক্রিকেটারদের সংখ্যা 220 ৷ 48 জন ক্রিকেটার তাদের বেস প্রাইস রেখেছে 2 কোটি টাকা ৷ 1.5 কোটি রিজার্ভ প্রাইসের আওতায় থাকছেন 20 জন ৷ 34 জন ক্রিকেটার নিজেদের 1 কোটি টাকা অর্থের রিজার্ভ প্রাইসে রেখেছেন ৷

সর্বাধিক অস্ট্রেলিয়ার 47 জন ক্রিকেটার নিলামে উঠবেন ৷ দ্বিতীয়স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (34) ৷ দক্ষিণ আফ্রিকার 33 জন, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের 24 জন এবং শ্রীলঙ্কার 23 জন এবং আফগানিস্তানের 17 জন ক্রিকেটার হাতুড়ির তলায় আসবেন ৷ বিদেশিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, নেপাল, স্কটল্যান্ড, নামিবিয়া, আমেরিকার ক্রিকেটাররাও ৷

সর্বোচ্চ 72 কোটি টাকা নিয়ে নিলামে নামবে পঞ্জাব কিংস ৷ তারপরই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ নিলামে তারা খরচ করতে পারবে 68 কোটি টাকা ৷ চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে 48 কোটি টাকা ৷ এছাড়া নতুন ফ্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস 59 কোটি এবং আমেদাবাদের টিম 52 কোটি টাকা নিয়ে নিলামে নামবে ৷ রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে 62 কোটি টাকা ৷ দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে 47.5 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি : করোনা, ওমিক্রনের রক্তচক্ষুর মধ্যেই দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই ৷ আইপিএলের আসন্ন মরসুম অন্যান্যবারের থেকে কিছুটা আলাদা ৷ 8টির পরিবর্তে এবার লড়াই দশটি দলের ৷ ফলে ম্যাচের সংখ্যা বাড়ার সঙ্গেই রোমাঞ্চ ও উত্তেজনা হবে দ্বিগুণ ৷ তার আগে বেঙ্গালুরুতে বসছে পঞ্চদশ আইপিএলের মেগা অকশন ৷ 12 ও 13 ফেব্রুয়ারি, দু'দিন ধরে চলবে অকশন ৷ সেই লক্ষ্যে মাসের প্রথম দিনেই বাছাই ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল আইপিএল কর্তৃপক্ষ ৷

আইপিএলের 15তম মরসুমের জন্য রেজিস্টার করা ক্রিকেটারদের মধ্যে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে 590 জনকে ৷ তার মধ্যে রয়েছেন 228 জন ক্যাপড প্লেয়ার, 355 জন আনক্যাপড এবং 7 জন আইসিসির সহযোগীর দেশের ৷ ফলে আগামী 12 ও 13 ফেব্রুয়ারি ভাগ্য নির্ধারণ হবে দেশ বিদেশের 590 জন ক্রিকেটারের ৷

মেগা নিলামে নজরে থাকবে যে বড় নামগুলি তা হল- শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ইশান কিষান, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও অন্যান্যরা ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

আইপিএলে দল পাওয়ার জন্য লড়বেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপের তারকা যশ ধুল, ভিকি অসওয়াল, রাজবর্ধন হ্যাংগারগেকাররা ৷ দেবদত্ত পাড়িক্কল, হর্ষল প্যাটেল, শাহরুখ খান, দীপক হুডা এবং আবেশ খানদের মতো দেশের প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের দলে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি ৷

590 জনের মধ্যে মেগা নিলামে থাকছেন মোট 370 জন ভারতীয় ক্রিকেটার ৷ বিদেশি ক্রিকেটারদের সংখ্যা 220 ৷ 48 জন ক্রিকেটার তাদের বেস প্রাইস রেখেছে 2 কোটি টাকা ৷ 1.5 কোটি রিজার্ভ প্রাইসের আওতায় থাকছেন 20 জন ৷ 34 জন ক্রিকেটার নিজেদের 1 কোটি টাকা অর্থের রিজার্ভ প্রাইসে রেখেছেন ৷

সর্বাধিক অস্ট্রেলিয়ার 47 জন ক্রিকেটার নিলামে উঠবেন ৷ দ্বিতীয়স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (34) ৷ দক্ষিণ আফ্রিকার 33 জন, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের 24 জন এবং শ্রীলঙ্কার 23 জন এবং আফগানিস্তানের 17 জন ক্রিকেটার হাতুড়ির তলায় আসবেন ৷ বিদেশিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, নেপাল, স্কটল্যান্ড, নামিবিয়া, আমেরিকার ক্রিকেটাররাও ৷

সর্বোচ্চ 72 কোটি টাকা নিয়ে নিলামে নামবে পঞ্জাব কিংস ৷ তারপরই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ নিলামে তারা খরচ করতে পারবে 68 কোটি টাকা ৷ চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে 48 কোটি টাকা ৷ এছাড়া নতুন ফ্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস 59 কোটি এবং আমেদাবাদের টিম 52 কোটি টাকা নিয়ে নিলামে নামবে ৷ রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে 62 কোটি টাকা ৷ দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে 47.5 কোটি টাকা ৷

Last Updated : Feb 1, 2022, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.