দেরাদুন (উত্তরাখণ্ড), 17 নভেম্বর: ক্রিকেট বিশ্বকাপে লিগের শেষ পাঁচটি ম্যাচ ও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী বোলিংয়ে প্রতিপক্ষকে চুরমার করে দিয়েছেন মহম্মদ শামি ৷ সকল ভারতীয়ের নয়নের মণি হয়ে উঠেছেন ভারতের 11 নম্বর জার্সি ৷ কিন্তু, মহম্মদ শামির জীবনে এই সাফল্য ও খ্যাতির সঙ্গে পারিবারিক বিতর্কও সঙ্গী ৷ তাঁর স্ত্রী হাসিন জাহানের গার্হস্থ্য হিংসার মামলা শুধু নয়, দেশদ্রোহিতার অভিযোগ এনেছিলেন তিনি ৷ সেই সমস্যা এখনও তাঁর জীবনে রয়েছে ৷ আদালতে যা নিয়ে মামলা চলছে ৷ যার পরেও বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফর্ম করে, দেশকে ফাইনালে তুলেছেন শামি ৷
মহম্মদ শামির খুব কাছে একজন মানুষ এবং ভালো বন্ধু হলেন উত্তরাখণ্ডের খানপুর বিধানসভার বিধায়ক উমেশ শর্মা ৷ যিনি শামির কঠিন সময়ে সবসময় তাঁর পাশে ছিলেন ৷ খুব কাছ থেকে ভারতীয় পেসারকে দেখার সেই অভিজ্ঞতাকে এবার বই আকারে ফুটিয়ে তুলবেন উমেশ শর্মা ৷ যার নাম দিয়েছেন, '30 ডেজ উইথ শামি' ৷ একবার ইটিভি ভারতকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বলেছিলেন, ‘‘কোনও সন্দেহ নেই যে, শামি আজ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং হতাশায় ভুগছেন না, তবে তার সবচেয়ে বড় অবদান উমেশ জি-র ৷’’ তিনি জানিয়েছিলেন একটা সময় খেলা ও পারিবারিক সমস্যার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ভারতীয় পেসার ৷
উমেশ শর্মা, মহম্মদ শামির আইনি লড়াই ও স্ত্রী অন্যান্য সব অভিযোগের সাক্ষী থেকেছেন ৷ সেই সবকিছু '30 ডেজ উইথ শামি'-তে ফুটিয়ে তোলা হবে ৷ কিন্তু, কোন তিরিশ দিনের কথা বলছেন খানপুরের বিধায়ক ? তিনি বলেন, ‘‘এই ঘটনাটি 2018 সালের ৷ আমার পরিচিত একজন যখন আমাকে বললেন, শামি খুব সমস্যায় রয়েছে ৷ মিডিয়া তাঁকে টার্গেট করছে ৷ তখন প্রথমবার তাঁর সঙ্গে ফোনে কথা বলি ৷ পরের দিনই দেখা হল ৷ শামি জানতেন যে খেলাধূলার জগতে আমার অনেক বন্ধু রয়েছে ৷ সেই সময় আমি একজন মানুষ হিসেবে তাঁকে সমর্থন করেছিলাম ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে, এমন ভয়ও পেয়েছিলেন ৷ তারপর একমাস আমার বাড়িতে থাকলেন ৷’’
তিনি এও জানান, ওই এক মাসে তাঁর বাড়িতে থেকে শামি এবং তিনি সব ধরনের যুদ্ধ করেছেন ৷ স্ত্রীর অভিযোগ হোক বা আদালতে মামলা, তিনি মহম্মদ শামিকে ছাড়েননি ৷ উমেশ শর্মা বলেছেন, ‘‘2023 সালের সেপ্টেম্বর মাসে, যখন আদালত তাঁকে জামিন নিতে বলেছিল, অন্যথায় গ্রেফতারি নিশ্চিত ছিল, সেই অবস্থায় আমরা দু’জন কলকাতায় গিয়েছিলাম ৷ 19 সেপ্টেম্বর জামিন পান শামি ৷ তারপর ফিরে এসে 22 সেপ্টেম্বর ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার 5 উইকেট নিয়েছিল ৷’’
বইটিতে অনেক গোপনীয়তা থাকবে বলে জানিয়েছেন উমেশ শর্মা ৷ তিনি বলেন, ‘‘যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি বলব শামি একজন দুর্দান্ত মানুষ ৷ শীঘ্রই মহম্মদ শামিকে নিয়ে একটি বই প্রকাশ করব ৷ এই বইটি তাঁর জীবনের অনেক রহস্য ও দিক উন্মোচিত করবে ৷ '30 ডেজ উইথ শামি' নামের বইটিতে ম্যাচ ফিক্সিংয়ের সত্যতা এবং কীভাবে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল ? তিনি কখন জীবনে চলার পথে হারতে শুরু করেছিলেন ? তাঁর পরিবার এবং মেয়ের ভূমিকা, সবকিছুই ওই বইয়ে থাকবে ৷ উমেশ শর্মার মতে, এই মুহূর্তে শামি তাঁর খেলায় মনোযোগ দিতে পারছেন ৷ ফাইনালেও দুর্দান্ত খেলে তিনি ভারতকে বিশ্বকাপ এনে দেবেন বলে আশাপ্রকাশ করেছেন ৷
আরও পড়ুন: