বার্মিংহ্যাম, 20 জুলাই: 31 জুলাই কমনওয়েলথ গেমসে ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচ রয়েছে ৷ 2022 কমনওয়েলথে গেমসে সবচেয়ে বেশি উৎসাহ এই ম্যাচকে ঘিরেই (1.2 Million Tickets Sold India Pakistan Cricket Tie to Be One of CWG Highlights) ৷ 28 জুলাই থেকে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত 12 লক্ষ টিকিট বিক্রি হয়েছে ৷ যার মধ্যে অনেকটাই ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচের টিকিট রয়েছে ৷ স্থানীয় ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকদের মধ্যেও এই ম্যাচ নিয়ে উৎসাহ তুঙ্গে বলে জানিয়েছে আয়োজকরা ৷
এমনকি মহিলা ক্রিকেটের সেমি-ফাইনাল এবং ফাইনালের টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কমনওয়েল গেমসের আয়োজক বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রেইড ৷ তিনি বলেন, ‘‘আমি নিজে ক্রিকেটের একজন বড় অনুরাগী ৷ আর ভারত এবং পাকিস্তান কমনওয়েলথ গেমসে একই গ্রুপে রয়েছে ৷ আর সেই নিয়ে বার্মিংহ্যামে বসবাসকারী দুই দেশের মানুষের মধ্যে উৎসাহ প্রচুর ৷’’ আর এ প্রসঙ্গে ইয়ান রেইড সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গও তুলে ধরেন ৷
ইয়ান জানিয়েছেন, সেমি-ফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৷ তাঁর মতে, সেখানকার দর্শকরা ধরে নিয়েছেন যে, ভারত এবং ইংল্যান্ডে মহিলা ক্রিকেট দল সেমি-ফাইনাল এবং ফাইনালে পৌঁছবেন ৷
যে ম্যাচ প্রায় 1.2 মিলিয়ন অর্থাৎ, 12 লক্ষ টিকিট বিক্রি হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে ৷ বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ঘিরে দুই দেশের স্থানীয় দর্শকদের মধ্যে উৎসাহ অনেক বেশি ৷