ETV Bharat / sports

CWG Ind-Pak Match: কমনওয়েলথে ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে - কমনওয়েলথ গেমস

28 জুলাই থেকে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত 12 লক্ষ টিকিট বিক্রি হয়েছে (1.2 Million Tickets Sold India Pakistan Cricket Tie to Be One of CWG Highlights) ৷ যার মধ্যে অনেকটাই ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচের টিকিট রয়েছে ৷

1 dot 2 Million Tickets Sold India Pakistan Cricket Tie to Be One of CWG Highlights
1 dot 2 Million Tickets Sold India Pakistan Cricket Tie to Be One of CWG Highlights
author img

By

Published : Jul 20, 2022, 1:55 PM IST

Updated : Jul 20, 2022, 3:40 PM IST

বার্মিংহ্যাম, 20 জুলাই: 31 জুলাই কমনওয়েলথ গেমসে ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচ রয়েছে ৷ 2022 কমনওয়েলথে গেমসে সবচেয়ে বেশি উৎসাহ এই ম্যাচকে ঘিরেই (1.2 Million Tickets Sold India Pakistan Cricket Tie to Be One of CWG Highlights) ৷ 28 জুলাই থেকে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত 12 লক্ষ টিকিট বিক্রি হয়েছে ৷ যার মধ্যে অনেকটাই ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচের টিকিট রয়েছে ৷ স্থানীয় ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকদের মধ্যেও এই ম্যাচ নিয়ে উৎসাহ তুঙ্গে বলে জানিয়েছে আয়োজকরা ৷

এমনকি মহিলা ক্রিকেটের সেমি-ফাইনাল এবং ফাইনালের টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কমনওয়েল গেমসের আয়োজক বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রেইড ৷ তিনি বলেন, ‘‘আমি নিজে ক্রিকেটের একজন বড় অনুরাগী ৷ আর ভারত এবং পাকিস্তান কমনওয়েলথ গেমসে একই গ্রুপে রয়েছে ৷ আর সেই নিয়ে বার্মিংহ্যামে বসবাসকারী দুই দেশের মানুষের মধ্যে উৎসাহ প্রচুর ৷’’ আর এ প্রসঙ্গে ইয়ান রেইড সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গও তুলে ধরেন ৷

ইয়ান জানিয়েছেন, সেমি-ফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৷ তাঁর মতে, সেখানকার দর্শকরা ধরে নিয়েছেন যে, ভারত এবং ইংল্যান্ডে মহিলা ক্রিকেট দল সেমি-ফাইনাল এবং ফাইনালে পৌঁছবেন ৷

আরও পড়ুন: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

যে ম্যাচ প্রায় 1.2 মিলিয়ন অর্থাৎ, 12 লক্ষ টিকিট বিক্রি হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে ৷ বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ঘিরে দুই দেশের স্থানীয় দর্শকদের মধ্যে উৎসাহ অনেক বেশি ৷

বার্মিংহ্যাম, 20 জুলাই: 31 জুলাই কমনওয়েলথ গেমসে ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচ রয়েছে ৷ 2022 কমনওয়েলথে গেমসে সবচেয়ে বেশি উৎসাহ এই ম্যাচকে ঘিরেই (1.2 Million Tickets Sold India Pakistan Cricket Tie to Be One of CWG Highlights) ৷ 28 জুলাই থেকে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত 12 লক্ষ টিকিট বিক্রি হয়েছে ৷ যার মধ্যে অনেকটাই ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচের টিকিট রয়েছে ৷ স্থানীয় ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকদের মধ্যেও এই ম্যাচ নিয়ে উৎসাহ তুঙ্গে বলে জানিয়েছে আয়োজকরা ৷

এমনকি মহিলা ক্রিকেটের সেমি-ফাইনাল এবং ফাইনালের টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কমনওয়েল গেমসের আয়োজক বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রেইড ৷ তিনি বলেন, ‘‘আমি নিজে ক্রিকেটের একজন বড় অনুরাগী ৷ আর ভারত এবং পাকিস্তান কমনওয়েলথ গেমসে একই গ্রুপে রয়েছে ৷ আর সেই নিয়ে বার্মিংহ্যামে বসবাসকারী দুই দেশের মানুষের মধ্যে উৎসাহ প্রচুর ৷’’ আর এ প্রসঙ্গে ইয়ান রেইড সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গও তুলে ধরেন ৷

ইয়ান জানিয়েছেন, সেমি-ফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৷ তাঁর মতে, সেখানকার দর্শকরা ধরে নিয়েছেন যে, ভারত এবং ইংল্যান্ডে মহিলা ক্রিকেট দল সেমি-ফাইনাল এবং ফাইনালে পৌঁছবেন ৷

আরও পড়ুন: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

যে ম্যাচ প্রায় 1.2 মিলিয়ন অর্থাৎ, 12 লক্ষ টিকিট বিক্রি হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে ৷ বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ঘিরে দুই দেশের স্থানীয় দর্শকদের মধ্যে উৎসাহ অনেক বেশি ৷

Last Updated : Jul 20, 2022, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.