ETV Bharat / sports

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হার সিন্ধুর

ইস্তোরা স্পোর্টিং এরিনায় রবিবাসরীয় মেগা ম্যাচে আকানে ইয়ামাগুচির কাছে হেরে ফের একবার খেতাবের কাছে গিয়েও হেরে গেলেন পিভি সিন্ধু ।

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হার সিন্ধুর
author img

By

Published : Jul 21, 2019, 9:19 PM IST

কুয়ালালামপুর, 21 জুলাই : ফাইনালের আগে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকায় মরশুমে সিন্ধুর প্রথম খেতাবের আশায় ছিলেন অনুরাগীরা । কিন্তু, ইস্তোরা স্পোর্টিং এরিনায় রবিবাসরীয় মেগা ম্যাচে আকানে ইয়ামাগুচির কাছে হেরে ফের একবার খেতাবের কাছে গিয়েও হেরে গেলেন পিভি সিন্ধু । যার জেরে এখনও অধরা রয়ে গেল মরশুমের প্রথম খেতাব ।

গতকাল স্ট্রেট সেটে বিশ্বের দু'নম্বর চিনের চেন জু ফেইকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন রিও অলিম্পিকের রুপোজয়ী । কিন্তু আজ ফাইনালে একপেশে ম্যাচে সিন্ধুকে কার্যত উড়িয়ে দেন বিশ্বের চার নম্বর ইয়ামাগুচি । ম্যাচের ফল ইয়ামাগুচির পক্ষে 21-15, 21-16 ।

আজকের ম্যাচের আগে জাপানি শাটলারের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে 10-4 ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু । সেই অ্যাডভান্টেজ নিয়ে নিয়ে ফাইনাল খেলতে নামলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটে হারলেন বিশ্বের পাঁচ নম্বর । প্রথম গেমে 11-8 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান সিন্ধু । কিন্তু ড্রিংকস ব্রেকের পর ম্যাচে দুরন্ত কামব্যাক করে টানা 9 পয়েন্ট সংগ্রহ করেন জাপানি শাটলার । পিছিয়ে থেকেও প্রথম গেম 21-15 ব্যবধানে কব্জা করে নেন ইয়ামাগুচি ।

দ্বিতীয় সেটে 31 মিনিটের লড়াইয়ের শেষে 21-16 ব্যবধানে হায়দরাবাদি শাটলারকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ইয়ামাগুচি । এর আগে মার্চে ইন্ডিয়া ওপেন ও এপ্রিলে মাদ্রিদ ওপেনের শেষ চার থেকেই বিদায় নিয়েছিলেন সিন্ধু । এর পর জাপান ওপেন ও পরবর্তীতে থাইল্যান্ড ওপেনে কোর্টে নামবেন সিন্ধু ।

কুয়ালালামপুর, 21 জুলাই : ফাইনালের আগে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকায় মরশুমে সিন্ধুর প্রথম খেতাবের আশায় ছিলেন অনুরাগীরা । কিন্তু, ইস্তোরা স্পোর্টিং এরিনায় রবিবাসরীয় মেগা ম্যাচে আকানে ইয়ামাগুচির কাছে হেরে ফের একবার খেতাবের কাছে গিয়েও হেরে গেলেন পিভি সিন্ধু । যার জেরে এখনও অধরা রয়ে গেল মরশুমের প্রথম খেতাব ।

গতকাল স্ট্রেট সেটে বিশ্বের দু'নম্বর চিনের চেন জু ফেইকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন রিও অলিম্পিকের রুপোজয়ী । কিন্তু আজ ফাইনালে একপেশে ম্যাচে সিন্ধুকে কার্যত উড়িয়ে দেন বিশ্বের চার নম্বর ইয়ামাগুচি । ম্যাচের ফল ইয়ামাগুচির পক্ষে 21-15, 21-16 ।

আজকের ম্যাচের আগে জাপানি শাটলারের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে 10-4 ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু । সেই অ্যাডভান্টেজ নিয়ে নিয়ে ফাইনাল খেলতে নামলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটে হারলেন বিশ্বের পাঁচ নম্বর । প্রথম গেমে 11-8 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান সিন্ধু । কিন্তু ড্রিংকস ব্রেকের পর ম্যাচে দুরন্ত কামব্যাক করে টানা 9 পয়েন্ট সংগ্রহ করেন জাপানি শাটলার । পিছিয়ে থেকেও প্রথম গেম 21-15 ব্যবধানে কব্জা করে নেন ইয়ামাগুচি ।

দ্বিতীয় সেটে 31 মিনিটের লড়াইয়ের শেষে 21-16 ব্যবধানে হায়দরাবাদি শাটলারকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ইয়ামাগুচি । এর আগে মার্চে ইন্ডিয়া ওপেন ও এপ্রিলে মাদ্রিদ ওপেনের শেষ চার থেকেই বিদায় নিয়েছিলেন সিন্ধু । এর পর জাপান ওপেন ও পরবর্তীতে থাইল্যান্ড ওপেনে কোর্টে নামবেন সিন্ধু ।

Rajgarh (Madhya Pradesh), Jul 21 (ANI): 13 people got injured after two groups clashed with each other over the issue of land dispute in Madhya Pradesh's Rajgarh. Police force has been deployed in the area to maintain law and order. One of the locals told ANI that a group of 30-40 armed men came at their ancestral property with an intention of land grabbing, and didn't stop with their violent tactics even after the arrival of police force. Police said a case will be registered into the incident, and assured necessary action. Earlier this week, 10 people were killed in firing over a land dispute incident in Uttar Pradesh's Sonbhadra.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.