ETV Bharat / sports

সোনা জিতে অভিনন্দনকে উৎসর্গ বজরংয়ের

বুলগেরিয়ার ডান কোলোভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতলেন কুস্তিগির বজরং পুনিয়া। অ্যামেরিকার জর্ডান অলিভারকে ১২-৩ এ হারিয়ে সোনা জিতে নেন ভারতীয় এই কুস্তিগির। আর সোনা জিতে উঠে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন তিনি।

author img

By

Published : Mar 4, 2019, 9:25 AM IST

সোফিয়া (বুলগেরিয়া), ৪ মার্চ : বুলগেরিয়ার ডান কোলোভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতলেন কুস্তিগির বজরং পুনিয়া। অ্যামেরিকার জর্ডান অলিভারকে ১২-৩ এ হারিয়ে সোনা জিতে নেন ভারতীয় এই কুস্তিগির। আর সোনা জিতে উঠে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন তিনি। এই জয়ের ফলে টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ ব়্যাঙ্কিং পয়েন্ট সুনিশ্চিত করেছেন।

মেডেল পাওয়ার পর নিজের টুইটারে বজরং লেখেন, "এই জয় আমি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করলাম। তিনি আমাকে সবরকমভাবে অনুপ্রাণিতে করেছেন। আমি একদিন তাঁর সঙ্গে দেখা করতে চাই ও তাঁর সঙ্গে হাত মেলাতে চাই।"

গত বছরে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে পদক জিতেছিলেন বজরং। শেষ দশটি প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন মোট দশটি পদক। বজরং ছাড়াও মহিলাদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন পূজা ধান্দা। মহিলাদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জিতেছেন সাক্ষী মালিক। পদক নিশ্চিত করেছেন এশিয়ান গেমসে সোনাজয়ী বিনেশ ফোগতও।

সোফিয়া (বুলগেরিয়া), ৪ মার্চ : বুলগেরিয়ার ডান কোলোভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতলেন কুস্তিগির বজরং পুনিয়া। অ্যামেরিকার জর্ডান অলিভারকে ১২-৩ এ হারিয়ে সোনা জিতে নেন ভারতীয় এই কুস্তিগির। আর সোনা জিতে উঠে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন তিনি। এই জয়ের ফলে টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ ব়্যাঙ্কিং পয়েন্ট সুনিশ্চিত করেছেন।

মেডেল পাওয়ার পর নিজের টুইটারে বজরং লেখেন, "এই জয় আমি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করলাম। তিনি আমাকে সবরকমভাবে অনুপ্রাণিতে করেছেন। আমি একদিন তাঁর সঙ্গে দেখা করতে চাই ও তাঁর সঙ্গে হাত মেলাতে চাই।"

গত বছরে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে পদক জিতেছিলেন বজরং। শেষ দশটি প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন মোট দশটি পদক। বজরং ছাড়াও মহিলাদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন পূজা ধান্দা। মহিলাদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জিতেছেন সাক্ষী মালিক। পদক নিশ্চিত করেছেন এশিয়ান গেমসে সোনাজয়ী বিনেশ ফোগতও।


Srinagar (Jammu and Kashmir), Mar 04 (ANI): Aliya Farooq is a certified fitness trainer who has spread the wings of physical fitness among women in Srinagar city. Around fifty women are enrolled in her gym centre who are undergoing physical fitness training at her gym centre. Aliya Farooq experienced many roadblocks in her journey to establish a gym centre. Her husband had the experience of failing to run a gym centre he had started way back in 2000 in the Khanyar area in old Srinagar city. Next the couple hired the services of a mail trainer in the year 2010 but that too failed to run the gym centre. In 2012 Aliya Farooq did her training course as fitness trainer from Jammu and Kashmir body building association which is registered by body building federation of India. Aliya Farooq took up the challenge and started training young girls at her gym centre. In short span of time the gym centre has become popular and women in large numbers today are enrolled at the gym centre where they undergo physical fitness training.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.