ETV Bharat / sports

"মদ-তাস-আড্ডার ক্লাবে টাকা দিচ্ছে সরকার, অর্জুন ফেরাতে চাই" - arjun

বাংলার গৌরব সম্মান ফেরালেন দুই অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ।

ছায়া আদক ও জ্যোৎস্না দত্ত
author img

By

Published : Feb 10, 2019, 7:00 AM IST

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের ক্লাবগুলোতে টাকা দিচ্ছে সরকার। তাতে খেলাধুলোর উন্নতি হচ্ছে না। যাঁরা দেশের জন্য বা রাজ্যের জন্য পদক আনতে তৈরি, তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ এনে এবার রাজ্যের দেওয়া সর্বোচ্চ সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন দুই অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ। মুখ্যমন্ত্রীর ভাই আশিস বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপরও ক্ষুব্ধ ছায়া আদক ও জ্যোৎস্না দত্ত নামে ওই দুই ক্রীড়াবিদ। গতকাল কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে সম্মান ও সেই বাবদ পাওয়া ১ লাখ টাকা ফেরত দেওয়ার ঘোষণা করেন তাঁরা।

সাংবাদিক বৈঠকে তাঁরা বলেন, “আমরা রাজ্য সরকারের দেওয়া একমাত্র সম্মান ফিরিয়ে দিতে চাই। সরকারকে অনুরোধ করছি যেন আমাদের কাছ থেকে সম্মান এবং টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করে। আমাদের কোনও গৌরব আর নেই। তাই, বাংলার গৌরব সম্মান রেখে আর কী করব?"

ছায়া আদক আর জ্যোৎস্না দত্ত। বাংলার দুই সোনার মেয়ে। ভারোত্তলনে একটা সময় দেশের মধ্যে বাংলার নাম উজ্জ্বল করেছিলেন দু'জনেই। ছায়া ১০ বছর বাংলাকে রেখেছিলেন দেশের শীর্ষস্থানে। এশিয়াড, কমনওয়েলথ গেমসে জিতেছেন পদক। তারপর CRPF-এ চাকরি করলেও, রাজ্যের জন্য চেষ্টা করে গেছেন প্রতিনিয়ত। অন্যদিকে, জ্যোৎস্নাও এশিয়ান গেমস ও কমনওয়েলথে পদক জিতেছেন। সেই সূত্রেই ২০১৫ এবং ২০১৬ সালে তাঁদের বাংলার গৌরব সম্মান দেয় রাজ্য সরকার।

undefined

সম্প্রতি, নাগপুরে বসেছিল দেশের জুনিয়র চ্যাম্পিয়নশিপ। বাংলার হয়ে ৯ জন গেছিলেন ভারোত্তলনে প্রতিদ্বন্দ্বিতা করতে। কিন্তু, তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। অভিযোগ, রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা চাননি বলেই তারা অংশ নিতে পারেনি প্রতিযোগিতায়। ছায়া-জ্যোৎস্নাদের ক্ষোভের এটাও একটি কারণ।

অভিযোগের তালিকাটা অনেক বড়। রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের অপদার্থতার পাশাপাশি আছে রাজ্য সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন। ছায়া বলেন, “রাজ্যের জন্য বা দেশের জন্য যাঁরা পদক আনতে তৈরি, তাঁদের কাজে রাজ্য সরকার সাহায্য করছে না। মদ, তাস আর আড্ডা চলে এমন ক্লাবে টাকা দেওয়া হচ্ছে। তাতে খেলাধুলোর কোনও উন্নতি হচ্ছে না। তারই প্রতিবাদে আমরা বাংলার দেওয়া সম্মান ফেরত দিচ্ছি।"

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের ক্লাবগুলোতে টাকা দিচ্ছে সরকার। তাতে খেলাধুলোর উন্নতি হচ্ছে না। যাঁরা দেশের জন্য বা রাজ্যের জন্য পদক আনতে তৈরি, তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ এনে এবার রাজ্যের দেওয়া সর্বোচ্চ সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন দুই অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ। মুখ্যমন্ত্রীর ভাই আশিস বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপরও ক্ষুব্ধ ছায়া আদক ও জ্যোৎস্না দত্ত নামে ওই দুই ক্রীড়াবিদ। গতকাল কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে সম্মান ও সেই বাবদ পাওয়া ১ লাখ টাকা ফেরত দেওয়ার ঘোষণা করেন তাঁরা।

সাংবাদিক বৈঠকে তাঁরা বলেন, “আমরা রাজ্য সরকারের দেওয়া একমাত্র সম্মান ফিরিয়ে দিতে চাই। সরকারকে অনুরোধ করছি যেন আমাদের কাছ থেকে সম্মান এবং টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করে। আমাদের কোনও গৌরব আর নেই। তাই, বাংলার গৌরব সম্মান রেখে আর কী করব?"

ছায়া আদক আর জ্যোৎস্না দত্ত। বাংলার দুই সোনার মেয়ে। ভারোত্তলনে একটা সময় দেশের মধ্যে বাংলার নাম উজ্জ্বল করেছিলেন দু'জনেই। ছায়া ১০ বছর বাংলাকে রেখেছিলেন দেশের শীর্ষস্থানে। এশিয়াড, কমনওয়েলথ গেমসে জিতেছেন পদক। তারপর CRPF-এ চাকরি করলেও, রাজ্যের জন্য চেষ্টা করে গেছেন প্রতিনিয়ত। অন্যদিকে, জ্যোৎস্নাও এশিয়ান গেমস ও কমনওয়েলথে পদক জিতেছেন। সেই সূত্রেই ২০১৫ এবং ২০১৬ সালে তাঁদের বাংলার গৌরব সম্মান দেয় রাজ্য সরকার।

undefined

সম্প্রতি, নাগপুরে বসেছিল দেশের জুনিয়র চ্যাম্পিয়নশিপ। বাংলার হয়ে ৯ জন গেছিলেন ভারোত্তলনে প্রতিদ্বন্দ্বিতা করতে। কিন্তু, তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। অভিযোগ, রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা চাননি বলেই তারা অংশ নিতে পারেনি প্রতিযোগিতায়। ছায়া-জ্যোৎস্নাদের ক্ষোভের এটাও একটি কারণ।

অভিযোগের তালিকাটা অনেক বড়। রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের অপদার্থতার পাশাপাশি আছে রাজ্য সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন। ছায়া বলেন, “রাজ্যের জন্য বা দেশের জন্য যাঁরা পদক আনতে তৈরি, তাঁদের কাজে রাজ্য সরকার সাহায্য করছে না। মদ, তাস আর আড্ডা চলে এমন ক্লাবে টাকা দেওয়া হচ্ছে। তাতে খেলাধুলোর কোনও উন্নতি হচ্ছে না। তারই প্রতিবাদে আমরা বাংলার দেওয়া সম্মান ফেরত দিচ্ছি।"

RESTRICTIONS: SNTV clients only. No access UK for stand alone clips. Use on broadcast and digital channels, including social, except in India where use on social media platforms are prohibited. Available worldwide excluding sports specialist channels in India. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies (India must be blocked). Max use 2 minutes. Use within 72 hours. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Darren Sammy Cricket Ground, Gros Inlet, St Lucia. 9th February 2019.
England - 1st Innings:
1. 00.00 - Rory Burns and Keaton Jennings walk to the crease
2. 00.05 WICKET - Keaton Jennings caught by Darren Bravo bowled by Keemo Paul
3. 00.11 WICKET - Rory Burns lbw bowled by Keemo Paul
4. 00.32 WICKET - Joe Denly lbw bowled by Shannon Gabriel
5. 00.41 FOUR - Joe Root hits boundary off Keemo Paul
6. 00.52 WICKET - Joe Root caught by Shane Dowrich bowled by Alzarri Joseph
7. 01.01 FOUR - Ben Stokes hits boundary off Alzarri Joseph
8. 01.10 FOUR - Ben Stokes hits boundary off Shannon Gabriel
9. 01.22 FIFTY - Ben Stokes reaches half-century with boundary off Roston Chase
10. 01.33 FOUR - Jos Buttler hits boundary off Keemo Paul
11. 01.42 FIFTY - Jos Buttler reaches half-century with 2 runs off Keemo Paul
12. 01.55 Jos Buttler and Ben Stokes walk off at the end of day one
SOURCE: Ten Sports
DURATION: 02:00
STORYLINE:
West Indies may have already clinched the series following two resounding Test victories, but England came out fighting on the first day of the final test in St Lucia on Saturday.
The hosts won the toss and elected to bowl, a tactic that looked set to pay off as England's top order slumped to 69-3.
Keaton Jennings was out for just 8, Rory Burns for 29 and Joe Denly made 20 before the dismissal of captain Joe Root for 15.
But England were rescued by Ben Stokes and Jos Buttler, who came together at 107-4 and put on 124 - England's first century partnership of the series - in the evening session.
Buttler was unbeaten on 67 and Stokes on 62 as they guided England to a battling 231-4 at close of play.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.