কলকাতা : গান কমবেশি সকলেই ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা গানের সঙ্গে জড়িয়ে থাকতে কে বা না চায়। কিন্তু, লিরিক্স দিয়ে গান বা শাস্ত্রীয় সংগীতের বাইরেও যে সংগীত হয় তা বুঝিয়ে দিলেন দেবাশিস সোম।
গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে শিস ও সুরের অদ্ভূত মেলবন্ধন তৈরি করলেন শিল্পী দেবাশিস। তাঁর এই অনুষ্ঠানে এসেছিলেন জয় সরকার, শ্রীকান্ত আচার্য, কমলেশ্বর মুখার্জি, দেবজ্য়োতি মিশ্র, রবিরঞ্জন মৈত্র সহ অনেকেই।
দীর্ঘদিন দেবাশিসকে বিভিন্ন গানে শিস দিতে শোনা গেছে। ইন্ডাস্ট্রিতে তিনি হুইসলিং দেবাশিস নামেও পরিচিত। তবে সপ্তাহ শেষে এমন এক অনুষ্ঠানের সাক্ষী থেকে খুশি জয়, শ্রীকান্ত, দেবজ্যোতি মিশ্ররা।