ETV Bharat / sitara

শিস ও সুরের অদ্ভূত মিলনে সংগীত সন্ধ্যা - television

শিস ও সুরের মেলবন্ধনে সংগীত তৈরি হতে পারে, তা করে দেখালেন সংগীত শিল্পী দেবাশিস সোম।

অনুষ্ঠানে
author img

By

Published : May 13, 2019, 3:13 PM IST

Updated : May 13, 2019, 3:23 PM IST

কলকাতা : গান কমবেশি সকলেই ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা গানের সঙ্গে জড়িয়ে থাকতে কে বা না চায়। কিন্তু, লিরিক্স দিয়ে গান বা শাস্ত্রীয় সংগীতের বাইরেও যে সংগীত হয় তা বুঝিয়ে দিলেন দেবাশিস সোম।

গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে শিস ও সুরের অদ্ভূত মেলবন্ধন তৈরি করলেন শিল্পী দেবাশিস। তাঁর এই অনুষ্ঠানে এসেছিলেন জয় সরকার, শ্রীকান্ত আচার্য, কমলেশ্বর মুখার্জি, দেবজ্য়োতি মিশ্র, রবিরঞ্জন মৈত্র সহ অনেকেই।

অনুষ্ঠানে
অনুষ্ঠানে

দীর্ঘদিন দেবাশিসকে বিভিন্ন গানে শিস দিতে শোনা গেছে। ইন্ডাস্ট্রিতে তিনি হুইসলিং দেবাশিস নামেও পরিচিত। তবে সপ্তাহ শেষে এমন এক অনুষ্ঠানের সাক্ষী থেকে খুশি জয়, শ্রীকান্ত, দেবজ্যোতি মিশ্ররা।

অনুষ্ঠানে

কলকাতা : গান কমবেশি সকলেই ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা গানের সঙ্গে জড়িয়ে থাকতে কে বা না চায়। কিন্তু, লিরিক্স দিয়ে গান বা শাস্ত্রীয় সংগীতের বাইরেও যে সংগীত হয় তা বুঝিয়ে দিলেন দেবাশিস সোম।

গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে শিস ও সুরের অদ্ভূত মেলবন্ধন তৈরি করলেন শিল্পী দেবাশিস। তাঁর এই অনুষ্ঠানে এসেছিলেন জয় সরকার, শ্রীকান্ত আচার্য, কমলেশ্বর মুখার্জি, দেবজ্য়োতি মিশ্র, রবিরঞ্জন মৈত্র সহ অনেকেই।

অনুষ্ঠানে
অনুষ্ঠানে

দীর্ঘদিন দেবাশিসকে বিভিন্ন গানে শিস দিতে শোনা গেছে। ইন্ডাস্ট্রিতে তিনি হুইসলিং দেবাশিস নামেও পরিচিত। তবে সপ্তাহ শেষে এমন এক অনুষ্ঠানের সাক্ষী থেকে খুশি জয়, শ্রীকান্ত, দেবজ্যোতি মিশ্ররা।

অনুষ্ঠানে
Intro:শিস ও গানের অদ্ভুত মিলন ঘটালেন গায়ক দেবাশীস

অমিত চক্রবর্তী, কলকাতা: গান তো আমরা প্রত্যেকেই কমবেশি সকলেই শুনি কিন্তু, কখনো কি গানের সুর ও শিস এই দুটোকে একসঙ্গে কেউ কোনদিন শুনেছেন।যদি না শুনে থাকেন তাহলে জীবনের অন্যতম একটা আক্ষেপের বিষয় আর যদি শুনতে চান তাহলে কলকাতার বুকে দাঁড়িয়ে আপনাদের একজনের কথাই মনে আসবে তিনি হলেন দেবাশিস সোম। যিনি বেশ কিছু বছর ধরে বাংলা ছবিতে শীষ ও সুরের অনবদ্য মেলবন্ধন ঘটিয়েছেন। এতদিন তার এই শিস শোণা যেত বিভিন্ন বাংলা ছবিতে। কিন্তু এই প্রথমবার গতকাল কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হলো তার শিস ও সুরের অনবদ্য মেলবন্ধনে এক গানের অনুষ্ঠান


Body:হুইসলিং দেবাশীষ এই অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয় সরকার, শ্রীকান্ত আচার্য, কমলেশ্বর মুখার্জি, দেবজ্যোতি মিশ্র ও রবিরঞ্জন মৈত্র।


Conclusion:
Last Updated : May 13, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.