ETV Bharat / sitara

মঞ্চে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে গৌতম হালদার; আসছে 'বাংলা নাটুয়া' - গৌতম হালদার ডিজিটাল কনসার্ট

আজ অষ্টমীর সন্ধেবেলায়, ডিজিটালি উপস্থাপিত হবে নাট্যব্যক্তিত্ব গৌতম হালদারের কনসার্ট 'বাংলা নাটুয়া' । আজ রাত 8টা থেকে 9টা পর্যন্ত ইন্টারনেটে দেখা যাবে এই কনসার্ট । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন গৌতম ।

gautam haldar bangla natua digital concert
gautam haldar bangla natua digital concert
author img

By

Published : Oct 24, 2020, 5:54 PM IST

Updated : Oct 24, 2020, 7:10 PM IST

কলকাতা : আনলক 5-এ খুলে গেছে সিনেমা হল ও নাট্যমঞ্চগুলি । অনেকগুলি সিনেমা মুক্তি পেয়েও গেছে ইতিমধ্যে । হলে নাটকও চলছে । কিন্তু তবুও কিছু ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকেই বেছে নিচ্ছেন কেউ কেউ । নাটক কিংবা সিনেমা উপস্থাপনার জন্যে এই প্ল্যাটফর্মের সাহায্য নিচ্ছেন তারা । যেমন ধরুন আজ অষ্টমীর সন্ধেবেলায়, ডিজিটালি উপস্থাপিত হবে নাট্যব্যক্তিত্ব গৌতম হালদারের কনসার্ট 'বাংলা নাটুয়া' । আজ রাত 8টা থেকে 9টা পর্যন্ত নেটে দেখা যাবে এই কনসার্ট । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন গৌতম ।



মঞ্চে পারফর্ম করার অনুমতি পাওয়া সত্ত্বেও কেন ডিজিটাল মাধ্যমকে বেছে নিলেন গৌতম ? এই প্রশ্ন করায় আমাদের অভিনেতা বলেন, "প্রসেনিয়াম ও নন-প্রসেনিয়াম জায়গায় এখন নাটক করার অনেক প্রাকটিকাল সমস্যা আছে । সিনেমা হলের টিকিট তো বিক্রি হচ্ছে অনলাইনে, লোক হচ্ছে কোথায় ? আমরাও মঞ্চে নাটক করব । আমাদের নতুন নাটক আসছে ।"

থিয়েটার করতে যা খরচ হয়, তার থেকে অনেক কম রোজগার হয় । গৌতম বললেন, "তার উপর দু'টো সিট ছেড়ে বসতে হবে । রোজগার কী হবে বুঝতে পারছেন । তা ছাড়া, আমরা নাটক কমার্শিয়ালি করিও না । পুরো খরচটাই আমাদের করতে হয় ।"

gautam haldar bangla natua digital concert
কনসার্টের ঝলক..

কোভিডের সব নিয়ম মেনে পুরো কনসার্টটি দ্রোণ স্টুডিয়োতে শুটিং করেছে গৌতমের নাট্যদল 'নয়ে নাটুয়া' । রবিঠাকুর থেকে শুরু করে জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায় ছুঁয়ে এসে বার্টওল্ড ব্রেখট...গৌতমের লেখনীতে জায়গা পেয়েছে এই সমস্ত তাবড় কবিদের কবিতা । গৌতম হালদারের অবিশ্বাস্য জোরালো অভিনয়ে বেরিয়ে আসবে এই সময়ের অনেক চাপা কথা, পরিবর্তিত সময়ের বদলে যাওয়া চাহিদা ।

কলকাতা : আনলক 5-এ খুলে গেছে সিনেমা হল ও নাট্যমঞ্চগুলি । অনেকগুলি সিনেমা মুক্তি পেয়েও গেছে ইতিমধ্যে । হলে নাটকও চলছে । কিন্তু তবুও কিছু ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকেই বেছে নিচ্ছেন কেউ কেউ । নাটক কিংবা সিনেমা উপস্থাপনার জন্যে এই প্ল্যাটফর্মের সাহায্য নিচ্ছেন তারা । যেমন ধরুন আজ অষ্টমীর সন্ধেবেলায়, ডিজিটালি উপস্থাপিত হবে নাট্যব্যক্তিত্ব গৌতম হালদারের কনসার্ট 'বাংলা নাটুয়া' । আজ রাত 8টা থেকে 9টা পর্যন্ত নেটে দেখা যাবে এই কনসার্ট । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন গৌতম ।



মঞ্চে পারফর্ম করার অনুমতি পাওয়া সত্ত্বেও কেন ডিজিটাল মাধ্যমকে বেছে নিলেন গৌতম ? এই প্রশ্ন করায় আমাদের অভিনেতা বলেন, "প্রসেনিয়াম ও নন-প্রসেনিয়াম জায়গায় এখন নাটক করার অনেক প্রাকটিকাল সমস্যা আছে । সিনেমা হলের টিকিট তো বিক্রি হচ্ছে অনলাইনে, লোক হচ্ছে কোথায় ? আমরাও মঞ্চে নাটক করব । আমাদের নতুন নাটক আসছে ।"

থিয়েটার করতে যা খরচ হয়, তার থেকে অনেক কম রোজগার হয় । গৌতম বললেন, "তার উপর দু'টো সিট ছেড়ে বসতে হবে । রোজগার কী হবে বুঝতে পারছেন । তা ছাড়া, আমরা নাটক কমার্শিয়ালি করিও না । পুরো খরচটাই আমাদের করতে হয় ।"

gautam haldar bangla natua digital concert
কনসার্টের ঝলক..

কোভিডের সব নিয়ম মেনে পুরো কনসার্টটি দ্রোণ স্টুডিয়োতে শুটিং করেছে গৌতমের নাট্যদল 'নয়ে নাটুয়া' । রবিঠাকুর থেকে শুরু করে জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায় ছুঁয়ে এসে বার্টওল্ড ব্রেখট...গৌতমের লেখনীতে জায়গা পেয়েছে এই সমস্ত তাবড় কবিদের কবিতা । গৌতম হালদারের অবিশ্বাস্য জোরালো অভিনয়ে বেরিয়ে আসবে এই সময়ের অনেক চাপা কথা, পরিবর্তিত সময়ের বদলে যাওয়া চাহিদা ।

Last Updated : Oct 24, 2020, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.