ETV Bharat / sitara

এবারের 'সঙ্গীত পিয়াসী' সম্পূর্ণ নারী কেন্দ্রিক

সঙ্গীত ও নৃত্যজগতে অবদানের জন্য প্রয়াত গুরু কৃষ্ণকুমার গাঙ্গুলি, অর্থাৎ নাটুবাবুর স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর 'সঙ্গীত পিয়াসি' আয়োজন করে একটি উৎসবের। বিগত ২৭ বছর ধরে আয়োজিত হচ্ছে এই সম্মানের অনুষ্ঠান। এবছরও তার ব্যতিক্রম নয়। আগামী ১৬-১৭ অগাস্ট সারা রাত ব্যাপী ক্লাসিকাল সঙ্গীতের মাধ্যমে পালিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান সংক্রান্ত একটি বৈঠকে উপস্থিত ছিল ETV ভারত সিতারা। কথা বললেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিখ্যাত তবলাবাদক সমর সাহা।

সমর সাহা
author img

By

Published : Aug 6, 2019, 3:04 PM IST

কলকাতা : এর আগে 'সঙ্গীত পিয়াসী' আয়োজন করেছে সঙ্গীতের ৪১টি অনুষ্ঠান, যার মধ্যে ৫টি ছিল বেশ বড় মাপের। চলেছিল ৩-৮ দিন। ৭৮ জন অনবদ্য প্রতিভাবান শিল্পীকে দিয়েছে বৃত্তি। ৩৬জনকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। এই পর্যন্ত ২৯জন সঙ্গীতজ্ঞকে সম্মান জ্ঞাপন করেছে 'সঙ্গীত পিয়াসী'। তারা মনে করে, শুধু সঙ্গীতজ্ঞরাই নন, সঙ্গীতের এই বিরাট কর্মযজ্ঞে সমান সম্মানের দাবিদার বাদ্যযন্ত্র কারিগর এবং শব্দযন্ত্র প্রদানকারীরা। তাই তাঁদেরও সম্মান জ্ঞাপন করেছে সঙ্গীত পিয়াসী। এই পর্যন্ত ৬জন অসামান্য বাদ্যযন্ত্র কারিগর এবং শব্দযন্ত্র প্রদানকারীকে সম্মান দিয়েছে তারা। যেসব সঙ্গীতশিল্পী নিত্যদিন অর্থনৈতিক অনটনের শিকার, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানুষকে সামনে এনেছে নতুন প্রতিভা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও আয়োজন করেছে সংগীত অনুষ্ঠানের।

বিগত ২৭ বছরের মতো এই বছরও, সঙ্গীত পিয়াসী আয়োজন করছে তাঁদের বহু প্রতীক্ষিত সঙ্গীত রজনীর। ১৬-১৭ অগাস্ট, এই দু'দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মৃতির উদ্দেশ্যে, যিনি ছিলেন 'সঙ্গীত পিয়াসী'-র একজন অবিচ্ছেদ্য অঙ্গ। অনুষ্ঠানটি আয়োজিত হবে দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে।

এই বছরের বৈশিষ্ট্য বা আকর্ষণ হল এই যে, এবার মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কেবল মহিলারাই। এর আগে এরকম কলকাতার কোনও মঞ্চে কিংবা ভারতের কোনও মঞ্চে ঘটেনি। সারা রাত ধরে চলবে অনুষ্ঠান। উদ্দেশ্য একটাই, অনুষ্ঠানের থেকে উপার্জিত অর্থ বৃত্তির খাতে খরচ করা।

অনুষ্ঠানের কর্মসূচী :

১৬ অগাস্ট - শুরু হবে সন্ধ্যে ৬টা থেকে
১. অঞ্জু ঘোষ - কত্থক।
২. ঋত্বিকা মিশ্র - সারঙ্গী একক, ওম মিশ্র - তবলা।
৩. শায়েরী দত্ত - ভোকাল, দেবজ্যোতি বোস - তবলা।
4. অঙ্গীরা বন্দ্যোপাধ্যায় - ভায়োলিন, সুপ্রভাত ভট্টাচার্য - তবলা।
৫. ধ্রুপদী বন্দ্যোপাধ্যায় - ভোকাল, জ্যোতির্ময় চক্রবর্তী - তবলা।
৬. পার্থ মণ্ডল - সেতার, নবগত ভট্টাচার্য - তবলা।
৭. হর্ষিত সোনি - তবলা একক, গোরাচাঁদ ভৌমিক - হারমোনিয়াম।
৮. প্রফেসর বিশ্বম্ভর নাথ মিশ্র - পাখোয়াজ একক, পঙ্কজ মিশ্র - সারঙ্গী।

১৭ অগাস্ট - শুরু হবে সন্ধ্যে ৯টা থেকে। চলবে সারা রাত।
১. নয়নিকা সেনগুপ্ত - ভোকাল। গান গাইতে গাইতে তবলাও বাজাবেন।
২. রেশমা পণ্ডিত - তবলা একক, পারমিতা মুখোপাধ্যায় - হারমোনিয়াম।
৩. রাজেশ্বরী দাস - ভোকাল, রূপশ্রী ভট্টাচার্য - হারমোনিয়াম, সুমনা ঘোষ - তবলা।
৪. দেবস্মিতা ভট্টাচার্য - সারদ, রিম্পা - তবলা।

স্কলারশিপ সেরেমনিতে রয়েছেন -
১. সিঞ্জিনি কুলকার্নি - কত্থক, দীপমালা ভট্টাচার্য - তবলা, রূপশ্রী ভট্টাচার্য - হারমোনিয়াম।
২. ইন্দ্রাণী মুখোপাধ্যায় - ভোকাল, সঙ্গীতা অগ্নিহোত্রী - তবলা, পারমিতা মুখোপাধ্যায় - হারমোনিয়াম।
৩. মিতা নাগ - সেতার, অনুরাধা পাল - তবলা।

শুনে নিন সমর সাহার বক্তব্য...

কলকাতা : এর আগে 'সঙ্গীত পিয়াসী' আয়োজন করেছে সঙ্গীতের ৪১টি অনুষ্ঠান, যার মধ্যে ৫টি ছিল বেশ বড় মাপের। চলেছিল ৩-৮ দিন। ৭৮ জন অনবদ্য প্রতিভাবান শিল্পীকে দিয়েছে বৃত্তি। ৩৬জনকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। এই পর্যন্ত ২৯জন সঙ্গীতজ্ঞকে সম্মান জ্ঞাপন করেছে 'সঙ্গীত পিয়াসী'। তারা মনে করে, শুধু সঙ্গীতজ্ঞরাই নন, সঙ্গীতের এই বিরাট কর্মযজ্ঞে সমান সম্মানের দাবিদার বাদ্যযন্ত্র কারিগর এবং শব্দযন্ত্র প্রদানকারীরা। তাই তাঁদেরও সম্মান জ্ঞাপন করেছে সঙ্গীত পিয়াসী। এই পর্যন্ত ৬জন অসামান্য বাদ্যযন্ত্র কারিগর এবং শব্দযন্ত্র প্রদানকারীকে সম্মান দিয়েছে তারা। যেসব সঙ্গীতশিল্পী নিত্যদিন অর্থনৈতিক অনটনের শিকার, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানুষকে সামনে এনেছে নতুন প্রতিভা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও আয়োজন করেছে সংগীত অনুষ্ঠানের।

বিগত ২৭ বছরের মতো এই বছরও, সঙ্গীত পিয়াসী আয়োজন করছে তাঁদের বহু প্রতীক্ষিত সঙ্গীত রজনীর। ১৬-১৭ অগাস্ট, এই দু'দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মৃতির উদ্দেশ্যে, যিনি ছিলেন 'সঙ্গীত পিয়াসী'-র একজন অবিচ্ছেদ্য অঙ্গ। অনুষ্ঠানটি আয়োজিত হবে দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে।

এই বছরের বৈশিষ্ট্য বা আকর্ষণ হল এই যে, এবার মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কেবল মহিলারাই। এর আগে এরকম কলকাতার কোনও মঞ্চে কিংবা ভারতের কোনও মঞ্চে ঘটেনি। সারা রাত ধরে চলবে অনুষ্ঠান। উদ্দেশ্য একটাই, অনুষ্ঠানের থেকে উপার্জিত অর্থ বৃত্তির খাতে খরচ করা।

অনুষ্ঠানের কর্মসূচী :

১৬ অগাস্ট - শুরু হবে সন্ধ্যে ৬টা থেকে
১. অঞ্জু ঘোষ - কত্থক।
২. ঋত্বিকা মিশ্র - সারঙ্গী একক, ওম মিশ্র - তবলা।
৩. শায়েরী দত্ত - ভোকাল, দেবজ্যোতি বোস - তবলা।
4. অঙ্গীরা বন্দ্যোপাধ্যায় - ভায়োলিন, সুপ্রভাত ভট্টাচার্য - তবলা।
৫. ধ্রুপদী বন্দ্যোপাধ্যায় - ভোকাল, জ্যোতির্ময় চক্রবর্তী - তবলা।
৬. পার্থ মণ্ডল - সেতার, নবগত ভট্টাচার্য - তবলা।
৭. হর্ষিত সোনি - তবলা একক, গোরাচাঁদ ভৌমিক - হারমোনিয়াম।
৮. প্রফেসর বিশ্বম্ভর নাথ মিশ্র - পাখোয়াজ একক, পঙ্কজ মিশ্র - সারঙ্গী।

১৭ অগাস্ট - শুরু হবে সন্ধ্যে ৯টা থেকে। চলবে সারা রাত।
১. নয়নিকা সেনগুপ্ত - ভোকাল। গান গাইতে গাইতে তবলাও বাজাবেন।
২. রেশমা পণ্ডিত - তবলা একক, পারমিতা মুখোপাধ্যায় - হারমোনিয়াম।
৩. রাজেশ্বরী দাস - ভোকাল, রূপশ্রী ভট্টাচার্য - হারমোনিয়াম, সুমনা ঘোষ - তবলা।
৪. দেবস্মিতা ভট্টাচার্য - সারদ, রিম্পা - তবলা।

স্কলারশিপ সেরেমনিতে রয়েছেন -
১. সিঞ্জিনি কুলকার্নি - কত্থক, দীপমালা ভট্টাচার্য - তবলা, রূপশ্রী ভট্টাচার্য - হারমোনিয়াম।
২. ইন্দ্রাণী মুখোপাধ্যায় - ভোকাল, সঙ্গীতা অগ্নিহোত্রী - তবলা, পারমিতা মুখোপাধ্যায় - হারমোনিয়াম।
৩. মিতা নাগ - সেতার, অনুরাধা পাল - তবলা।

শুনে নিন সমর সাহার বক্তব্য...
Intro:সঙ্গীত ও নৃত্যজগতে অবদানের জন্য প্রয়াত গুরু কৃষ্ণকুমার গাঙ্গুলি, অর্থাৎ নাটুবাবুর স্মৃতি উদ্দেশ্যে প্রত্যেক বছর 'সঙ্গীত পিয়াসি' আয়োজন করে একটি উৎসবের। বিগত ২৭ বছর ধরে আয়োজিত হচ্ছে এই সম্মানের অনুষ্ঠান। এবছরও তার ব্যতিক্রম নয়। আগামী ১৬-১৭ অগাস্ট রাতভর ক্লাসিকাল সঙ্গীতের মাধ্যমে পালিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান সংক্রান্ত একটি বৈঠকে উপস্থিত ছিল ETV ভারত সিতারা। কথা বললেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিখ্যাত তবলাবাদক সমর সাহা।


Body:এর আগে সঙ্গীত পিয়াসি আয়োজন করেছে সঙ্গীতের ৪১টি অনুষ্ঠান, যার মধ্যে ৫টি ছিল বেশ বড় মাপের। চলেছিল ৩-৮ দিন। ৭৮জন অনবদ্য প্রতিভাবান শিল্পীকে দিয়েছে বৃত্তি। ৩৬জনকে দিয়েছে সান্তনা পুরস্কার। এপর্যন্ত ২৯জন সঙ্গীতজ্ঞকে সম্মান জ্ঞাপন করেছে সঙ্গীত পিয়াসি। তারা মনে করে, শুধু সঙ্গীতজ্ঞরাই নন, সঙ্গীতের এই বিরাট কর্মযজ্ঞে সমান সম্মানের দাবিদার বাদ্যযন্ত্র কারিগর এবং শব্দযন্ত্র প্রদানকারীরা। তাই তাঁদেরও সম্মান জ্ঞাপন করেছে সঙ্গীত পিয়াসি। এপর্যন্ত ৬জন অসামান্য বাদ্যযন্ত্র কারিগর এবং শব্দযন্ত্র প্রদানকারীকে সম্মান দিয়েছে তারা। যেসব সঙ্গীত শিল্পী নিত্যদিন অর্থনৈতিক অনটনের শিকার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানুষকে চিনিয়ে দিয়েছ নতুন প্রতিভাকে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও আয়োজন করেছে সংগীত অনুষ্ঠানের।

বিগত ২৭ বছরের মতো এই বছরও, সঙ্গীত পিয়াসি আয়োজন করেছে তাদের বহু প্রতীক্ষিত সঙ্গীত রজনীর। ১৬-১৭ অগাস্ট, এই দু'দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মৃতির উদ্দেশ্যে, যিনি ছিলেন সঙ্গীত পিয়াসির একজন অবিচ্ছেদ্য অঙ্গ। অনুষ্ঠানটি আয়োজিত হবে দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে।

এবছরের বৈশিষ্ট্য বা আকর্ষণ, এবার মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কেবল মহিলারাই। এর আগে এরকমটা কলকাতার কোনও মঞ্চে কিংবা ভারতের কোনও মঞ্চে ঘটেনি। সারারাত ধরে চলবে অনুষ্ঠান। উদ্দেশ্য একটাই, অনুষ্ঠানের থেকে উপার্জিত অর্থ বৃত্তির খাতে খরচ করা।

অনুষ্ঠানের কর্মসূচী :

১৬ অগাস্ট - শুরু হবে সন্ধ্যে ৬টা থেকে
১. অঞ্জু ঘোষ - কত্থক।
২. ঋত্বিকা মিশ্রা - সারঙ্গী একক, ওম মিশ্রা - তবলা।
৩. শায়েরী দত্ত - ভোকাল, দেবজ্যোতি বোস - তবলা।
4. অঙ্গীরা বন্দ্যোপাধ্যায় - ভায়োলিন, সুপ্রভাত ভট্টাচার্য - তবলা।
৫. ধ্রুপদী বন্দ্যোপাধ্যায় - ভোকাল, জ্যোতির্ময় চক্রবর্তী - তবলা।
৬. পার্থ মণ্ডল - সিতার, নব গত ভট্টাচার্য - তবলা।
৭. হর্ষিত সোনি - তবলা একক, গোরাচাঁদ ভৌমিক - হারমোনিয়াম।
৮. প্রফেসর বিশ্বম্ভর নাথ মিশ্রা - পাখোয়াজ একক, পঙ্কজ মিশ্র সারঙ্গী।




Conclusion:১৭ অগাস্ট - শুরু হবে সন্ধ্যে ৯টা থেকে। চলবে সারা রাত। এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কেবলই মহিলা।
১. নয়নিকা সেনগুপ্ত ভোকাল। গান গাইতে গাইতে তবলাও বাজাবেন।
২. রেশমা পণ্ডিত - তবলা একক, পারমিতা মুখোপাধ্যায় - হারমোনিয়াম।
৩. রাজেশ্বরী দাস - ভোকাল, রূপশ্রী ভট্টাচার্য - হারমোনিয়াম, সুমনা ঘোষ - তবলা।
৪. দেবস্মিতা ভট্টাচার্য - সারদ, রিম্পা - তবলা।

স্কলার্শিপ সেরেমনিতে রয়েছেন
১. সিঞ্জিনি কুলকর্ণী - কত্থক, দীপমালা ভট্টাচার্য - তবলা, রূপশ্রী ভট্টাচার্য - হারমোনিয়াম।
২. ইন্দ্রাণী মুখোপাধ্যায় - ভোকাল, সঙ্গীতা অগ্নিহোত্রী - তবলা, পারমিতা মুখোপাধ্যায় - হারমোনিয়াম।
৩. মিতা নাগ - সেতার, অনুরাধা পাল - তবলা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.