ETV Bharat / sitara

রথের দিনে যাত্রা জগতের কী পরিস্থিতি ? খোঁজ নিল ETV ভারত সিতারা - Chitpur Yatra World

রথের দিনে যাত্রা দুনিয়ার কী হালচাল ? দেখে নেওয়া যাক...

Yatra world on Ratha Yatra
Yatra world on Ratha Yatra
author img

By

Published : Jun 23, 2020, 5:31 PM IST

কলকাতা : আজ রথযাত্রা । এই দিনটি যাত্রা জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ । কারণ, এইদিনেই তাঁদের এক বছরের খাতা খোলা হয় । বছরের পর বছর এই দিনেই নতুন দল গঠন হয়, নায়েকরা বায়না নিয়ে আসেন, অভিনেতা-অভিনেত্রীদের কাছে আসে নতুন প্রস্তাব, নতুন পোস্টার আসে সামনে । তবে কোরোনার কারণে এই বছরটা একেবারেই অন্যভাবে কাটছে যাত্রা জগতের । অগাস্টের 2 তারিখ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে কী লেখা যাত্রা দুনিয়ার ভবিষ্যতে ? নির্ধারিত হবে নতুন নিয়মাবলীও ।


"বেশকিছু পোস্টার বেরিয়েছে আজ ।" বললেন এই প্রজন্মের প্রতিশ্রুতিমান যাত্রানায়ক দেবপ্রতিম দাশগুপ্ত । তবে পরিস্থিতি খুব একটা স্বভাবিক হয়নি বলেও জানিয়েছেন তিনি । বললেন, "বেশ কয়েকজন বের করেছে পোস্টার । আবার কয়েকজন বের করেননি ।"

Yatra world on Ratha Yatra
অনেকদিন পর একসঙ্গে..

যাত্রা জগতের 'সুচিত্রা সেন' কাকলী চৌধুরি বেশ আশাবাদী কণ্ঠেই আমাদের বললেন, "আজ যাত্রা অ্যাকাডেমিতে আমাদের একটা ছোটো রিচুয়াল পালন হল । আমার মনে হয়, সবই যখন স্বাভাবিক হচ্ছে , যাত্রাও চলবে । আর যদি সব থেমে যায়, যাত্রাও থেমে যাবে । তাছাড়া, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, কোরোনাকে সঙ্গে নিয়েই মানুষ বাঁচতে শিখে গেছে । এতগুলো শিল্পী তো কারও দয়ার উপর চলতে পারে না । তাঁদের কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য । একটু দূরে দূরে মানুষ বসবে, হাত ধোয়া, হাত পরিষ্কার করা এখন অভ্যেস হয়ে গেছে । এগুলো জীবনের অঙ্গ হয়ে গেছে । এবছর আমফান আর কোরোনার ধাক্কায় যত সংখ্যার স্টেজ শো হত, তত হবে না, কিন্তু হবে । আমরা আশাবাদী ।"

অন্যদিকে যাত্রা নায়িকা জিনা আমাদের বললেন, "আজ আমরা কোনও পোস্টার বের করিনি । আমরা 15 অগাস্ট বের করব । অগাস্টের মিটিং হয়ে যাওয়ার পরে এটা হবে । এখনও পর্যন্ত যা বুঝতে পারছি, তাতে পজিটিভিটি আছে । আমরা আশার বাণী শুনতে পাচ্ছি । তবে কেন্দ্র থেকে যতক্ষণ না আমাদের গ্যাদারিংটা অ্যালাও করছে, ততক্ষণ কিছু হচ্ছে না । আশা করি অগাস্ট মাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।"

Yatra world on Ratha Yatra
যাত্রা অ্যাকাডেমিতে পুজো..

জিনা আমাদের জানান, যাত্রার ক্ষেত্রে কিছু নিয়মাবলী থাকবে । সেটা মেনেই হয়তো চলতে হবে যাত্রাশিল্পীদের । সেটা কী ধরনের নিয়ম শুনতে হবে তখনই । অনেক যাত্রাদল গঠন হয়েছে । আজ অনেক পোস্টারও দেওয়াও হয়েছে । সোশাল মিডিয়াতে প্রচার করেছেন তাঁরা । সবাই মোটামুটি প্রস্তুত ।


অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসবেন যাত্রাশিল্পীরা । তাঁদের আশা, তারপরেরই চূড়ান্ত প্রচার শুরু হবে । 2 অগাস্ট হবে সেই বৈঠক । আজ বাগবাজারে সামাজিক দূরত্ব বজায় রেখেই যাত্রা অ্যাকাডেমিতে হল পুজো । যাত্রার অনেক শিল্পী উপস্থিত ছিলেন সেখানে ।

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : আজ রথযাত্রা । এই দিনটি যাত্রা জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ । কারণ, এইদিনেই তাঁদের এক বছরের খাতা খোলা হয় । বছরের পর বছর এই দিনেই নতুন দল গঠন হয়, নায়েকরা বায়না নিয়ে আসেন, অভিনেতা-অভিনেত্রীদের কাছে আসে নতুন প্রস্তাব, নতুন পোস্টার আসে সামনে । তবে কোরোনার কারণে এই বছরটা একেবারেই অন্যভাবে কাটছে যাত্রা জগতের । অগাস্টের 2 তারিখ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে কী লেখা যাত্রা দুনিয়ার ভবিষ্যতে ? নির্ধারিত হবে নতুন নিয়মাবলীও ।


"বেশকিছু পোস্টার বেরিয়েছে আজ ।" বললেন এই প্রজন্মের প্রতিশ্রুতিমান যাত্রানায়ক দেবপ্রতিম দাশগুপ্ত । তবে পরিস্থিতি খুব একটা স্বভাবিক হয়নি বলেও জানিয়েছেন তিনি । বললেন, "বেশ কয়েকজন বের করেছে পোস্টার । আবার কয়েকজন বের করেননি ।"

Yatra world on Ratha Yatra
অনেকদিন পর একসঙ্গে..

যাত্রা জগতের 'সুচিত্রা সেন' কাকলী চৌধুরি বেশ আশাবাদী কণ্ঠেই আমাদের বললেন, "আজ যাত্রা অ্যাকাডেমিতে আমাদের একটা ছোটো রিচুয়াল পালন হল । আমার মনে হয়, সবই যখন স্বাভাবিক হচ্ছে , যাত্রাও চলবে । আর যদি সব থেমে যায়, যাত্রাও থেমে যাবে । তাছাড়া, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, কোরোনাকে সঙ্গে নিয়েই মানুষ বাঁচতে শিখে গেছে । এতগুলো শিল্পী তো কারও দয়ার উপর চলতে পারে না । তাঁদের কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য । একটু দূরে দূরে মানুষ বসবে, হাত ধোয়া, হাত পরিষ্কার করা এখন অভ্যেস হয়ে গেছে । এগুলো জীবনের অঙ্গ হয়ে গেছে । এবছর আমফান আর কোরোনার ধাক্কায় যত সংখ্যার স্টেজ শো হত, তত হবে না, কিন্তু হবে । আমরা আশাবাদী ।"

অন্যদিকে যাত্রা নায়িকা জিনা আমাদের বললেন, "আজ আমরা কোনও পোস্টার বের করিনি । আমরা 15 অগাস্ট বের করব । অগাস্টের মিটিং হয়ে যাওয়ার পরে এটা হবে । এখনও পর্যন্ত যা বুঝতে পারছি, তাতে পজিটিভিটি আছে । আমরা আশার বাণী শুনতে পাচ্ছি । তবে কেন্দ্র থেকে যতক্ষণ না আমাদের গ্যাদারিংটা অ্যালাও করছে, ততক্ষণ কিছু হচ্ছে না । আশা করি অগাস্ট মাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।"

Yatra world on Ratha Yatra
যাত্রা অ্যাকাডেমিতে পুজো..

জিনা আমাদের জানান, যাত্রার ক্ষেত্রে কিছু নিয়মাবলী থাকবে । সেটা মেনেই হয়তো চলতে হবে যাত্রাশিল্পীদের । সেটা কী ধরনের নিয়ম শুনতে হবে তখনই । অনেক যাত্রাদল গঠন হয়েছে । আজ অনেক পোস্টারও দেওয়াও হয়েছে । সোশাল মিডিয়াতে প্রচার করেছেন তাঁরা । সবাই মোটামুটি প্রস্তুত ।


অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসবেন যাত্রাশিল্পীরা । তাঁদের আশা, তারপরেরই চূড়ান্ত প্রচার শুরু হবে । 2 অগাস্ট হবে সেই বৈঠক । আজ বাগবাজারে সামাজিক দূরত্ব বজায় রেখেই যাত্রা অ্যাকাডেমিতে হল পুজো । যাত্রার অনেক শিল্পী উপস্থিত ছিলেন সেখানে ।

দেখে নিন ভিডিয়ো...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.