ETV Bharat / sitara

এবার মহালয়ার দুর্গা কে? পুরো স্টারকাস্ট চমকে দেবে ! - মিমি চক্রবর্তীর দুর্গা

এই বছরের মহালয়ার স্টারকাস্ট দেখে চোখ কপালে উঠবে । রয়েছে একাধিক চমক । পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায় ।

Mimi chakrabarty as durga
Mimi chakrabarty as durga
author img

By

Published : Aug 22, 2020, 2:48 PM IST

কলকাতা : ফের ছোটো পরদায় ফিরলেন একঝাঁক তারকা । কে নেই সেই তালিকায়। মিমি চক্রবর্তী, মধুমিতা সরকার, রাজেশ শর্মা, জিতু কমল । পরিচালিক আবার কমলেশ্বর মুখোপাধ্যায় । হচ্ছেটা কী ? কোনও ধারাবাহিকের কথা হচ্ছে কি ? একেবারেই না ।


আসলে এঁরা সকলে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য একত্রে এসেছেন । শোনা যাচ্ছে, একটি চ্যানেল এবছর মহালোয়াতে আনছে রাম-সীতার অকালবোধন । এবং সেখানেই মিলিত হয়েছেন এই তারকারা । প্রথমবারের জন্য মিমি ও রাজেশ শর্মাকে মাইথলজিক্যাল চরিত্রে দেখবে দর্শক । মিমিকে এই প্রথম দেখা যাবে মা দুর্গার চরিত্রে । অর্থাৎ, এবারের মহালয়ার দুর্গা তিনি । ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' সিরিয়ালের পর আর মেগাতে দেখা যায়নি মিমিকে ।

Mimi chakrabarty as durga
দুর্গা আর সীতা

রাবণ হচ্ছেন রাজেশ শর্মা । রাবণের রোল করতে পারছেন, তাই খুবই খুশি অভিনেতা । তিনিও অনেকদিন হল মেগা সিরিয়াল বা টেলিভিশনে মুখ দেখাননি । অন্যদিকে 'কুসুম দোলা' করার পর টেলিভিশনে দেখা যায়নি মধুমিতাকেও । তাঁর মন এখন বড়পরদার দিকে । 'লাভ আজ কাল পরশু' ছবিতে কাজও করে নিয়েছেন তিনি । কমলেশ্বরের অকালবোধনে মধুমিতাকে দেখা যাবে সীতার চরিত্রে । আর রাম হচ্ছেন জিতু কমল ।

Mimi chakrabarty as durga
রাম আর রাবণ
এখন জোরকদমে চলছে শুটিং । 17 সেপ্টেম্বর মহালয়ায় মিলবে মিমিরূপী দুর্গার দর্শন ।

কলকাতা : ফের ছোটো পরদায় ফিরলেন একঝাঁক তারকা । কে নেই সেই তালিকায়। মিমি চক্রবর্তী, মধুমিতা সরকার, রাজেশ শর্মা, জিতু কমল । পরিচালিক আবার কমলেশ্বর মুখোপাধ্যায় । হচ্ছেটা কী ? কোনও ধারাবাহিকের কথা হচ্ছে কি ? একেবারেই না ।


আসলে এঁরা সকলে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য একত্রে এসেছেন । শোনা যাচ্ছে, একটি চ্যানেল এবছর মহালোয়াতে আনছে রাম-সীতার অকালবোধন । এবং সেখানেই মিলিত হয়েছেন এই তারকারা । প্রথমবারের জন্য মিমি ও রাজেশ শর্মাকে মাইথলজিক্যাল চরিত্রে দেখবে দর্শক । মিমিকে এই প্রথম দেখা যাবে মা দুর্গার চরিত্রে । অর্থাৎ, এবারের মহালয়ার দুর্গা তিনি । ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' সিরিয়ালের পর আর মেগাতে দেখা যায়নি মিমিকে ।

Mimi chakrabarty as durga
দুর্গা আর সীতা

রাবণ হচ্ছেন রাজেশ শর্মা । রাবণের রোল করতে পারছেন, তাই খুবই খুশি অভিনেতা । তিনিও অনেকদিন হল মেগা সিরিয়াল বা টেলিভিশনে মুখ দেখাননি । অন্যদিকে 'কুসুম দোলা' করার পর টেলিভিশনে দেখা যায়নি মধুমিতাকেও । তাঁর মন এখন বড়পরদার দিকে । 'লাভ আজ কাল পরশু' ছবিতে কাজও করে নিয়েছেন তিনি । কমলেশ্বরের অকালবোধনে মধুমিতাকে দেখা যাবে সীতার চরিত্রে । আর রাম হচ্ছেন জিতু কমল ।

Mimi chakrabarty as durga
রাম আর রাবণ
এখন জোরকদমে চলছে শুটিং । 17 সেপ্টেম্বর মহালয়ায় মিলবে মিমিরূপী দুর্গার দর্শন ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.