ETV Bharat / sitara

'সতী'র পর ফের মেগা সিরিয়ালে ফিরছেন আরিয়ান - Aryan bhowmik in bangla serial

ফের মেগা সিরিয়ালে আরিয়ান ভৌমিক ।

বাংলা ধারাবাহিকে আরিয়ান ভৌমিক
বাংলা ধারাবাহিকে আরিয়ান ভৌমিক
author img

By

Published : Jun 22, 2020, 6:34 PM IST

কলকাতা : 'সতী' ধারাবাহিকে কাজ করেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক । লকডাউনের পর ফের শুটিং শুরু হয়েছে বাংলা বিনোদন জগতে । চিত্রনাট্য বদল, চরিত্রদের বদল, অনেককিছুই হচ্ছে । আর ফের ছোটো পরদায় ফিরলেন আরিয়ান । ধারাবাহিকের নাম 'তিতলি' । একেবারে নতুন মেগা সিরিয়াল । 'তিতলি'তে তাঁর চরিত্র নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অভিনেতা ।


লকডাউন হওয়ার আগেই 'তিতলি'র প্রোমো দেখাতে শুরু করেছিল চ্যানেল কর্তৃপক্ষ । এক মূক ও বধির মেয়ের স্বপ্ন ছোঁয়ার গল্প । যেখানে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে স্বপ্ন দেখে পাইলট হওয়ার । এমন এক অভিনব ধারাবাহিকে 'তিতলি' অর্থাৎ অভিনেত্রী মধুপ্রিয়ার বিপরীতে মেল লিড হিসেবে দেখা যাবে আরিয়ানকে । চরিত্রের নাম আর্য্য ।

অনেকদিন পর ধারাবাহিকে কামব্যাক করছেন আরিয়ান । আমাদের বললেন, "জীবন নিয়ে আমার মাথায় একটা প্ল্যান আছে । সেই প্ল্যান অনুযায়ী আমার মনে হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত । তার সঙ্গে স্টার জলসা ও সুশান্তদা, এই দুটো বিষয় খুব ভালো ক্লিক করে গেছে । আমি খুব কম্ফর্টেবল বোধ করছি । আর গল্পটাও খুব ভালো ।"

বাংলা ধারাবাহিকে আরিয়ান ভৌমিক
বাংলা ধারাবাহিকে আরিয়ান ভৌমিক

এখনও পর্যন্ত শুরু হয়নি আরিয়ানের শুটিং । খুব তবে খুব তাড়াতাড়ি হবে । 'তিতলি'তে তাঁর চরিত্র সম্পর্কে আরিয়ান বলেন, "কনভেনশনাল প্রফেশনের দিকে ছেলেটি যায় না । নিজের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যায় । সে সবসময় তার মনের কথা শোনে । সেই কাজটাই করতে চায় যেটা সে করতে ভালোবাসে । খুব ভালো মানুষ সে ।"

নতুন এই প্রোজেক্ট নিয়ে বেশ আশাবাদী আরিয়ান । শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার ।

কলকাতা : 'সতী' ধারাবাহিকে কাজ করেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক । লকডাউনের পর ফের শুটিং শুরু হয়েছে বাংলা বিনোদন জগতে । চিত্রনাট্য বদল, চরিত্রদের বদল, অনেককিছুই হচ্ছে । আর ফের ছোটো পরদায় ফিরলেন আরিয়ান । ধারাবাহিকের নাম 'তিতলি' । একেবারে নতুন মেগা সিরিয়াল । 'তিতলি'তে তাঁর চরিত্র নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অভিনেতা ।


লকডাউন হওয়ার আগেই 'তিতলি'র প্রোমো দেখাতে শুরু করেছিল চ্যানেল কর্তৃপক্ষ । এক মূক ও বধির মেয়ের স্বপ্ন ছোঁয়ার গল্প । যেখানে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে স্বপ্ন দেখে পাইলট হওয়ার । এমন এক অভিনব ধারাবাহিকে 'তিতলি' অর্থাৎ অভিনেত্রী মধুপ্রিয়ার বিপরীতে মেল লিড হিসেবে দেখা যাবে আরিয়ানকে । চরিত্রের নাম আর্য্য ।

অনেকদিন পর ধারাবাহিকে কামব্যাক করছেন আরিয়ান । আমাদের বললেন, "জীবন নিয়ে আমার মাথায় একটা প্ল্যান আছে । সেই প্ল্যান অনুযায়ী আমার মনে হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত । তার সঙ্গে স্টার জলসা ও সুশান্তদা, এই দুটো বিষয় খুব ভালো ক্লিক করে গেছে । আমি খুব কম্ফর্টেবল বোধ করছি । আর গল্পটাও খুব ভালো ।"

বাংলা ধারাবাহিকে আরিয়ান ভৌমিক
বাংলা ধারাবাহিকে আরিয়ান ভৌমিক

এখনও পর্যন্ত শুরু হয়নি আরিয়ানের শুটিং । খুব তবে খুব তাড়াতাড়ি হবে । 'তিতলি'তে তাঁর চরিত্র সম্পর্কে আরিয়ান বলেন, "কনভেনশনাল প্রফেশনের দিকে ছেলেটি যায় না । নিজের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যায় । সে সবসময় তার মনের কথা শোনে । সেই কাজটাই করতে চায় যেটা সে করতে ভালোবাসে । খুব ভালো মানুষ সে ।"

নতুন এই প্রোজেক্ট নিয়ে বেশ আশাবাদী আরিয়ান । শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.