কলকাতা, 15 নভেম্বর: করোনায় (Covid 19) আক্রান্ত নাট্যকার সুমন মুখোপাধ্যায় (Suman Mukhopadhyay) ৷ ফেসবুকে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷ আগামী 22 নভেম্বর যে নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল, তাঁর অসুস্থতার কারণে তা বাতিল করা হয়েছে বলে ঘোষণা করেছেন নাট্যকার ৷
নাটকের দল চেতনার 49তম জন্মদিনে নতুন নাটক 'নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী' মঞ্চস্থ করার কথা ছিল ৷ তবে সেটি বাতিল করে ওই দিন কুসুম কুসুম ও গিরগিটি মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন নাট্য পরিচালক ৷ রবিবার নিজের ফেসবুকের পাতায় সুমন মুখোপাধ্যায় লেখেন, "আমার কোভিড পজিটিভ । এমতাবস্তায়, আগামী 22শে নভেম্বর চেতনার 49তম জন্মদিনে আয়োজিত নতুন নাটক 'নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী'র অভিনয় আমরা বাতিল করতে বাধ্য হচ্ছি । আলোচনা এবং বই প্রকাশের অনুষ্ঠানও স্থগিত রইল । এই জরুরিকালীন অবস্থায় আমরা ঐদিন সন্ধ্যায় 'কুসুম কুসুম' এবং 'গিরগিটি' নাটকের অভিনয় করব ।"
আরও পড়ুন: Soumitra Chatterjee: টলিউডের অভিভাবকহীনতার এক বছর, গানে-নাটকে সৌমিত্র-স্মরণে পরিবার
এই দুটি নাটক দেখতে গেলে নতুন করে টিকিট কাটতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ ফেসবুকেই সুমন মুখোপাধ্যায় লিখেছেন, "'কুসুম কুসুম' এবং 'গিরগিটি' নাটকের টিকিট নতুন করে কাটতে হবে । লিঙ্ক দেওয়া হবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: Kangana Ranaut : মোদি-মোহাচ্ছন্নতাই কি পদ্মশ্রী পাওয়ার মাপকাঠি, প্রশ্ন তুললেন সুজন
যাঁরা 'নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী' নাটকটি দেখার জন্য ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন সুমন মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "থার্ড বেল থেকে রিফান্ড হবে ।" এই পরিস্থিতিতে সবার কাছে সহযোগিতা প্রার্থনা করে পরিচালক লিখেছেন, "আশা করি এই অপ্রত্যাশিত অবস্থার মধ্যে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন ।"