ETV Bharat / sitara

প্রকাশিত হতে চলেছে সুজয় প্রসাদের রবীন্দ্রসংগীতের অ্যালবাম - রবীন্দ্র সংগীত

অভিনয়ের পর এবার গানে ডেবিউ করছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রবিঠাকুরের জন্মবার্ষিকীতেই সামনে আসছে অ্যালবামটি।

সুজয় প্রসাদের রবীন্দ্র সংগীতের অ্যালবাম
author img

By

Published : Apr 26, 2019, 5:16 PM IST

কলকাতা : দক্ষ সঞ্চালক তিনি ছিলেনই। পাশাপাশি অভিনয়েও নিজের জাত বুঝিয়েছেন। 'বেলাশেষে', 'শাহজাহান রিজেন্সি', 'বিদায় ব্যোমকেশ', এমনকী এই মুহূর্তে 'ত্রিনয়নী' ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যাচ্ছে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে। নিজেকে ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট বলতেই বেশি পছন্দ করেন তিনি। এবার মুক্তি পেতে চলেছে তাঁর কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম। অ্যালবামটি মুক্তি পেতে পারে এবছরের ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতেই।

সুজয় প্রসাদের ডেবিউ অ্যালবামে থাকছে চারটি রবীন্দ্রসংগীত। রবীন্দ্রসংগীতকে নিজের মতো করে আবিষ্কার করতে চলেছেন তিনি। বলেছেন, এটি তাঁর "সিক্রেট প্যাশন"।

ETV Bharatকে সুজয় প্রসাদ বললেন, "ছোটোবেলায় প্রমিত সেনের কাছে রবীন্দ্রসংগীত শিখেছি। পরবর্তীকালে লিপিকা ঘোষের কাছে ট্রেনিং নিয়েছি। যদিও আমি নিজেকে ট্যাপ সিঙ্গারই মনে করি। অর্থাৎ, উন্নতমানের বাথরুম সিঙ্গার।"

গল্পের ছলে সুজয় আরও বললেন, " আমার বন্ধু পরিচালক সত্রাজিৎ সেন এই কাজে আমাকে খুব সাহায্য করেছে। মিউজ়িক অ্যারেঞ্জমেন্ট করেছেন ইন্দ্রজিৎ দে। ইন্দ্রজিৎ ইউরোপীয় মিউজ়িক যোগ করেছে আমার অ্যালবামের রবীন্দ্রসংগীতের সঙ্গে।"

৪টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সুজয় প্রসাদ। যেমন প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কত বারও ভেবেছিনু, যখন এসেছিলে এবং যে মানে না মানা। সুজয় বললেন, " আমার বাড়িতেই সংগীত চর্চার বাতাবরণ আছে। পরিবারের সূত্রেই আমার এই সংগীতচর্চার প্রতি আগ্রহ। যদিও আমার খুব নার্ভাস লাগছে। তবে এটা ভেবে ভালো লাগছে, যে আমার প্রয়াত বাবার মৃত্যুবার্ষিকী দিন গানগুলো রেকর্ড করেছি। এবং এই গানগুলি তাঁকেই উৎসর্গ করেছি, যিনি প্রত্যেক রবিবার আমাকে মিউজ়িক ক্লাসে যাওয়ার সময় সঙ্গ দিতেন।"


সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের এই অ্যালবামটি প্রকাশ করতে চলেছে মেজর সেভেন্থ। এর আগে উস্তাদ রশিদ খানের মতো সংগীত শিল্পীদের অ্যালবাম প্রকাশ করেছে মেজর সেভেন্থ। ২০১৯ সালের রবীন্দ্রজয়ন্তী অর্থাৎ আসন্ন ২৫শে বৈশাখে মুক্তি পেতে পারে এই অ্যালবাম।

কলকাতা : দক্ষ সঞ্চালক তিনি ছিলেনই। পাশাপাশি অভিনয়েও নিজের জাত বুঝিয়েছেন। 'বেলাশেষে', 'শাহজাহান রিজেন্সি', 'বিদায় ব্যোমকেশ', এমনকী এই মুহূর্তে 'ত্রিনয়নী' ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যাচ্ছে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে। নিজেকে ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট বলতেই বেশি পছন্দ করেন তিনি। এবার মুক্তি পেতে চলেছে তাঁর কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম। অ্যালবামটি মুক্তি পেতে পারে এবছরের ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতেই।

সুজয় প্রসাদের ডেবিউ অ্যালবামে থাকছে চারটি রবীন্দ্রসংগীত। রবীন্দ্রসংগীতকে নিজের মতো করে আবিষ্কার করতে চলেছেন তিনি। বলেছেন, এটি তাঁর "সিক্রেট প্যাশন"।

ETV Bharatকে সুজয় প্রসাদ বললেন, "ছোটোবেলায় প্রমিত সেনের কাছে রবীন্দ্রসংগীত শিখেছি। পরবর্তীকালে লিপিকা ঘোষের কাছে ট্রেনিং নিয়েছি। যদিও আমি নিজেকে ট্যাপ সিঙ্গারই মনে করি। অর্থাৎ, উন্নতমানের বাথরুম সিঙ্গার।"

গল্পের ছলে সুজয় আরও বললেন, " আমার বন্ধু পরিচালক সত্রাজিৎ সেন এই কাজে আমাকে খুব সাহায্য করেছে। মিউজ়িক অ্যারেঞ্জমেন্ট করেছেন ইন্দ্রজিৎ দে। ইন্দ্রজিৎ ইউরোপীয় মিউজ়িক যোগ করেছে আমার অ্যালবামের রবীন্দ্রসংগীতের সঙ্গে।"

৪টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সুজয় প্রসাদ। যেমন প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কত বারও ভেবেছিনু, যখন এসেছিলে এবং যে মানে না মানা। সুজয় বললেন, " আমার বাড়িতেই সংগীত চর্চার বাতাবরণ আছে। পরিবারের সূত্রেই আমার এই সংগীতচর্চার প্রতি আগ্রহ। যদিও আমার খুব নার্ভাস লাগছে। তবে এটা ভেবে ভালো লাগছে, যে আমার প্রয়াত বাবার মৃত্যুবার্ষিকী দিন গানগুলো রেকর্ড করেছি। এবং এই গানগুলি তাঁকেই উৎসর্গ করেছি, যিনি প্রত্যেক রবিবার আমাকে মিউজ়িক ক্লাসে যাওয়ার সময় সঙ্গ দিতেন।"


সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের এই অ্যালবামটি প্রকাশ করতে চলেছে মেজর সেভেন্থ। এর আগে উস্তাদ রশিদ খানের মতো সংগীত শিল্পীদের অ্যালবাম প্রকাশ করেছে মেজর সেভেন্থ। ২০১৯ সালের রবীন্দ্রজয়ন্তী অর্থাৎ আসন্ন ২৫শে বৈশাখে মুক্তি পেতে পারে এই অ্যালবাম।

Intro:দক্ষ সঞ্ছালক তিনি ছিলেনই। পাশাপাশি অভিনয়টাও মন্দ করেন না। শাহজাহান রিজেন্সি, বিদায় ব্যোমকেশ, এমনকী এই মুহূর্তে ত্রিনয়নী ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যাচ্ছে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে। নিজেকে ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট বলতেই বেশি পছন্দ করেন সুজয় প্রসাদ। এবার মুক্তি পেতে চলেছে তাঁর কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম। অ্যালবামটি মুক্তি পেতে পারে এবছরের ২৫শে বৈশাখেই।


Body:সুজয় প্রসাদের ডেবিউ অ্যালবামে থাকছে চারটি রবীন্দ্র সংগীত। রবীন্দ্র সংগীতকে নিজের মতো করে আবিষ্কার করতে চলেছেন তিনি। বলেছেন, এটি তাঁর "সিক্রেট প্যাশন"।

ETV Bharatকে সুজয় প্রসাদ বললেন, "ছোটোবেলায় প্রমিত সেনের কাছে রবীন্দ্রসংগীত শিখেছি। পরবর্তীকালে লিপিকা ঘোষের কাছে ট্রেনিং নিয়েছি। যদিও আমি নিজেকে ট্যাপ সিঙ্গারই মনে করি। অর্থাৎ, উন্নতমানের বাথরুম সিঙ্গার।"

গল্পের ছলে সুজয় আরও বললেন, " আমার বন্ধু পরিচালক সত্রাজিৎ সেন এই কাজে আমাকে খুব সাহায্য করেছে। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন ইন্দ্রজিৎ দে। ইন্দ্রজিৎ ইউরোপীয় মিউজিক যোগ করেছে আমার অ্যালবামের রবীন্দ্র সংগীতের সঙ্গে।"

৪টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সুজয় প্রসাদ। যেমন প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কত বারও ভেবেছিনু, যখন এসেছিলে এবং যে মানে না মানা। সুজয় বললেন, " আমার বাড়িতেই সংগীত চর্চার বাতাবরণ আছে। পরিবারের সূত্রেই আমার এই সংগীতচর্চার প্রতি আগ্রহ। যদিও আমার খুব নার্ভাস লাগছে। তবে এটা ভেবে ভালো লাগছে, যে আমার প্রয়াত বাবার মৃত্যুবার্ষিকী দিন গানগুলো রেকর্ড করেছি। এবং এই গানগুলি তাঁকেই উৎসর্গ করেছি, যিনি প্রত্যেক রবিবার আমাকে মিউজিক ক্লাসে যাওয়ার সময় সঙ্গ দিতেন।"


Conclusion:সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের এই অ্যালবামটি প্রকাশ করতে চলেছে মেজর সেভেন্থ। এর আগে উস্তাদ রশিদ খানের মতো সংগীত শিল্পীদের অ্যালবাম প্রকাশ করেছে মেজর সেভেন্থ। ২০১৯ সালের রবীন্দ্রজয়ন্তী অর্থাৎ আসন্ন ২৫শে বৈশাখে মুক্তি পেতে পারে এই অ্যালবাম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.