ETV Bharat / sitara

অক্ষয়ের শো'তে নিজের গল্প বলবে বিশেষভাবে সক্ষম জেবিন - show

হাত অকেজ হয়ে গেলেও কোনও অলৌকিক কিছুর অপেক্ষা না করে লড়াই করে গেছে জেবিন কৌসর । 19 বছরের এই মেয়ে নিজের পা দিয়ে লেখা ও আঁকার ক্ষমতা আয়ত্ত করেছে । অক্ষয় কুমারের শো'তে নিজের গল্প বলবে সে ।

জেবিন
author img

By

Published : Jul 29, 2019, 8:01 PM IST

অসম : দৃঢ়তার অপর নাম জেবিন কৌসর । 19 বছর বয়সি জেবিনের বাড়ি অসমের হোজাই জেলার মুরাঝারে । সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করেছে সে । লড়াই করে নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছে । অক্ষয় কুমারের শো 'শর্ট স্টোরিজ় অফ এ নিউ ইন্ডিয়া উইথ অক্ষয় কুমার'-এ নিজের জীবনের গল্প শোনাবে জেবিন ।

বলিউডের খিলাড়ী অক্ষয় কুমারের নজর এড়ায়নি তাঁর এই সাহস ও জেদ । জেবিন বিশেষভাবে সক্ষম । হাত ব্য়বহারের ক্ষমতা হারিয়েছে অনেকদিন । তবে থেমে থাকেনি সে । লড়াই চালিয়ে গেছে প্রতি মুহূর্তে । সে কোনও অলৌকিক কিছুর অপেক্ষা না করে নিজের পা দিয়ে লেখা ও আঁকার ক্ষমতাকে আয়ত্ত করেছে ।

2017 সাল জেবিন ও তার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 10-এ পা দিয়ে লিখে পরীক্ষা দেয় সে । ভালো ফল করায় লোকাল চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয় জেবিন । বলিউড অভিনেতা অক্ষয়ও নজর করে তাকে ।

একটি সংবাদমাধ্যমকে জেবিন বলে, "অক্ষয় স্যরের সঙ্গে দেখা করে আমি খুব খুশি । তিনি একজন দুর্দান্ত হোস্ট ছিলেন । আমরা তাঁর বাড়িতে দু'দিন ছিলাম । তিনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন আমার স্বপ্নপূরণের জন্য । আমার স্বপ্ন আমি একজন IPS অফিসার হই । আমি আমার লক্ষ্যের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ।"

জেবিন বর্তমানে হোজাইতে মারিয়াম আজমাল উইমেনস্ কলেজে হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারের ছাত্রী ।

জীবনের অনুপ্রেরণা কোথা থেকে পায় সে ? সে বলে, "আমার বাবা । তিনি আমাকে কখনও বোঝা মনে করেননি । আমাকে নিয়ে লজ্জাও পাননি । আমাকে সবসময় সাহস জুগিয়ে গেছেন । আমার বাবা আমার কাছে অনুপ্রেরণা, আমার হিরো । তিনি আমাকে নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছেন ।"

অসম : দৃঢ়তার অপর নাম জেবিন কৌসর । 19 বছর বয়সি জেবিনের বাড়ি অসমের হোজাই জেলার মুরাঝারে । সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করেছে সে । লড়াই করে নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছে । অক্ষয় কুমারের শো 'শর্ট স্টোরিজ় অফ এ নিউ ইন্ডিয়া উইথ অক্ষয় কুমার'-এ নিজের জীবনের গল্প শোনাবে জেবিন ।

বলিউডের খিলাড়ী অক্ষয় কুমারের নজর এড়ায়নি তাঁর এই সাহস ও জেদ । জেবিন বিশেষভাবে সক্ষম । হাত ব্য়বহারের ক্ষমতা হারিয়েছে অনেকদিন । তবে থেমে থাকেনি সে । লড়াই চালিয়ে গেছে প্রতি মুহূর্তে । সে কোনও অলৌকিক কিছুর অপেক্ষা না করে নিজের পা দিয়ে লেখা ও আঁকার ক্ষমতাকে আয়ত্ত করেছে ।

2017 সাল জেবিন ও তার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 10-এ পা দিয়ে লিখে পরীক্ষা দেয় সে । ভালো ফল করায় লোকাল চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয় জেবিন । বলিউড অভিনেতা অক্ষয়ও নজর করে তাকে ।

একটি সংবাদমাধ্যমকে জেবিন বলে, "অক্ষয় স্যরের সঙ্গে দেখা করে আমি খুব খুশি । তিনি একজন দুর্দান্ত হোস্ট ছিলেন । আমরা তাঁর বাড়িতে দু'দিন ছিলাম । তিনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন আমার স্বপ্নপূরণের জন্য । আমার স্বপ্ন আমি একজন IPS অফিসার হই । আমি আমার লক্ষ্যের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ।"

জেবিন বর্তমানে হোজাইতে মারিয়াম আজমাল উইমেনস্ কলেজে হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারের ছাত্রী ।

জীবনের অনুপ্রেরণা কোথা থেকে পায় সে ? সে বলে, "আমার বাবা । তিনি আমাকে কখনও বোঝা মনে করেননি । আমাকে নিয়ে লজ্জাও পাননি । আমাকে সবসময় সাহস জুগিয়ে গেছেন । আমার বাবা আমার কাছে অনুপ্রেরণা, আমার হিরো । তিনি আমাকে নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছেন ।"

Intro:Body:

assam


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.