ETV Bharat / sitara

Sonali Chowdhury : এবারের পুজোর অনুভূতিটাই অন্যরকম, বললেন সোনালী চৌধুরী

মা হওয়ার পর এবছরই অভিনেত্রী সোনালী চৌধুরীর (Sonali Chowdhury) প্রথম পুজো ৷ তাই স্বাভাবিক ভাবেই এবছর খুব স্পেশাল পুজো কাটাতে চলেছেন অভিনেত্রী ৷ ছেলে রিয়ানের জন্য ইতিমধ্যেই মন ভরে করেছেন শপিং ৷

Sonali Chowdhury, Durga Pujo
Sonali Chowdhury, Durga Pujo
author img

By

Published : Oct 9, 2021, 1:28 PM IST

কলকাতা, 9 অক্টোবর : ছেলে রিয়ানকে কোলে নিয়ে এবার ঠাকুর দেখবেন অভিনেত্রী সোনালী চৌধুরী (Sonali Chowdhury) । তবে প্যাণ্ডেল হপিং নয়, পাড়ার ঠাকুরই দেখাবেন একরত্তিকে । রিয়ানবাবুর জন্য সোনালী কিনেছেন ধুতি-পাঞ্জাবি ।

খুব বেশি দিন হয়নি, মা হয়েছেন সোনালী । নারী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির সঙ্গে তাঁর প্রথম পুজো এবার । তাই সুপার এক্সাইটেড অভিনেত্রী । বললেন, "এবারের পুজোর অনুভূতিটাই অন্যরকম । বিয়ের পর থেকেই ভাবতাম, এরকম একটা পুজো আমার জীবনেও আসবে যখন আমি নিজের সন্তানকে নিয়ে পুজো দেখব । শুধু বিয়ের পর কেন, আগেও ভাবতাম । আমিও একদিন মা হব । অন্যদের মতো আমিও নিজের ছানাকে কোলে নিয়ে ঠাকুর দেখব । এবার সেই বহু প্রতীক্ষিত দিন এসেছে ৷ ওকে ধুতি-পাঞ্জাবি পরিয়ে পাড়ার ঠাকুর দেখাতে নিয়ে যাব । প্যান্ডেল হপিংয়ের প্রশ্নই আসে না ।"

এই পুজোতে ছেলের জন্য কী কী কিনলেন সোনালী ? বলেন, "আজ অবধি ন'টা জামা হয়েছে ওর । পুজোর পরে জানতে চাইলে আরও ক'টা হয়ে যাবে জানি না । এবার ওর জন্য একটা আলমারি কিনতেই হবে । তার উপরে আবার শীত আসছে । তখনও সবাই দেবে শীতের জামাকাপড় । তাই আমার আলমারিতে ওর জামাকাপড়ের জায়গা হবে না ।"

ছেলের জন্য ডিজাইনার ধুতি-পাঞ্জাবি বানাতে দিয়েছেন সোনালী । তাছাড়াও শপিং মল থেকে কিনেছেন আরও একটি ধুতি-পাঞ্জাবি । এনেছেন ফুলপ্যান্ট আর টি-শার্ট । সোনালী বলেন, "শপিং করতে গিয়ে 6 মাসের মেয়েদের পোশাক দেখে আমার চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল । এক লহমায় ভেবে ফেলেছিলাম, আমার যদি মেয়ে হত তাহলে কত ড্রেসের অপশন থাকত । নানারকম পরাতে পারতাম । আর ছেলেদের ওই একই জামা-প্যন্ট, নয়তো পাজামা-পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি ৷ একটা ঘাঘরা এত পছন্দ হয়েছে যে, আমাদের পাশের বাড়ির একটা পুচকিকে সেটা উপহার দিয়েছি । ও আমার ছেলের থেকে একটু বড় ।"

এই পুজোয় এনগেজমেন্ট কেমন রয়েছে ? অভিনেত্রী বলেন, "পুজো পরিক্রমায় বেরিয়ে প্রাইজ দেওয়ার কিছু ইভেন্ট আছে । কয়েকটা বিজ্ঞাপনের কাজও করলাম । কয়েকটা পুজো ওপেনিংয়ে যাব । ষষ্ঠী থেকে পরিবারের সঙ্গেই সময় কাটাব ৷ আর এবার 13 অক্টোবর অষ্টমী পড়েছে । আমি যেদিন জন্মেছিলাম সেদিন নবমী ছিল । তাই মা নবমীতেই পায়েস রাঁধেন । বাড়িতেই রান্নাবান্না হবে । আমার বাড়ির সবাই খুব ভাল রান্না করে । নবমীতে পোলাও, পাঁঠার মাংস, চাটনি, পাঁপড় ৷ জমিয়ে খাওয়াদাওয়া হবে ওই দিন । অষ্টমীতে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় । ওইদিন বন্ধুদের সঙ্গে আড্ডা হবে ।"

সোনালীদের বেহালার বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হয় । সোনালী এদিন সাজেন একেবারে লক্ষ্মীসাজে । এবারের লক্ষ্মীপুজোও অভিনেত্রীর কাছে খুব স্পেশাল । বলেন, "এবার ছেলেকে কোলে নিয়ে আমি মায়ের কাছে প্রার্থনা করব । তাই এবারের লক্ষ্মীপুজোটাও আমার কাছে দারুণ স্পেশাল ।"

আরও পড়ুন : Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

কলকাতা, 9 অক্টোবর : ছেলে রিয়ানকে কোলে নিয়ে এবার ঠাকুর দেখবেন অভিনেত্রী সোনালী চৌধুরী (Sonali Chowdhury) । তবে প্যাণ্ডেল হপিং নয়, পাড়ার ঠাকুরই দেখাবেন একরত্তিকে । রিয়ানবাবুর জন্য সোনালী কিনেছেন ধুতি-পাঞ্জাবি ।

খুব বেশি দিন হয়নি, মা হয়েছেন সোনালী । নারী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির সঙ্গে তাঁর প্রথম পুজো এবার । তাই সুপার এক্সাইটেড অভিনেত্রী । বললেন, "এবারের পুজোর অনুভূতিটাই অন্যরকম । বিয়ের পর থেকেই ভাবতাম, এরকম একটা পুজো আমার জীবনেও আসবে যখন আমি নিজের সন্তানকে নিয়ে পুজো দেখব । শুধু বিয়ের পর কেন, আগেও ভাবতাম । আমিও একদিন মা হব । অন্যদের মতো আমিও নিজের ছানাকে কোলে নিয়ে ঠাকুর দেখব । এবার সেই বহু প্রতীক্ষিত দিন এসেছে ৷ ওকে ধুতি-পাঞ্জাবি পরিয়ে পাড়ার ঠাকুর দেখাতে নিয়ে যাব । প্যান্ডেল হপিংয়ের প্রশ্নই আসে না ।"

এই পুজোতে ছেলের জন্য কী কী কিনলেন সোনালী ? বলেন, "আজ অবধি ন'টা জামা হয়েছে ওর । পুজোর পরে জানতে চাইলে আরও ক'টা হয়ে যাবে জানি না । এবার ওর জন্য একটা আলমারি কিনতেই হবে । তার উপরে আবার শীত আসছে । তখনও সবাই দেবে শীতের জামাকাপড় । তাই আমার আলমারিতে ওর জামাকাপড়ের জায়গা হবে না ।"

ছেলের জন্য ডিজাইনার ধুতি-পাঞ্জাবি বানাতে দিয়েছেন সোনালী । তাছাড়াও শপিং মল থেকে কিনেছেন আরও একটি ধুতি-পাঞ্জাবি । এনেছেন ফুলপ্যান্ট আর টি-শার্ট । সোনালী বলেন, "শপিং করতে গিয়ে 6 মাসের মেয়েদের পোশাক দেখে আমার চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল । এক লহমায় ভেবে ফেলেছিলাম, আমার যদি মেয়ে হত তাহলে কত ড্রেসের অপশন থাকত । নানারকম পরাতে পারতাম । আর ছেলেদের ওই একই জামা-প্যন্ট, নয়তো পাজামা-পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি ৷ একটা ঘাঘরা এত পছন্দ হয়েছে যে, আমাদের পাশের বাড়ির একটা পুচকিকে সেটা উপহার দিয়েছি । ও আমার ছেলের থেকে একটু বড় ।"

এই পুজোয় এনগেজমেন্ট কেমন রয়েছে ? অভিনেত্রী বলেন, "পুজো পরিক্রমায় বেরিয়ে প্রাইজ দেওয়ার কিছু ইভেন্ট আছে । কয়েকটা বিজ্ঞাপনের কাজও করলাম । কয়েকটা পুজো ওপেনিংয়ে যাব । ষষ্ঠী থেকে পরিবারের সঙ্গেই সময় কাটাব ৷ আর এবার 13 অক্টোবর অষ্টমী পড়েছে । আমি যেদিন জন্মেছিলাম সেদিন নবমী ছিল । তাই মা নবমীতেই পায়েস রাঁধেন । বাড়িতেই রান্নাবান্না হবে । আমার বাড়ির সবাই খুব ভাল রান্না করে । নবমীতে পোলাও, পাঁঠার মাংস, চাটনি, পাঁপড় ৷ জমিয়ে খাওয়াদাওয়া হবে ওই দিন । অষ্টমীতে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় । ওইদিন বন্ধুদের সঙ্গে আড্ডা হবে ।"

সোনালীদের বেহালার বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হয় । সোনালী এদিন সাজেন একেবারে লক্ষ্মীসাজে । এবারের লক্ষ্মীপুজোও অভিনেত্রীর কাছে খুব স্পেশাল । বলেন, "এবার ছেলেকে কোলে নিয়ে আমি মায়ের কাছে প্রার্থনা করব । তাই এবারের লক্ষ্মীপুজোটাও আমার কাছে দারুণ স্পেশাল ।"

আরও পড়ুন : Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.