ETV Bharat / sitara

Shooting may Stop: ফের বন্ধ হতে পারে ধারাবাহিকের শুটিং, গুঞ্জন টলিপাড়ায় - শুটিং বন্ধ

দুর্গাপুজোর (Durga Puja) মুখে ফের শঙ্কা টলিপাড়ায় (Tollygunge) ৷ ধারাবাহিকগুলির শ্যুটিং ফের বন্ধ (Shooting may Stop) হয়ে যেতে পারে বলে জল্পনা শুরু হয়েছে ৷

shooting of mega serials may stop again in Tollygunge
ফের বন্ধ হতে পারে ধারাবাহিকের শুটিং, গুঞ্জন টলিপাড়ায়
author img

By

Published : Sep 23, 2021, 2:33 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: সামনেই দুর্গাপুজো (Durga Puja)। তাই ধারাবাহিকগুলির ব্যাঙ্কিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ফলে বেশ চাপের মধ্যেই অভিনেতা থেকে শুরু করে কলাকুশীরা । এর মাঝেই টলিপাড়ায় ভাসছে ফের শুটিং বন্ধ (Shooting may Stop) হওয়ার গুঞ্জন ।

আবারও টলিপাড়ায় (Tollygunge) গুঞ্জন, শুটিং ফের বন্ধ হতে পারে । প্রকাশ্যে এসেছে ফেডারেশন-প্রযোজকদের দ্বন্দ্ব । পারিশ্রমিক বৃদ্ধি-সহ আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে শুরু হয়েছে মতোবিরোধ । দুই সংগঠনের মধ্যে ফের দ্বন্দ্ব শুরু হয়েছে ।

জানা গিয়েছে, এর অতিসত্বর সমাধান পেতে আগামী শনিবার অন্তর্বতী বৈঠকে বসতে চলেছে ফেডারেশন । বৈঠক যদি সফল হয় তবেই কাজ চলবে, না-হলে অনির্দিষ্টকালের জন্য ধারাবাহিকের কাজ বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে । তবে এই বিষয়ে এখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ ফেডারেশন ।

আরও পড়ুন: Manosi Sengupta : দুর্গারূপে মিমের শিকার হব ভাবিনি, অসন্তুষ্ট মদনের মিউজিক ভিডিয়োর 'দুর্গা'

সূত্রের খবর, একটি ধারাবাহিকের পারিশ্রমিক সময়মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে না-ঢোকার কারণে সাময়িকভাবে বন্ধও ছিল শুটিংয়ের কাজ । অন্যদিকে, গত লকডাউনের সময় যখন শুট ফ্রম হোম-এর দৌলতে চলছিল সম্প্রচার, তখন কাজ বন্ধ থাকা সত্ত্বেও প্রযোজকদের থেকে টাকা পেয়েছিলেন কলাকুশলীরা । কিন্তু প্রযোজকদের সেই টাকা ফেরত দেওয়ার জন্য টেকনিশিয়ানদের নির্দেশ দিয়েছিল ফেডারেশন । 'নো ওয়ার্ক নো পে' নির্দেশ ছিল ফেডারেশনের । সেই দাবি মেনে নিয়ে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, প্রতি মাসে নির্দিষ্ট অর্থ কেটে নেওয়া হবে কলাকুশলীদের কাছ থেকে । আর তা বাস্তব রূপ পেতেই বদলে গেল পরিস্থিতি । এর জেরে সাময়িকভাবে থমকে গিয়েছিল 'টেন্ট' প্রযোজিত ‘তিতলি’ ধারাবাহিকের শুটিং । পরে অবশ্য শুরু হয় লাগাতার কাজ ।

আরও পড়ুন : Alpo Holeo Sotti: ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'

পরিচালক অয়ন সেনগুপ্ত জানিয়েছেন, 25 তারিখ একটা বৈঠক আছে ফেডারেশনের । 'MOU' নিয়ে জটিলতা তো চলছে বেশ কিছুদিন ধরেই । প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের বৈঠক হয়েছে বারবার । তাতেও সমাধান হয়নি কিছুই । তাই 25 তারিখের বৈঠকে হয়তো আবার কাজ বন্ধের হুমকি আসতে পারে । তবে কাজ বন্ধটা টেকনিশিয়ানরা ভালোভাবে নিচ্ছেন না ।

আরও পড়ুন : Jaalbandi: বড় পর্দায় আসছে সমরেশ মজুমদারের জালবন্দী, জুটি প্রিন্স-দর্শনা

এই মুহূর্তে যে গুঞ্জন টলিপাড়ার আনাচে কানাচে, তা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার ।

কলকাতা, 23 সেপ্টেম্বর: সামনেই দুর্গাপুজো (Durga Puja)। তাই ধারাবাহিকগুলির ব্যাঙ্কিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ফলে বেশ চাপের মধ্যেই অভিনেতা থেকে শুরু করে কলাকুশীরা । এর মাঝেই টলিপাড়ায় ভাসছে ফের শুটিং বন্ধ (Shooting may Stop) হওয়ার গুঞ্জন ।

আবারও টলিপাড়ায় (Tollygunge) গুঞ্জন, শুটিং ফের বন্ধ হতে পারে । প্রকাশ্যে এসেছে ফেডারেশন-প্রযোজকদের দ্বন্দ্ব । পারিশ্রমিক বৃদ্ধি-সহ আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে শুরু হয়েছে মতোবিরোধ । দুই সংগঠনের মধ্যে ফের দ্বন্দ্ব শুরু হয়েছে ।

জানা গিয়েছে, এর অতিসত্বর সমাধান পেতে আগামী শনিবার অন্তর্বতী বৈঠকে বসতে চলেছে ফেডারেশন । বৈঠক যদি সফল হয় তবেই কাজ চলবে, না-হলে অনির্দিষ্টকালের জন্য ধারাবাহিকের কাজ বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে । তবে এই বিষয়ে এখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ ফেডারেশন ।

আরও পড়ুন: Manosi Sengupta : দুর্গারূপে মিমের শিকার হব ভাবিনি, অসন্তুষ্ট মদনের মিউজিক ভিডিয়োর 'দুর্গা'

সূত্রের খবর, একটি ধারাবাহিকের পারিশ্রমিক সময়মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে না-ঢোকার কারণে সাময়িকভাবে বন্ধও ছিল শুটিংয়ের কাজ । অন্যদিকে, গত লকডাউনের সময় যখন শুট ফ্রম হোম-এর দৌলতে চলছিল সম্প্রচার, তখন কাজ বন্ধ থাকা সত্ত্বেও প্রযোজকদের থেকে টাকা পেয়েছিলেন কলাকুশলীরা । কিন্তু প্রযোজকদের সেই টাকা ফেরত দেওয়ার জন্য টেকনিশিয়ানদের নির্দেশ দিয়েছিল ফেডারেশন । 'নো ওয়ার্ক নো পে' নির্দেশ ছিল ফেডারেশনের । সেই দাবি মেনে নিয়ে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, প্রতি মাসে নির্দিষ্ট অর্থ কেটে নেওয়া হবে কলাকুশলীদের কাছ থেকে । আর তা বাস্তব রূপ পেতেই বদলে গেল পরিস্থিতি । এর জেরে সাময়িকভাবে থমকে গিয়েছিল 'টেন্ট' প্রযোজিত ‘তিতলি’ ধারাবাহিকের শুটিং । পরে অবশ্য শুরু হয় লাগাতার কাজ ।

আরও পড়ুন : Alpo Holeo Sotti: ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'

পরিচালক অয়ন সেনগুপ্ত জানিয়েছেন, 25 তারিখ একটা বৈঠক আছে ফেডারেশনের । 'MOU' নিয়ে জটিলতা তো চলছে বেশ কিছুদিন ধরেই । প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের বৈঠক হয়েছে বারবার । তাতেও সমাধান হয়নি কিছুই । তাই 25 তারিখের বৈঠকে হয়তো আবার কাজ বন্ধের হুমকি আসতে পারে । তবে কাজ বন্ধটা টেকনিশিয়ানরা ভালোভাবে নিচ্ছেন না ।

আরও পড়ুন : Jaalbandi: বড় পর্দায় আসছে সমরেশ মজুমদারের জালবন্দী, জুটি প্রিন্স-দর্শনা

এই মুহূর্তে যে গুঞ্জন টলিপাড়ার আনাচে কানাচে, তা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.