ETV Bharat / sitara

বাড়ি ফিরতে চলেছে শ্যামা ও নিখিল - nikhil

শ্যামা গায়িকা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত । শ্রোতারা তার গানে মুগ্ধ । তবে নিখিল, শ্যামা কি পারবে বাড়ি ফিরতে ?

কৃষ্ণকলি
author img

By

Published : Jun 30, 2019, 1:42 PM IST

Updated : Jul 2, 2019, 10:16 AM IST

কলকাতা : 'কৃষ্ণকলি' ধারাবাহিকে এর আগে দর্শকরা দেখেছিলেন শ্যামা ও নিখিলকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল । একদিকে বসন্ত চৌধুরি ও নিখিল চেষ্টা করছিল শ্যামাকে গায়িকা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করার। অন্যদিকে পরিবারের বাকি সদস্যরা শ্যামাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে যাচ্ছিল । অবশেষে তারা তাদের চেষ্টায় সফল হয় ।

শ্যামা আজ গায়িকা হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে । শ্রোতারা তার গান শুনে মুগ্ধ । নিখিল ও শ্যামা কি বাড়ি ফিরতে পারবে ? তাদের জীবনে অপেক্ষা করে রয়েছে আরও নতুন চমক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সব জানতে ETV ভারত সিতারা পৌঁছল ধারাবাহিকের শুটিং ফ্লোরে । শ্যামা ও নিখিল জানালেন তাদের গল্প কোনদিকে মোড় নিচ্ছে তার কথা ।

কলকাতা : 'কৃষ্ণকলি' ধারাবাহিকে এর আগে দর্শকরা দেখেছিলেন শ্যামা ও নিখিলকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল । একদিকে বসন্ত চৌধুরি ও নিখিল চেষ্টা করছিল শ্যামাকে গায়িকা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করার। অন্যদিকে পরিবারের বাকি সদস্যরা শ্যামাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে যাচ্ছিল । অবশেষে তারা তাদের চেষ্টায় সফল হয় ।

শ্যামা আজ গায়িকা হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে । শ্রোতারা তার গান শুনে মুগ্ধ । নিখিল ও শ্যামা কি বাড়ি ফিরতে পারবে ? তাদের জীবনে অপেক্ষা করে রয়েছে আরও নতুন চমক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সব জানতে ETV ভারত সিতারা পৌঁছল ধারাবাহিকের শুটিং ফ্লোরে । শ্যামা ও নিখিল জানালেন তাদের গল্প কোনদিকে মোড় নিচ্ছে তার কথা ।

Intro:শেষ পর্যন্ত বাড়ি ফিরতে চলেছে শ্যামা ও নিখিল

অমিত চক্রবর্তী,কলকাতা: কৃষ্ণকলি ধারাবাহিকে এর আগে দর্শকরা দেখেছিলেন শ্যামা ও নিখিল কে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল।একদিকে বসন্ত চৌধুরী ও নিখিল চেষ্টা করে যাচ্ছিল শ্যামাকে গায়িকা হিসেবে সমাজের সামনে প্রতিষ্ঠিত করবার। আর অন্যদিকে পরিবারের বাকি সদস্যরা নানাভাবে চেষ্টা করেছিল শ্যামাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার।অবশেষে তারা তাদের প্রচেষ্টা সফল হয়েছে। কিন্তু এরই পাশাপাশি শ্যামা আজ কৃষ্ণকলি গায়িকা হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। শ্রোতারা আজ তার গানের গলাতে মুগ্ধ। সত্যিই কি নিখিল ও শ্যামা তার পরিবারের ফেরত আসবে নাকি, তাদের জীবনে অপেক্ষা করে রয়েছে আরো নতুন বড় কোনো চমক। আর এই সব কিছু জানতে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে শ্যামা ও নিখিল জানালেন তাদের গল্প নতুন কোন দিকে মোড় নিতে চলেছে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 2, 2019, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.