কলকাতা : 'কৃষ্ণকলি' ধারাবাহিকে এর আগে দর্শকরা দেখেছিলেন শ্যামা ও নিখিলকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল । একদিকে বসন্ত চৌধুরি ও নিখিল চেষ্টা করছিল শ্যামাকে গায়িকা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করার। অন্যদিকে পরিবারের বাকি সদস্যরা শ্যামাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে যাচ্ছিল । অবশেষে তারা তাদের চেষ্টায় সফল হয় ।
শ্যামা আজ গায়িকা হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে । শ্রোতারা তার গান শুনে মুগ্ধ । নিখিল ও শ্যামা কি বাড়ি ফিরতে পারবে ? তাদের জীবনে অপেক্ষা করে রয়েছে আরও নতুন চমক ।
সব জানতে ETV ভারত সিতারা পৌঁছল ধারাবাহিকের শুটিং ফ্লোরে । শ্যামা ও নিখিল জানালেন তাদের গল্প কোনদিকে মোড় নিচ্ছে তার কথা ।