ETV Bharat / sitara

আশিক কি পারবে সুস্থ হয়ে বাড়ি ফিরতে ? - kolkata

শিশুশ্রমকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিক 'এক যে ছিল খোকা' । প্রধান চরিত্রে থাকা আশিক দুর্ঘটনায় জখম । হাসপাতালে ভরতি । কতদিনে ফিরবে সে বাড়ি ? ধারাবাহিকে নতুন কী আসতে চলেছে দর্শকের জন্য জানালেন 'এক যে ছিল খোকা'-র অভিনেতা অভিনেত্রীরা ।

এক যে ছিল খোকা
author img

By

Published : Jul 21, 2019, 5:32 PM IST

Updated : Jul 21, 2019, 5:56 PM IST

কলকাতা : কয়েকদিন আগেই শুরু হয়েছে বাংলা ধারাবাহিক 'এক যে ছিল খোকা' । শিশুশ্রমকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প । আমাদের সমাজে আজও শিশুশ্রমের পিছনে লুকিয়ে থাকে ড্রাগ মাফিয়া, শিশু পাচারের মতো খারাপ কাজ ।

ধারাবাহিকের প্রধান চরিত্র আশিক । একটি ছোটো ছেলে । তাকে ঘিরেই গল্প আবর্তিত হবে । তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বিষয়ও ।

দেখুন ভিডিয়ো

আগামী সপ্তাহে দর্শক দেখতে পাবেন, ছোটো আশিকের অ্যাক্সিডেন্ট হয়েছে । সে গুরুতর জখম । হাসপাতাল থেকে কি সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে ? আর কী কী ঘটতে চলেছে ধারাবাহিকে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'এক যে ছিল খোকা'-র সেটে । সেখানে গিয়ে কথা হল ধারাবাহিকের দুই প্রধান চরিত্র উজানি দাসগুপ্ত ও রাজ ভট্টাচার্যের সঙ্গে ।

কলকাতা : কয়েকদিন আগেই শুরু হয়েছে বাংলা ধারাবাহিক 'এক যে ছিল খোকা' । শিশুশ্রমকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প । আমাদের সমাজে আজও শিশুশ্রমের পিছনে লুকিয়ে থাকে ড্রাগ মাফিয়া, শিশু পাচারের মতো খারাপ কাজ ।

ধারাবাহিকের প্রধান চরিত্র আশিক । একটি ছোটো ছেলে । তাকে ঘিরেই গল্প আবর্তিত হবে । তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বিষয়ও ।

দেখুন ভিডিয়ো

আগামী সপ্তাহে দর্শক দেখতে পাবেন, ছোটো আশিকের অ্যাক্সিডেন্ট হয়েছে । সে গুরুতর জখম । হাসপাতাল থেকে কি সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে ? আর কী কী ঘটতে চলেছে ধারাবাহিকে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'এক যে ছিল খোকা'-র সেটে । সেখানে গিয়ে কথা হল ধারাবাহিকের দুই প্রধান চরিত্র উজানি দাসগুপ্ত ও রাজ ভট্টাচার্যের সঙ্গে ।

Intro:আশিক কি পারবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে

অমিত চক্রবর্তী, কলকাতা: কয়েকদিন হল শুরু হয়েছে নতুন বাংলা ধারাবাহিক এক যে ছিল খোকা। গল্পের বিষয় শিশু শ্রম ও তাকে কেন্দ্র করে জড়িয়ে থাকা কালো অধ্যায় কে কেন্দ্র করে।কারণ আমাদের সমাজে আজও শিশুশ্রম এর পিছনে লুকিয়ে রয়েছে ড্রাগ মাফিয়া ও শিশু পাচার এর মতন কালো অধ্যায়। ধারাবাহিকের প্রধান চরিত্র আশিক বলে একটি ছোটো ছেলে, যাকে ঘিরে গল্প আবর্তিত হবে। তবে এর মধ্যে অনেক বিষয় রয়েছে। আগামী সপ্তাহেই দর্শকরা দেখবেন ছোট্ট আশিকের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে গুরুতর জখম হয়েছে। এখন দেখার সে কি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। ধারাবাহিকে আর কি ঘটছে সেটা জানতে ইটিভি ভারত সিতারা পৌছে গেছিল এক যে ছিল খোকা ধারাবাহিকের শুটিং ফ্লোরে। যেখানে গিয়ে আমরা কথা বলেছিলাম ধারাবাহিকের অন্য দুই প্রধান দুই চরিত্র উজানি দাসগুপ্ত ও রাজ ভট্টাচার্য সঙ্গে।



Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 21, 2019, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.