কলকাতা : কয়েকদিন আগেই শুরু হয়েছে বাংলা ধারাবাহিক 'এক যে ছিল খোকা' । শিশুশ্রমকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প । আমাদের সমাজে আজও শিশুশ্রমের পিছনে লুকিয়ে থাকে ড্রাগ মাফিয়া, শিশু পাচারের মতো খারাপ কাজ ।
ধারাবাহিকের প্রধান চরিত্র আশিক । একটি ছোটো ছেলে । তাকে ঘিরেই গল্প আবর্তিত হবে । তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বিষয়ও ।
আগামী সপ্তাহে দর্শক দেখতে পাবেন, ছোটো আশিকের অ্যাক্সিডেন্ট হয়েছে । সে গুরুতর জখম । হাসপাতাল থেকে কি সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে ? আর কী কী ঘটতে চলেছে ধারাবাহিকে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'এক যে ছিল খোকা'-র সেটে । সেখানে গিয়ে কথা হল ধারাবাহিকের দুই প্রধান চরিত্র উজানি দাসগুপ্ত ও রাজ ভট্টাচার্যের সঙ্গে ।