ETV Bharat / sitara

বন্ধ হতে চলেছে ধারাবাহিক 'কুঞ্জছায়া'

26 অগাস্ট ধারাবাহিকটির সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই, ক্রমাগত অন্য ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এটি । তাই একপ্রকার বাধ্য হয়েই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ।

author img

By

Published : Dec 27, 2019, 8:04 PM IST

Updated : Dec 28, 2019, 1:09 PM IST

dfg
dfg

কলকাতা : শুরু হওয়ার চার মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক 'কুঞ্জছায়া' । দাদু ও নাতনির স্নেহের সম্পর্ক দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প । এর পরে শালিক ও ঈশানের সম্পর্কের মাঝে প্রবেশ করতে থাকে ধারাবাহিকের একের পর এক খলনায়করা ।

26 অগাস্ট ধারাবাহিকটির সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই, ক্রমাগত অন্য ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এটি । বেশ কিছু সপ্তাহ ধরেই TRP লিস্টের ক্রমাগত নিচে ছিল এই ধারাবাহিক । রেটিং পয়েন্টে তিনের বেশি উঠতেই পারছিল না । ইতিমধ্যেই ধারাবাহিকটি 100 পর্বের মাইলস্টনে পার করে ফেলেছে । কিন্তু, কোনওভাবেই ধারাবাহিকটির গল্প এবং অভিনয় দর্শকদের মন জয় করতে পারেনি । তাই একপ্রকার বাধ্য হয়েই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন । সেই জায়গাতেই আসছে নতুন ধারাবাহিক 'কোড়া পাখি'। ওই ধারাবাহিকে অভিনয় করে ফের একবার কামব্যাক করছেন অভিনেত্রী পার্নো মিত্র ।

অভিনেত্রী পল্লবী দে, প্রথমবার বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন 'আমি সিরাজের বেগম' নামে একটি ধারাবাহিকে । এই ধারাবাহিকটি ছিল বাংলা টেলিভিশনের অত্যন্ত ব্যয়বহুল একটি ধারাবাহিক । কিন্তু, সম্প্রচার শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই খারাপ TRP-র জন্য সেটিও বন্ধ হয়ে যায় । এক কথায় বলতে গেলে পল্লবী পরপর যে দুটি ধারাবাহিকে অভিনয় করলেন সেই দুটি ধারাবাহিকই মাঝ পথে বন্ধ হয়ে গেল ।

তবে এই মুহূর্তে আরও একটি খবর স্টুডিয়ো পাড়ায় বেশ কয়েকদিন ধরেই ঘোরাঘুরি করছে । সেটি হল, যে ধারাবাহিকগুলো ক্রমাগতভাবে রেটিং পয়েন্ট 3 ঘোরাফেরা করছে সেগুলিও হয়তো বন্ধ হয়ে যেতে পারে ।

কলকাতা : শুরু হওয়ার চার মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক 'কুঞ্জছায়া' । দাদু ও নাতনির স্নেহের সম্পর্ক দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প । এর পরে শালিক ও ঈশানের সম্পর্কের মাঝে প্রবেশ করতে থাকে ধারাবাহিকের একের পর এক খলনায়করা ।

26 অগাস্ট ধারাবাহিকটির সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই, ক্রমাগত অন্য ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এটি । বেশ কিছু সপ্তাহ ধরেই TRP লিস্টের ক্রমাগত নিচে ছিল এই ধারাবাহিক । রেটিং পয়েন্টে তিনের বেশি উঠতেই পারছিল না । ইতিমধ্যেই ধারাবাহিকটি 100 পর্বের মাইলস্টনে পার করে ফেলেছে । কিন্তু, কোনওভাবেই ধারাবাহিকটির গল্প এবং অভিনয় দর্শকদের মন জয় করতে পারেনি । তাই একপ্রকার বাধ্য হয়েই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন । সেই জায়গাতেই আসছে নতুন ধারাবাহিক 'কোড়া পাখি'। ওই ধারাবাহিকে অভিনয় করে ফের একবার কামব্যাক করছেন অভিনেত্রী পার্নো মিত্র ।

অভিনেত্রী পল্লবী দে, প্রথমবার বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন 'আমি সিরাজের বেগম' নামে একটি ধারাবাহিকে । এই ধারাবাহিকটি ছিল বাংলা টেলিভিশনের অত্যন্ত ব্যয়বহুল একটি ধারাবাহিক । কিন্তু, সম্প্রচার শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই খারাপ TRP-র জন্য সেটিও বন্ধ হয়ে যায় । এক কথায় বলতে গেলে পল্লবী পরপর যে দুটি ধারাবাহিকে অভিনয় করলেন সেই দুটি ধারাবাহিকই মাঝ পথে বন্ধ হয়ে গেল ।

তবে এই মুহূর্তে আরও একটি খবর স্টুডিয়ো পাড়ায় বেশ কয়েকদিন ধরেই ঘোরাঘুরি করছে । সেটি হল, যে ধারাবাহিকগুলো ক্রমাগতভাবে রেটিং পয়েন্ট 3 ঘোরাফেরা করছে সেগুলিও হয়তো বন্ধ হয়ে যেতে পারে ।

Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: শুরু হওয়ার চার মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক কুঞ্জছায়া। দাদু ও নাতনির মিষ্টি স্নেহের সম্পর্ক দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প। গল্প যত এগিয়েছে গল্পের মূল চরিত্র অভিনেত্রী পল্লবী তথা শালিক, ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে তাদেরই গ্রামের এক ক্রিকেট খেলোয়ার ঈশানের সঙ্গে। আর তাদের সম্পর্কের মাঝে প্রবেশ করতে থাকে ধারাবাহিকের একের পর এক খলনায়ক চরিত্রেরা।

২৬ শে আগস্ট ধারাবাহিকটির সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই, ক্রমাগত অন্য ধারাবাহিকের প্রতিযোগিতায় ক্রমশই ধারাবাহিক টি পিছিয়ে পড়তে থাকে। বেশকিছু সপ্তাহ ধরেই বৃহস্পতিবার করে যে টিআরপি লিস্ট সামনে আসতে থাকে, তাতে দেখা যায় যে কয়েকটি ধারাবাহিক ক্রমাগত রেটিং পয়েন্ট 3 এর বেশি উঠতে পারছেনা তার মধ্যে অন্যতম হলো কুঞ্জছায়া। ইতিমধ্যেই ধারাবাহিকটি 100 পর্বের মাইলস্টনে পার করে ফেলেছে। কিন্তু কোনভাবেই ধারাবাহিকটির গল্প এবং অভিনয় দর্শকদের মনোরঞ্জন দিতে বারবার ব্যর্থ হয়েছে। তাই একপ্রকার বাধ্য হয়েই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটি কে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।কারণ সেই জায়গাতেই আসছে নতুন ধারাবাহিক কোড়া পাখি। যে চরিত্রে অভিনয় দিয়ে ফের একবার ধারাবাহিকে কামব্যাক করছেন অভিনেত্রী পার্নো মিত্র। যাকে শেষবার 2009 সালে 'সময়' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আরো একটি আশ্চর্যের বিষয় হলো অভিনেত্রী পল্লবী দে, যিনি প্রথমবার বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন আমি সিরাজের বেগম বলে একটি ধারাবাহিকে। পিরিয়ড ধর্মী এই ধারাবাহিকটি ছিল বাংলা টেলিভিশনের অত্যন্ত ব্যয়বহুল একটি ধারাবাহিক। কিন্তু সম্প্রচার শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই খারাপ টিআরপি জন্য সেটিও বন্ধ হয়ে যায়। এক কথায় বলতে গেলে অভিনেত্রী পল্লবী দে পরপর যে দুটি ধারাবাহিকে অভিনয় করলেন সেই দুটি ধারাবাহিক ই মাঝ পথে বন্ধ হয়ে গেল।

তবে এই মুহূর্তে আরো একটি খবর স্টুডিও পাড়ায় বেশ কয়েকদিন ধরেই ঘোরাঘুরি করছে।সেটি হলো যে ধারাবাহিকগুলো ক্রমাগতভাবে রেটিং পয়েন্ট ৩ ঘোরাফেরা করছে যেমন গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে, এখানে আকাশ নীল, কলের বউ, চুনি পান্না ও ইরাবতীর চুপকথা ধারাবাহিক গুলিও হয়তো যেকোনো সময় তেই বন্ধ হয়ে যেতে পারে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Dec 28, 2019, 1:09 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.