কলকাতা : এবার কোরোনার থাবা গানের রিয়েলিটি শো 'সারেগামাপা'-র সেটে । কোরোনায় আক্রান্ত হলেন শোয়ের চারজন বিচারক, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং ও আকৃতি কক্কর । শোনা গিয়েছে, এই শোয়ের দু'জন মেন্টর রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীরও নাকি হালকা জ্বর রয়েছে । শোয়ের সঞ্চালক আবীর চট্টোপাধ্যায় সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, প্রথমে শ্রীকান্ত আচার্যর শরীরে হালকা উপসর্গ দেখা গিয়েছিল । সন্দেহ হওয়ায় পরীক্ষা করান তিনি । রিপোর্ট পজ়িটিভ আসে । মনোময়ের শরীরেও উপসর্গ দেখা দিয়েছিল । পরীক্ষা করালে তাঁর রিপোর্টও পজ়িটিভ আসে । তাঁর দু'জনেই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে । এ প্রসঙ্গে মনোময়ের ছেলে ETV ভারতকে বলেন, "বাবা কোরোনায় আক্রান্ত হয়েছে । রিপোর্টে এখনও নেগেটিভ আসেনি । তবে ভালো আছে ।" আকৃতি ও মিকাকেও হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
এদিকে এতজন বিচারক কোরোনায় আক্রান্ত হওয়ার ফলে চিন্তায় পড়ে গিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ । এই পরিস্থিতির মধ্যে কীভাবে পরবর্তী এপিসোডের শুটিং করা হবে তা নিয়ে চিন্তায় রয়েছে তারা । শুটিংয়ের অনুমতি পাওয়ার পর সব বিধিনিষেধ মেনেই শুটিং শুরু করা হয়েছিল । তার মধ্যেও কীভাবে এতজন বিচারক কোরোনায় আক্রান্ত হলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।