মুম্বই : তিক্ততার সঙ্গে শেষ হল অভিনেত্রী সানা খান ও কোরিওগ্রাফার মেলভিন লুইসের সম্পর্ক । দিনের পর দিন মেলভিন প্রতারণা করেছেন সানার সঙ্গে, এই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করলেন সানা ।
তিনি লিখেছেন, "সত্যি কথা বলতে সত্যিই সাহসের প্রয়োজন আর আমি এটা প্রথমবার করছি । অনেক মানুষ আমাদের এই সম্পর্ককে বিশ্বাস করেছিলেন, ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন । তবে দুর্ভাগ্যবশত আমি আর এই সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারছি না ।"
মেলভিনের বিরুদ্ধে বিস্ফোরক সানা বলেন, "ও একজন নোংরা মানুষ । তবে সেটা বুঝতেই আমার এক বছর লেগে গেল, কারণ আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম । আমি নিজেই নিজের পাশে দাঁড়ালাম, আর কেউ দাঁড়াবে না জানি ।"
মে জুন মাস থেকে সানার অগোচরেই মেলভিন একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখে চলেছিলেন । তাদের মধ্যে একজনের নাম জানতে পেরে চমকে গেছিলেন সানা, কারণ, তিনি সেই মহিলাকে অনেকদিন ধরে চিনতেন । খুব তাড়াতাড়ি তার নাম প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন সানা ।
তিনি প্রশ্ন তুলেছেন, "মেলভিন আমায় বিয়ে করবে বলেছিল, আমার সন্তানের বাবা হবে বলেছিল । তবে ও আমার ছেলে বা মেয়েকে কী শেখাতো ?"
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে সানা বলেন, "হয়তো শারীরিক ভাবে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি আমি, তবে মানসিক ভাবে পারিনি । আমার মনে হয় না আর কোনও ছেলেকে বিশ্বাস করতে পারব ।"