কলকাতা, 8 ফেব্রুয়ারি: ফের অনস্ক্রিনে জুটি বাঁধতে চলেছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty Rudrajit Mukherjee teams up again)। 'সাত ভাই চম্পা'র পর টেলিভিশনে এটা তাঁদের দ্বিতীয় সফর জুটি হিসেবে । এবার যাত্রা শুরু বাংলা ধারাবাহিক পিলুতে (Real life jodi Promita Rudrajit in Pilu) ৷
'সাত ভাই চম্পা' ধারাবাহিকের পর থেকে আর দু‘জনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি টেলিভিশনে (Promita Chakrabartty Rudrajit Mukherjee teams up again)। রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর রিয়েল লাইফ রসায়নের কথা কারও অজানা নয় । এনগেজমেন্টও হয়ে গিয়েছে দু‘জনের । সামাজিক বিয়েটা বাকি । এর মাঝেই গত হয়েছেন রুদ্রর বাবা । মূলত সেই কারণেই পিছিয়েছে সামাজিক বিবাহ পর্ব । তবে এবার ফের টেলিভিশনে জুটি বাঁধতে চলেছেন বাস্তবের এই জুটি ।
আরও পড়ুন: Sona Roder Gan Actors New Look: রেট্রো লুকে হাজির 'সোনা রোদের গান'-এর চরিত্ররা, কার কেমন অনুভূতি ?
'পিলু' (Bengali TV serial) ধারাবাহিকে দেখা যাবে দু‘জনকে । রুদ্রর চরিত্রের নাম রঙ্গন । সে আদিত্য নারায়ণের ভাইপো । রুদ্রর চরিত্রটি বেশ চনমনে । সে রক গায় । যে বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয়, সেই বাড়ির ছেলে হয়ে সে গিটার বাজিয়ে রক গান গায় । ঠাম্মাকে সে লুকিয়ে ওয়াইন খাওয়ায় । বকুনিও খায় এর জন্য । কিন্তু ঠাম্মার প্রশ্রয়ে রঙ্গন বেঁচে যায় বারবার । তবে সে বেপরোয়া কিংবা দুষ্টু মনের নয় । বরং অনেক বেশি ভাল মনের সে । অন্যায় মেনে নেয় না, ভালবাসে সকলকে, দায়িত্বশীল এবং প্রতিবাদী । এহেন রঙ্গনের জীবনে এবার প্রেমের ছোঁয়া দিতে আসছে শিঞ্জিনী । এই চরিত্রেই দেখা যাবে প্রমিতা চক্রবর্তীকে ।
নিজের চরিত্র প্রসঙ্গে প্রমিতা বলেন, "আমার নাম এখানে শিঞ্জিনী । মেয়েটি খুব ইন্ট্রোভার্ট । রঙ্গনের একেবারে বিপরীত দিকের একজন মানুষ । রঙ্গন যেমন মজা, ঠাট্টায় মেতে থাকে এই মেয়েটি তেমন না । সে খুব সিরিয়াস । গান ভালবাসে । মন দিয়ে গানটা করে সে । গুরুজি মানে আদিত্য নারায়ণের বন্ধুর মেয়ে সে । সুরমণ্ডলের সকলে ভালবাসে তাকে । খুব সুন্দর স্বভাবের একটি মেয়ে শিঞ্জিনী । রঙ্গনের সঙ্গে ড্রেসিং সেন্স নিয়েও আছে পার্থক্য । রঙ্গনের পছন্দের পাত্রী সে । তবে শিঞ্জিনীর তরফ থেকে এখনও সাড়া পায়নি সে । এ ভাবেই আপাতত এগোবে গল্প । অনেকদিন পর একসঙ্গে আবার কাজ করছি । ভাল লাগছে ।"
আরও পড়ুন: Bhuban Badyakar in Dadagiri: দাদাগিরির মঞ্চে বাদাম কাকু, থাকবেন তৃণমূল যুবনেতা দেবাংশুও