ETV Bharat / sitara

রানির পরিবারে ঘনিয়ে আসছে বিপদ! - rani

রানি রাসমনির কাহিনিকে তুলে ধরতে বছর দুয়েক আগে শুরু হয়েছিল ধারাবাহিক করুণাময়ী রানি রাসমনি। সময়ের সঙ্গে সঙ্গে গল্প অনেকটাই এগিয়েছে। রানি থেকে রানি রাসমনি হয়ে ওঠার যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরিই রানির সংসারে ঘনিয়ে আসছে বিপদ। কোনও এক সদস্যকে হারাতে চলেছে রানি।

রানি রাসমনির সেটে
author img

By

Published : May 13, 2019, 4:58 PM IST

রাজচন্দ্রর মৃত্যুর পর থেকেই একের পর এক ঝড় আসছে রানির উপর। কখনও ইংরেজদের উপদ্রপ তো কখনও পারিবারিক সমস্যা। তার মধ্যেই রানিকে সামলাতে হচ্ছে ব্য়াবসাও।

এদিকে রানির ঘর আলো করে এসেছে জগদম্বা ও মথুরের সন্তান দ্বারকানাথ। তাকে ঘিরে একটু হলেও খুশির হাওয়া রানির সংসারে। কিন্তু, এর মাঝেই এসেছে একটি হুমকি চিঠি। তাকে কী লেখা, সে নিয়ে মুখ খুলতে নারাজ রানি ও তার পরিবার।

রানি রাসমনির সেটে
রানি রাসমনির সেটে

তবে মথুরের বক্তব্য থেকে স্পষ্ট এই চিঠি কোনও ভালো খবর নিয়ে আসেনি।

কী চলছে রানি রাসমনির সেটে, দেখুন ভিডিয়োয়...

রানি রাসমনির সেটে

রাজচন্দ্রর মৃত্যুর পর থেকেই একের পর এক ঝড় আসছে রানির উপর। কখনও ইংরেজদের উপদ্রপ তো কখনও পারিবারিক সমস্যা। তার মধ্যেই রানিকে সামলাতে হচ্ছে ব্য়াবসাও।

এদিকে রানির ঘর আলো করে এসেছে জগদম্বা ও মথুরের সন্তান দ্বারকানাথ। তাকে ঘিরে একটু হলেও খুশির হাওয়া রানির সংসারে। কিন্তু, এর মাঝেই এসেছে একটি হুমকি চিঠি। তাকে কী লেখা, সে নিয়ে মুখ খুলতে নারাজ রানি ও তার পরিবার।

রানি রাসমনির সেটে
রানি রাসমনির সেটে

তবে মথুরের বক্তব্য থেকে স্পষ্ট এই চিঠি কোনও ভালো খবর নিয়ে আসেনি।

কী চলছে রানি রাসমনির সেটে, দেখুন ভিডিয়োয়...

রানি রাসমনির সেটে
Intro:বাবু রাজচন্দ্র মৃত্যুর পর ফের নতুন বিপদ আসতে চলেছে রাণির জীবনে

অমিত চক্রবর্তী, কলকাতা: বাবু রাজচন্দ্র আচমকা পরলোকগমনে রানি রাসমনির জীবনী এসেছিল নতুন অধ্যায়। যেখানে তাকে একার হাতে তার সকল প্রজাদের সুখ-দুঃখ,ভালো-মন্দ দেখার পাশাপাশি তাদেরকে বাঁচাতে ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হতে হতো। আবার রাণিমাকে তার পরিবারের মধ্যেই নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সবকিছু মিলিয়ে রানিমার জীবন চলছিল ভালো ও মন্দ নিয়ে।কিন্তু নিয়তির এমনই পরিহাস যে রানিমার জীবনে আবার আসতে চলেছে এক গভীর সংকট। তার কারণ আবারো রানি রাসমণি পরিবারের রানিমার খুব নিকটাত্মীয় একজনের জীবন মরণের বিপদ আসতে চলেছে। সেই বিপদ কার আসছে সেটা অবশ্য একটা রহস্য সেটা ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে জানা যাবে। কিন্তু ঠিক কী ঘটনা ঘটছে সেটা জানতে, ইটিভি ভারত পৌছে গেছিল রাণি রাসমণি ধারাবাহিকের শুটিং ফ্লোরে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.