রাজচন্দ্রর মৃত্যুর পর থেকেই একের পর এক ঝড় আসছে রানির উপর। কখনও ইংরেজদের উপদ্রপ তো কখনও পারিবারিক সমস্যা। তার মধ্যেই রানিকে সামলাতে হচ্ছে ব্য়াবসাও।
এদিকে রানির ঘর আলো করে এসেছে জগদম্বা ও মথুরের সন্তান দ্বারকানাথ। তাকে ঘিরে একটু হলেও খুশির হাওয়া রানির সংসারে। কিন্তু, এর মাঝেই এসেছে একটি হুমকি চিঠি। তাকে কী লেখা, সে নিয়ে মুখ খুলতে নারাজ রানি ও তার পরিবার।
![রানি রাসমনির সেটে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-8001-entertainmentcopy-10-may-amit_10052019072359_1005f_1557453239_153.jpg)
তবে মথুরের বক্তব্য থেকে স্পষ্ট এই চিঠি কোনও ভালো খবর নিয়ে আসেনি।
কী চলছে রানি রাসমনির সেটে, দেখুন ভিডিয়োয়...