ETV Bharat / sitara

বন্ধ করে দেওয়া হল নাটক 'হিন্দু চোর'-এর প্রদর্শনী - হিন্দুচোর

ভোটের দোহাই দিয়ে বন্ধ করা হল 'হিন্দু চোর' নাটকটি। এই প্রথম নয়, গতবছর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগেও বাতিল হয়েছিল প্রদর্শনী।

প্রবীর মণ্ডল
author img

By

Published : Mar 27, 2019, 7:34 PM IST

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হল প্রবীর মণ্ডলের নাটক 'হিন্দু চোর'-এর প্রদর্শনী। আজ সন্ধ্যে সাড়ে ৬টায় সুজাতা সদনে মঞ্চস্থ হওয়ার কথা ছিল নাটকটির। কিন্তু, দুপুরেই ভবানীপুর থানার পুলিশ প্রবীর মণ্ডলের বাড়ি গিয়ে নাটকটি বন্ধ করার কথা জানিয়ে আসে। পুলিশের তরফে জানান হয়েছে, ভোটের আগে এই ধরনের নাটক দেখানো যাবে না। তবে ETV Bharat যোগাযোগ করলে পুলিশ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আজ বিশ্ব নাট্য দিবস। আর আজই এই নাটকের প্রদর্শনী বন্ধ হওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন সুজাতা সদনে আসা দর্শক। পাশাপাশি পুলিশের প্রতি ক্ষোভপ্রকাশ করে পরিচালক বলেন, শুধুমাত্র কিছু ফেসবুক পোস্ট দেখে এই নাটকটি মঞ্চস্থ করতে দেওয়া হয়নি।

নাটক দেখতে না পেয়ে এক দর্শক বলেন, "আমরা কোন রাজ্য়ে বাস করছি যেখানে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটের দোহাই দিয়ে। আমরা ভোটার আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার।"

তবে এই প্রথম নয়। এর আগেও গতবছর এই নাটকটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল। 2018 সালের 17 জুন সুমন্ত্র মাইতি কলকাতা পুলিশের কাছে FIR করে হিন্দু চোরের বিরুদ্ধে। অভিযোগ এখটাই, নাটকটি বিপুলভাবে তাঁর হিন্দুভাবাবেগকে আঘাত করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 18 জুন কলকাতা পুলিশ নাটকের সমস্ত পোস্টার সরিয়ে ফেলে। এরপর নাট্য পরিচালক প্রবীর মণ্ডলকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় শিশির মঞ্চ থেকে সরিয়ে ফেলা হয়েছে তার নাটক 'হিন্দু চোর'। যেটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল 25 শে জুন 2018। আজ প্রায় 9 মাস পর ফের নাটকটি মঞ্চস্থ হতে চলেছে।

তবে এই রাজ্যে প্রথম নয় এই ঘটনা। গত ফেব্রুয়ারি মাসে অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিকেও রাতারাতি পুলিশ সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছিল।

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হল প্রবীর মণ্ডলের নাটক 'হিন্দু চোর'-এর প্রদর্শনী। আজ সন্ধ্যে সাড়ে ৬টায় সুজাতা সদনে মঞ্চস্থ হওয়ার কথা ছিল নাটকটির। কিন্তু, দুপুরেই ভবানীপুর থানার পুলিশ প্রবীর মণ্ডলের বাড়ি গিয়ে নাটকটি বন্ধ করার কথা জানিয়ে আসে। পুলিশের তরফে জানান হয়েছে, ভোটের আগে এই ধরনের নাটক দেখানো যাবে না। তবে ETV Bharat যোগাযোগ করলে পুলিশ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আজ বিশ্ব নাট্য দিবস। আর আজই এই নাটকের প্রদর্শনী বন্ধ হওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন সুজাতা সদনে আসা দর্শক। পাশাপাশি পুলিশের প্রতি ক্ষোভপ্রকাশ করে পরিচালক বলেন, শুধুমাত্র কিছু ফেসবুক পোস্ট দেখে এই নাটকটি মঞ্চস্থ করতে দেওয়া হয়নি।

নাটক দেখতে না পেয়ে এক দর্শক বলেন, "আমরা কোন রাজ্য়ে বাস করছি যেখানে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটের দোহাই দিয়ে। আমরা ভোটার আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার।"

তবে এই প্রথম নয়। এর আগেও গতবছর এই নাটকটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল। 2018 সালের 17 জুন সুমন্ত্র মাইতি কলকাতা পুলিশের কাছে FIR করে হিন্দু চোরের বিরুদ্ধে। অভিযোগ এখটাই, নাটকটি বিপুলভাবে তাঁর হিন্দুভাবাবেগকে আঘাত করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 18 জুন কলকাতা পুলিশ নাটকের সমস্ত পোস্টার সরিয়ে ফেলে। এরপর নাট্য পরিচালক প্রবীর মণ্ডলকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় শিশির মঞ্চ থেকে সরিয়ে ফেলা হয়েছে তার নাটক 'হিন্দু চোর'। যেটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল 25 শে জুন 2018। আজ প্রায় 9 মাস পর ফের নাটকটি মঞ্চস্থ হতে চলেছে।

তবে এই রাজ্যে প্রথম নয় এই ঘটনা। গত ফেব্রুয়ারি মাসে অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিকেও রাতারাতি পুলিশ সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছিল।

Intro:wb_Kol_22Mar_hinduchorpic_SnehaSengupta


Body:wb_Kol_22Mar_hinduchorpic_SnehaSengupta


Conclusion:wb_Kol_22Mar_hinduchorpic_SnehaSengupta
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.