ETV Bharat / sitara

16 মে সুজয় প্রসাদের উদ্যোগে অনলাইনে প্রয়াত শঙ্খ ঘোষের স্মৃতিচারণা

আগামী 16 মে রাত নটায় শঙ্খ ঘোষের জন্য একটি মেমোরিয়াল সংস্থার ফেসবুক পেজ উপস্থাপন করা হবে । এই সমগ্র অনুষ্ঠানটির উদ্যোগ ও পরিকল্পনা যাঁর তিনি হলেন শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ।

প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্মৃতিচারণায় উদ্যোগী সুজয় প্রসাদ
প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্মৃতিচারণায় উদ্যোগী সুজয় প্রসাদ
author img

By

Published : May 12, 2021, 6:46 AM IST

Updated : May 12, 2021, 6:53 AM IST

কলকাতা, 12মে : করোনা অতিমারি কেড়েছে বহু আপন জনের প্রাণ । এমনই এক আপনজন ছিলেন কবি শঙ্খ ঘোষ । গত 21 শেএপ্রিল তাঁর কবিতাদের ছেড়ে ঘুমের দেশে পাড়ি দেন কবি । শঙ্খ ঘোষের চলে যাওয়া বাংলা সাহিত্যের মহীরুহ পতন । কবি শঙ্খ ঘোষের প্রয়াণে বাংলা সাহিত্যে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয় । তবে কবির মৃত্যু হলেও বেঁচে থাকে তাঁর কবিতারা । তাই কবির স্মরণে কবিতা পাঠ করবেন শর্মিলা ঠাকুর সহ বহু বিশিষ্ট শিল্পীরা ।

আগামী 16 মে রাত নটায় শঙ্খ ঘোষের মেমোরিয়াল সংস্থার ফেসবুক পেজে উপস্থাপনা করা হবে । এই সমগ্র অনুষ্ঠানটির উদ্যোগ ও পরিকল্পনা যাঁর তিনি হলেন শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় । অনুষ্ঠানটি শুরু হবে মালয়ালি কবি ও স্কলার কে. সচ্চিদানন্দনের বক্তৃতার মধ্য দিয়ে । তারপর স্মৃতিচারণা করবেন শঙ্খবাবুর একদা ছাত্রী পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব চৈতালী দাশগুপ্ত । সম্পাদক ও লেখক অরুণাভ সিনহা অনুবাদে তাঁর লেখা পড়বেন ।

শঙ্খবাবুর কবিতা পাঠের মধ্য দিয়ে তার স্মৃতিচারণা করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত, বাচিকশিল্পী বিজয়লক্ষ্মী বর্মন, প্রণতি ঠাকুর ও মধুমিতা বসু ৷ অভিনেত্রী সোহিনী সরকার,অনন্যা চট্টোপাধ্যায় ও নন্দনা সেন, বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্করও যোগ দেবেন এই অনুষ্ঠানে ।

শঙ্খ ঘোষের স্মৃতিচারণায় অংশ নেবেন শর্মিলা ঠাকুর । অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন প্রমিতা মল্লিক, প্রবুদ্ধ রাহা, জয়তী চক্রবর্তী, রোহিনী রায় চৌধুরী, শ্রবন্তী বসু বন্দোপাধ্যায়, সুছন্দা ঘোষ, রঞ্জিনী মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায় এবং ঋতপা ভট্টাচার্য্য ।

অনুষ্ঠানের সমগ্র পরিকল্পনা যাঁর সেই সুজয় প্রসাদ জানিয়েছন , "ভারতীয় কবিতার অন্যতম কবির জীবন ও রচনাগুলি উদযাপন করা আমাদের জন্য সম্মানের এবং সম্ভবত তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা রক্ষার এক অনন্য উপায় ৷"

আরও পড়ুন : কোভিড মোকাবিলায় ব্যর্থ কেন্দ্র, সলমন-সনুকে প্রধানমন্ত্রী চান রাখী

অতি মারি স্তব্ধ করেছে স্বাভাবিক জীবনযাত্রা ৷ চারপাশে শুধু মৃত্যুর উল্লাস । তবে বেশকিছু বছর আগে বেঁধে বেঁধে থাকার কথা বলে গিয়েছিলেন কবি, এই দুঃসময়ে এই ভাবে বেঁধে বেঁধে থাকার মাধ্যমেই কবিকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন এই সব শিল্পীরা ।

কলকাতা, 12মে : করোনা অতিমারি কেড়েছে বহু আপন জনের প্রাণ । এমনই এক আপনজন ছিলেন কবি শঙ্খ ঘোষ । গত 21 শেএপ্রিল তাঁর কবিতাদের ছেড়ে ঘুমের দেশে পাড়ি দেন কবি । শঙ্খ ঘোষের চলে যাওয়া বাংলা সাহিত্যের মহীরুহ পতন । কবি শঙ্খ ঘোষের প্রয়াণে বাংলা সাহিত্যে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয় । তবে কবির মৃত্যু হলেও বেঁচে থাকে তাঁর কবিতারা । তাই কবির স্মরণে কবিতা পাঠ করবেন শর্মিলা ঠাকুর সহ বহু বিশিষ্ট শিল্পীরা ।

আগামী 16 মে রাত নটায় শঙ্খ ঘোষের মেমোরিয়াল সংস্থার ফেসবুক পেজে উপস্থাপনা করা হবে । এই সমগ্র অনুষ্ঠানটির উদ্যোগ ও পরিকল্পনা যাঁর তিনি হলেন শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় । অনুষ্ঠানটি শুরু হবে মালয়ালি কবি ও স্কলার কে. সচ্চিদানন্দনের বক্তৃতার মধ্য দিয়ে । তারপর স্মৃতিচারণা করবেন শঙ্খবাবুর একদা ছাত্রী পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব চৈতালী দাশগুপ্ত । সম্পাদক ও লেখক অরুণাভ সিনহা অনুবাদে তাঁর লেখা পড়বেন ।

শঙ্খবাবুর কবিতা পাঠের মধ্য দিয়ে তার স্মৃতিচারণা করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত, বাচিকশিল্পী বিজয়লক্ষ্মী বর্মন, প্রণতি ঠাকুর ও মধুমিতা বসু ৷ অভিনেত্রী সোহিনী সরকার,অনন্যা চট্টোপাধ্যায় ও নন্দনা সেন, বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্করও যোগ দেবেন এই অনুষ্ঠানে ।

শঙ্খ ঘোষের স্মৃতিচারণায় অংশ নেবেন শর্মিলা ঠাকুর । অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন প্রমিতা মল্লিক, প্রবুদ্ধ রাহা, জয়তী চক্রবর্তী, রোহিনী রায় চৌধুরী, শ্রবন্তী বসু বন্দোপাধ্যায়, সুছন্দা ঘোষ, রঞ্জিনী মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায় এবং ঋতপা ভট্টাচার্য্য ।

অনুষ্ঠানের সমগ্র পরিকল্পনা যাঁর সেই সুজয় প্রসাদ জানিয়েছন , "ভারতীয় কবিতার অন্যতম কবির জীবন ও রচনাগুলি উদযাপন করা আমাদের জন্য সম্মানের এবং সম্ভবত তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা রক্ষার এক অনন্য উপায় ৷"

আরও পড়ুন : কোভিড মোকাবিলায় ব্যর্থ কেন্দ্র, সলমন-সনুকে প্রধানমন্ত্রী চান রাখী

অতি মারি স্তব্ধ করেছে স্বাভাবিক জীবনযাত্রা ৷ চারপাশে শুধু মৃত্যুর উল্লাস । তবে বেশকিছু বছর আগে বেঁধে বেঁধে থাকার কথা বলে গিয়েছিলেন কবি, এই দুঃসময়ে এই ভাবে বেঁধে বেঁধে থাকার মাধ্যমেই কবিকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন এই সব শিল্পীরা ।

Last Updated : May 12, 2021, 6:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.